প্রতিনিধি, বাগাতিপাড়া (নাটোর)
নাটোরের বাগাতিপাড়ায় রাহাতন খাতুন নামে ৭৬ বছরের এক বৃদ্ধা জীবিত থাকলেও জাতীয় পরিচয়পত্রে (এনআইডি কার্ড) মৃত আসায় তাঁর বয়স্ক ভাতা বন্ধ হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি মৃত আব্দুল লতিফের স্ত্রী এবং বাগাতিপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেড়াবাড়িয়া মহল্লার বাসিন্দা।
ভুক্তভোগী রাহাতন খাতুন জানান, প্রায় সাত বছর ধরে বয়স্ক ভাতা পাচ্ছিলেন তিনি। সম্প্রতি মোবাইল ফোনের বিকাশ নম্বরে ভাতার টাকা দেওয়া হবে জানানো হয়। কিন্তু পরে আর টাকা পাননি। সর্বশেষ দুই দফায় কোন টাকা না পেয়ে বিষয়টি নিয়ে অফিসে যোগাযোগ করেন। এ সময় জানতে পারেন জাতীয় পরিচয়পত্রে তাঁর নামে মৃত থাকায় বয়স্ক ভাতা বন্ধ হয়ে গেছে। তাই এনআইডি কার্ড সংশোধনের জন্য পরামর্শ দেওয়া হয়।
ভুক্তভোগী অভিযোগ করে বলেন, জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য উপজেলা নির্বাচন অফিস গেলে বারবার আমাকে ফিরিয়ে দেওয়া হয়। প্রায় দুই থেকে তিন মাস পর স্থানীয়দের সহায়তা নিয়ে নির্বাচন অফিস থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধন করা হয়েছে। কিন্তু এরপর আর আমাকে বয়স্ক ভাতা দেওয়া হয়নি।
জীবিত থাকার পরও কীভাবে জাতীয় পরিচয়পত্রে মৃত দেখানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। এত দিন ঠিকই ভাতা পেতাম। কিন্তু হঠাৎ করে কীভাবে এই ঝামেলা হল তা বুঝতে পারছি না।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, তথ্য হালনাগাদের সময় কোনোভাবে ভুলটি হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম বলেন, বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে সফটওয়্যারে যাচাইয়ে জাতীয় পরিচয়পত্রে মৃত থাকায় তাঁর ভাতা বন্ধ হয়ে গেছে। নির্বাচন অফিস থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য বলা হলেও নির্ধারিত সময়ে কাজটি করতে পারেননি তিনি। ফলে তাঁর জায়গায় অন্য আরেকজনকে এই সুবিধা দেওয়া হয়েছে। পরবর্তীতে স্থান শূন্য হলে বা নতুন বরাদ্দ পেলে তাঁকে অগ্রাধিকার ভিত্তিতে ভাতার আওতায় আনা হবে।
নাটোরের বাগাতিপাড়ায় রাহাতন খাতুন নামে ৭৬ বছরের এক বৃদ্ধা জীবিত থাকলেও জাতীয় পরিচয়পত্রে (এনআইডি কার্ড) মৃত আসায় তাঁর বয়স্ক ভাতা বন্ধ হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি মৃত আব্দুল লতিফের স্ত্রী এবং বাগাতিপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেড়াবাড়িয়া মহল্লার বাসিন্দা।
ভুক্তভোগী রাহাতন খাতুন জানান, প্রায় সাত বছর ধরে বয়স্ক ভাতা পাচ্ছিলেন তিনি। সম্প্রতি মোবাইল ফোনের বিকাশ নম্বরে ভাতার টাকা দেওয়া হবে জানানো হয়। কিন্তু পরে আর টাকা পাননি। সর্বশেষ দুই দফায় কোন টাকা না পেয়ে বিষয়টি নিয়ে অফিসে যোগাযোগ করেন। এ সময় জানতে পারেন জাতীয় পরিচয়পত্রে তাঁর নামে মৃত থাকায় বয়স্ক ভাতা বন্ধ হয়ে গেছে। তাই এনআইডি কার্ড সংশোধনের জন্য পরামর্শ দেওয়া হয়।
ভুক্তভোগী অভিযোগ করে বলেন, জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য উপজেলা নির্বাচন অফিস গেলে বারবার আমাকে ফিরিয়ে দেওয়া হয়। প্রায় দুই থেকে তিন মাস পর স্থানীয়দের সহায়তা নিয়ে নির্বাচন অফিস থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধন করা হয়েছে। কিন্তু এরপর আর আমাকে বয়স্ক ভাতা দেওয়া হয়নি।
জীবিত থাকার পরও কীভাবে জাতীয় পরিচয়পত্রে মৃত দেখানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। এত দিন ঠিকই ভাতা পেতাম। কিন্তু হঠাৎ করে কীভাবে এই ঝামেলা হল তা বুঝতে পারছি না।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, তথ্য হালনাগাদের সময় কোনোভাবে ভুলটি হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম বলেন, বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে সফটওয়্যারে যাচাইয়ে জাতীয় পরিচয়পত্রে মৃত থাকায় তাঁর ভাতা বন্ধ হয়ে গেছে। নির্বাচন অফিস থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য বলা হলেও নির্ধারিত সময়ে কাজটি করতে পারেননি তিনি। ফলে তাঁর জায়গায় অন্য আরেকজনকে এই সুবিধা দেওয়া হয়েছে। পরবর্তীতে স্থান শূন্য হলে বা নতুন বরাদ্দ পেলে তাঁকে অগ্রাধিকার ভিত্তিতে ভাতার আওতায় আনা হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে