প্রতিনিধি, নলডাঙ্গা (নাটোর)
প্রায় এক বছর আগে শেষ হয়েছে সেতু নির্মাণের কাজ। সেতু নির্মাণের কাজ শেষ হয়েছে তবে সংযোগ সড়কের কাজ এখনও শুরু হয়নি। নাটোরের নলডাঙ্গা উপজেলার দুর্লভপুরে এলাকায় একটি খালের ওপর এই সেতুটি নির্মাণ করা হয়েছে। সংযোগ সড়ক না থাকায় ব্যবহারের অনুপযোগী হয়ে আছে এটা।
কয়েক গ্রামের বাসিন্দাদের প্রতিদিন ঝুঁকি নিয়ে নড়বড়ে বাঁশের সাকোঁ দিয়ে খাল পার হতে হচ্ছে। গ্রামবাসীরা বলছেন,সেতু নির্মাণের পর আমরা আনন্দিত হয়েছিলাম, কিন্তু সেই আনন্দ এখন বেদনায় পরিণত হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর উপজেলার দুর্লভপুর গ্রামের খালের ওপর ৩২ ফুট দৈর্ঘ্য পাকা সেতু নির্মাণ করেছে। ২৭ লাখ ৩১ হাজার ৬৪৪ টাকায় সেতুটি নির্মাণ করেছেন একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, নলডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের সংযোগস্থলে খালের ওপর নির্মাণ করা হয়েছে সেতুটি। সংযোগ সড়ক না থাকায় সেতুর দুই পারের গ্রামবাসী বাশের সাকোঁ দিয়ে পারাপার হচ্ছে। ফলে দুর্লভপুর গ্রামের হাজার হাজার বাসিন্দারা খালের ওপর নির্মিত সেতুর কোন উপকার পাচ্ছে না।
দুর্লভপুর গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন মন্টুসহ কয়েকজন গ্রামবাসী জানান,প্রায় এক বছর আছে সেতুটির নির্মাণ কাজ হয়েছে। সংযোগ সড়ক নির্মাণ না করায় আমরা ভ্যান বাঁ অন্য যানবাহনে কৃষিপণ্য আনা নেওয়া করতেত পারি না। যার কারণে আমাদের সমস্যা আগের মতই রয়ে গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর খৈয়াম বলেন,সেতুটি নির্মাণ শেষ হওয়ার পর বন্যার পানি আসায় সংযোগ নির্মাণ করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান।আমি ঠিকাদারদের দ্রুত সংযোগ সড়কে মাটি দিয়ে ভরাট করে জনগণের চলাচলের জন্য উপযুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছি। তারা দুই একদিনের মধ্যে মাটি ভরাটের কাজ শুরু করবে।
প্রায় এক বছর আগে শেষ হয়েছে সেতু নির্মাণের কাজ। সেতু নির্মাণের কাজ শেষ হয়েছে তবে সংযোগ সড়কের কাজ এখনও শুরু হয়নি। নাটোরের নলডাঙ্গা উপজেলার দুর্লভপুরে এলাকায় একটি খালের ওপর এই সেতুটি নির্মাণ করা হয়েছে। সংযোগ সড়ক না থাকায় ব্যবহারের অনুপযোগী হয়ে আছে এটা।
কয়েক গ্রামের বাসিন্দাদের প্রতিদিন ঝুঁকি নিয়ে নড়বড়ে বাঁশের সাকোঁ দিয়ে খাল পার হতে হচ্ছে। গ্রামবাসীরা বলছেন,সেতু নির্মাণের পর আমরা আনন্দিত হয়েছিলাম, কিন্তু সেই আনন্দ এখন বেদনায় পরিণত হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর উপজেলার দুর্লভপুর গ্রামের খালের ওপর ৩২ ফুট দৈর্ঘ্য পাকা সেতু নির্মাণ করেছে। ২৭ লাখ ৩১ হাজার ৬৪৪ টাকায় সেতুটি নির্মাণ করেছেন একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, নলডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের সংযোগস্থলে খালের ওপর নির্মাণ করা হয়েছে সেতুটি। সংযোগ সড়ক না থাকায় সেতুর দুই পারের গ্রামবাসী বাশের সাকোঁ দিয়ে পারাপার হচ্ছে। ফলে দুর্লভপুর গ্রামের হাজার হাজার বাসিন্দারা খালের ওপর নির্মিত সেতুর কোন উপকার পাচ্ছে না।
দুর্লভপুর গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন মন্টুসহ কয়েকজন গ্রামবাসী জানান,প্রায় এক বছর আছে সেতুটির নির্মাণ কাজ হয়েছে। সংযোগ সড়ক নির্মাণ না করায় আমরা ভ্যান বাঁ অন্য যানবাহনে কৃষিপণ্য আনা নেওয়া করতেত পারি না। যার কারণে আমাদের সমস্যা আগের মতই রয়ে গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর খৈয়াম বলেন,সেতুটি নির্মাণ শেষ হওয়ার পর বন্যার পানি আসায় সংযোগ নির্মাণ করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান।আমি ঠিকাদারদের দ্রুত সংযোগ সড়কে মাটি দিয়ে ভরাট করে জনগণের চলাচলের জন্য উপযুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছি। তারা দুই একদিনের মধ্যে মাটি ভরাটের কাজ শুরু করবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫