বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রেম করে পরিবারের অমতে ছয় মাস আগে তমা খাতুন (১৪) ও মাহবুব হোসেনের (১৮) বিয়ে হয়। আজ শুক্রবার বিকেলে নাটোরের বড়াইগ্রামে জোনাইল ইউনিয়নের দিঘইর কান্দিপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে তমার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, উপজেলার জোনাইল ইউনিয়নের কুশমাইল গ্রামের তাইদুল ইসলামের মেয়ে তমা খাতুন। একই ইউনিয়নের দিঘইর গ্রামের আফসার আলীর ছেলে মাহবুব হোসেন। ভালোবেসে ছয় মাস আগে তারা পালিয়ে বিয়ে করে। বিয়েতে সম্মতি ছিল না দুই পরিবারের। তবে কিছুদিন মেনে নেয়। বিয়ের পর থেকে তমা স্বামীর বাড়িতেই থাকত। স্বামী ছিল বেকার। খুবই কষ্টে দিন চলছিল তাদের।
সাংসারিক বিষয় নিয়ে আজ সকালে তমা ও মাহবুবের মধ্যে কথা-কাটাকাটি হয়। বেলা সাড়ে ১১টার দিকে মাহবুব বাজারে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তমার খোঁজ করতে তার ঘরে যায়। তাকে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের তিরের সঙ্গে ঝুলতে দেখে তারা। খবর পেয়ে পুলিশ এসে তমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তমার মা গোলাপী বেগম বলেন, ‘তারা আমাদের না জানিয়ে বিয়ে করে। বিয়ে জানাজানি হলে দুই পরিবার মিলে মেনে নিই। তখন কোনো কিছু দাবি করা হয় নাই। কিছুদিন পর মাহবুবের মা ও বড় ভাই মহসীন যৌতুকের জন্য আমার মেয়েকে চাপ দিতে থাকে। আমি গত ঈদের আগে আসবাবপত্র কিনে দিয়েছি। কিন্তু তারা টাকার জন্য বলত। টাকা না দিলে মেয়েকে মারপিটের হুমকি দিত।’
তিনি আরও বলেন, ‘আজ বেলা সাড়ে ১১টার সময় মেয়ের সাথে আমার কথা হয়েছে। তখন বলেছিল, বসার টুল নিয়ে আমার মেয়েকে বকাবকি করছে। এরপর থেকে আমার ফোন আর রিসিভ হয় নাই। আমি ১টার দিকে আমার মেয়ের মৃত্যুর খবর পাই।’
ঘটনার পর থেকেই তমার স্বামী মাহবুবকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। তার মায়ের দাবি, তমা ও মাহবুব আলাদা সংসার করে। ঘরের ভেতরে গ্যাসের চুলায় রান্না করে। তাদের ভেতরে কী হয়েছে তাঁরা জানেন না।
মাহবুবের বড় ভাই মহসীন বলেন, ‘দাম্পত্য কলহে আত্মহত্যা করেছে। আমি কখনো যৌতুকের জন্য কোনো কথা বলি নাই।’
তমার বাবা তাইদুল ইসলাম বলেন, ‘আমার সন্তানের জন্য দীর্ঘদিন বিদেশে ছিলাম। আমার মেয়েকে তারা মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।’
বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসবে।’
প্রেম করে পরিবারের অমতে ছয় মাস আগে তমা খাতুন (১৪) ও মাহবুব হোসেনের (১৮) বিয়ে হয়। আজ শুক্রবার বিকেলে নাটোরের বড়াইগ্রামে জোনাইল ইউনিয়নের দিঘইর কান্দিপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে তমার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, উপজেলার জোনাইল ইউনিয়নের কুশমাইল গ্রামের তাইদুল ইসলামের মেয়ে তমা খাতুন। একই ইউনিয়নের দিঘইর গ্রামের আফসার আলীর ছেলে মাহবুব হোসেন। ভালোবেসে ছয় মাস আগে তারা পালিয়ে বিয়ে করে। বিয়েতে সম্মতি ছিল না দুই পরিবারের। তবে কিছুদিন মেনে নেয়। বিয়ের পর থেকে তমা স্বামীর বাড়িতেই থাকত। স্বামী ছিল বেকার। খুবই কষ্টে দিন চলছিল তাদের।
সাংসারিক বিষয় নিয়ে আজ সকালে তমা ও মাহবুবের মধ্যে কথা-কাটাকাটি হয়। বেলা সাড়ে ১১টার দিকে মাহবুব বাজারে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তমার খোঁজ করতে তার ঘরে যায়। তাকে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের তিরের সঙ্গে ঝুলতে দেখে তারা। খবর পেয়ে পুলিশ এসে তমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তমার মা গোলাপী বেগম বলেন, ‘তারা আমাদের না জানিয়ে বিয়ে করে। বিয়ে জানাজানি হলে দুই পরিবার মিলে মেনে নিই। তখন কোনো কিছু দাবি করা হয় নাই। কিছুদিন পর মাহবুবের মা ও বড় ভাই মহসীন যৌতুকের জন্য আমার মেয়েকে চাপ দিতে থাকে। আমি গত ঈদের আগে আসবাবপত্র কিনে দিয়েছি। কিন্তু তারা টাকার জন্য বলত। টাকা না দিলে মেয়েকে মারপিটের হুমকি দিত।’
তিনি আরও বলেন, ‘আজ বেলা সাড়ে ১১টার সময় মেয়ের সাথে আমার কথা হয়েছে। তখন বলেছিল, বসার টুল নিয়ে আমার মেয়েকে বকাবকি করছে। এরপর থেকে আমার ফোন আর রিসিভ হয় নাই। আমি ১টার দিকে আমার মেয়ের মৃত্যুর খবর পাই।’
ঘটনার পর থেকেই তমার স্বামী মাহবুবকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। তার মায়ের দাবি, তমা ও মাহবুব আলাদা সংসার করে। ঘরের ভেতরে গ্যাসের চুলায় রান্না করে। তাদের ভেতরে কী হয়েছে তাঁরা জানেন না।
মাহবুবের বড় ভাই মহসীন বলেন, ‘দাম্পত্য কলহে আত্মহত্যা করেছে। আমি কখনো যৌতুকের জন্য কোনো কথা বলি নাই।’
তমার বাবা তাইদুল ইসলাম বলেন, ‘আমার সন্তানের জন্য দীর্ঘদিন বিদেশে ছিলাম। আমার মেয়েকে তারা মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।’
বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২২ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২২ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২২ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২২ দিন আগে