Ajker Patrika

নরসিংদীতে আরও ছয়জনের করোনা শনাক্ত

প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২১, ১৩: ৫৯
নরসিংদীতে আরও ছয়জনের করোনা শনাক্ত

নরসিংদী: নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আজ শনিবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৪৪৪।

সিভিল সার্জন মো. নুরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ছয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় দুজন, পলাশে একজন, শিবপুরে একজন ও মনোহরদীতে দুজন।

এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৭৩৪ জন, শিবপুরে ৩৮৫ জন, পলাশে ৬৫৩ জন, মনোহরদীতে ২৫০ জন, বেলাবয় ১৯৭ জন, রায়পুরায় ২২৫ জন।

বর্তমানে আক্রান্তদের মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ১৩৭ জন, হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ১১ জন।

জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬২ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩২ জন, পলাশে ৫ জন, বেলাবয় ৬ জন, রায়পুরায় ৮ জন, মনোহরদীতে ৪ জন ও শিবপুরে ৭ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত