প্রতিনিধি, লালপুর (নাটোর)
নাটোরের লালপুরে ব্রিটিশ আমলের সরকারি মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে। গত ৪ মাস ধরে মাঠটিতে পানি জমে থাকায় সেখানে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।
আজ বুধবার সরেজমিন দেখা যায়, মাঠের মধ্যে কোমর পর্যন্ত পানি জমে আছে। পূর্ব-উত্তর কোনের ভাগাড় থেকে ময়লার দুর্গন্ধ ছড়াচ্ছে। প্রাচীরের দেওয়ালে জ্বালানির জন্য গোবরের প্রলেপ দেওয়া হয়েছে। পূর্ব ও পশ্চিমে প্রবেশের সিঁড়ি ভেঙে গেছে। ধানের খড় গাদা করে রাখা হয়েছে। পুরো মাঠ ব্যবহারের অনুপযোগী হয়ে আছে।
বিলমাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম (৭৩) বলেন, ব্রিটিশ আমলে মেদিনীপুর জমিদার কোম্পানির প্রধান বাণিজ্য কেন্দ্র ও থানা সদর ছিল বিলমাড়িয়া। ভারতে যাতায়াতের জন্য পদ্মা নদীর তীরে ছিল স্টিমার ঘাট। তখন ফুটবল মাঠ, ক্লাব ও বিনোদন কেন্দ্র স্থাপিত হয়। সর্বশেষ ১৯৯৩ সালে এ মাঠে ফুটবল খেলা হয়। ২০০৫ সালে মাঠ সংস্কার ও সীমানা প্রাচীর নির্মাণ করা হয়।
পল্লিচিকিৎসক মো. আজম আলী বলেন, পানি নিষ্কাশনের কালভার্টের মুখ বন্ধ রয়েছে। প্রায় ৪ মাস ধরে মাঠের মধ্যে কোমর পানি জমে আছে। এতে বিভিন্ন রোগ ছড়াচ্ছে। পদ্মা নদীতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে মানুষের দুর্ভোগ কমবে।
বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু বলেন, প্রায় তিন একর জায়গায় খেলার মাঠটি অবস্থিত। মাঠ সংস্কারের জন্য ক্রীড়া মন্ত্রণালয় বরাবর আবেদন করা হয়েছে।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শাম্মী আক্তার বলেন, সরেজমিন মাঠটি পরিদর্শন করেছেন। দ্রুত পানি নিষ্কাশনে পদক্ষেপ গ্রহণ করবেন।
নাটোরের লালপুরে ব্রিটিশ আমলের সরকারি মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে। গত ৪ মাস ধরে মাঠটিতে পানি জমে থাকায় সেখানে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।
আজ বুধবার সরেজমিন দেখা যায়, মাঠের মধ্যে কোমর পর্যন্ত পানি জমে আছে। পূর্ব-উত্তর কোনের ভাগাড় থেকে ময়লার দুর্গন্ধ ছড়াচ্ছে। প্রাচীরের দেওয়ালে জ্বালানির জন্য গোবরের প্রলেপ দেওয়া হয়েছে। পূর্ব ও পশ্চিমে প্রবেশের সিঁড়ি ভেঙে গেছে। ধানের খড় গাদা করে রাখা হয়েছে। পুরো মাঠ ব্যবহারের অনুপযোগী হয়ে আছে।
বিলমাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম (৭৩) বলেন, ব্রিটিশ আমলে মেদিনীপুর জমিদার কোম্পানির প্রধান বাণিজ্য কেন্দ্র ও থানা সদর ছিল বিলমাড়িয়া। ভারতে যাতায়াতের জন্য পদ্মা নদীর তীরে ছিল স্টিমার ঘাট। তখন ফুটবল মাঠ, ক্লাব ও বিনোদন কেন্দ্র স্থাপিত হয়। সর্বশেষ ১৯৯৩ সালে এ মাঠে ফুটবল খেলা হয়। ২০০৫ সালে মাঠ সংস্কার ও সীমানা প্রাচীর নির্মাণ করা হয়।
পল্লিচিকিৎসক মো. আজম আলী বলেন, পানি নিষ্কাশনের কালভার্টের মুখ বন্ধ রয়েছে। প্রায় ৪ মাস ধরে মাঠের মধ্যে কোমর পানি জমে আছে। এতে বিভিন্ন রোগ ছড়াচ্ছে। পদ্মা নদীতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে মানুষের দুর্ভোগ কমবে।
বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু বলেন, প্রায় তিন একর জায়গায় খেলার মাঠটি অবস্থিত। মাঠ সংস্কারের জন্য ক্রীড়া মন্ত্রণালয় বরাবর আবেদন করা হয়েছে।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শাম্মী আক্তার বলেন, সরেজমিন মাঠটি পরিদর্শন করেছেন। দ্রুত পানি নিষ্কাশনে পদক্ষেপ গ্রহণ করবেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫