নরসিংদী প্রতিনিধি
‘সামনে নির্বাচন আসবে, যদি সেই নির্বাচনে দশটি মার্ডারও হয়, আমি সিরাজুল ইসলাম মোল্লা মাঠ থেকে সরব না। আর আপনারা কেন্দ্র ছাড়বেন না, না, না, যতকিছু হোক না কেন। প্রশাসনের লোক বলেন, দলীয়করণ বলেন যাই কিছু হোক না কেন, সবকিছু কিন্তু আল্লাহর রহমতে আমার পক্ষে মেনটেইন করা সম্ভব।’ উপজেলা যুবলীগের অনুষ্ঠানে এভাবেই কথা বলছিলেন নরসিংদী-৩ (শিবপুর) সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা।
তাঁর এমন বক্তব্যের একপর্যায়ে মঞ্চে উপস্থিত জেলা যুবলীগ সভাপতি বিজয় গোস্বামী দাঁড়িয়ে সিরাজুল ইসলাম মোল্লার কানে কিছু একটা বলার পর বর্তমান সরকারের উন্নয়ন নিয়ে বক্তব্য শুরু করেন তিনি।
উপজেলা যুবলীগের আয়োজনে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিবপুরের ইটাখোলা গোলচত্বরে উপজেলা আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন।
সিরাজুল ইসলাম মোল্লা নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে ২০১৪ সালে সংসদ সদস্য হয়েছিলেন। তিনি নৌকার বিদ্রোহী হিসেবে সেবার নির্বাচন করে জয়ী হন।
২০১৪ সালে হাঁস প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে বিজয়ী সাবেক এই এমপি বক্তব্যে আরও বলেন, ‘আমি সাংসদ থাকাকালীন শিবপুরে কি উন্নয়ন হয়েছে, আর বর্তমানে কি উন্নয়ন হচ্ছে আপনারা তা দেখছেন। ইটাখোলা-সিঅ্যান্ডবি, শিবপুর-দুলালপুর, কামরাব রাস্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের চারতলা ভবন এবং উপজেলা প্রশাসন ভবন, নদী খনন, ঘরে ঘরে বিদ্যুৎ আমার মাধ্যমেই হয়েছে। বাংলাদেশের ১৪টি আদর্শ উপজেলার মধ্যে শিবপুর উপজেলার নাম আমি অন্তর্ভুক্ত করেছিলাম।’
আগামী নির্বাচনে যদি দশটি মার্ডারও হয় মাঠ না ছাড়ার ঘোষণার এমন বক্তব্যের ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নরসিংদী ও শিবপুরের রাজনীতির অঙ্গনে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। অনেকে এমন বক্তব্যকে উসকানি হিসেবে দেখছেন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান বলেন, শিবপুর উপজেলা আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করার জন্য সিরাজুল ইসলাম মোল্লা ২০১৪ এবং ১৮ সালে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন। তা ছাড়া, ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করে কাজ না করায় ২০১৮ সালে নৌকার মনোনয়ন পাননি। পরপর দুইবার নৌকার বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করায় উনি বুঝতে পেরেছেন আওয়ামী লীগ থেকে কখনো মনোনয়ন পাবেন না। তাই আবারও স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার অভিপ্রায়ে ওনার কর্মী-সমর্থকদের উদ্দেশে উসকানিমূলক এসব বক্তব্যে প্রদান করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া বলেন, ‘সিরাজ মোল্লা সব সময়ই আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেছেন। আগামী নির্বাচনে কালোটাকার বিনিময়ে আবারও আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হিসেবেই এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। আমি ওনার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘একটি মহল নির্বাচন এলে সহিংসতা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে। সামনের নির্বাচনে যদি ১০টি মার্ডারও হয় তাহলে কর্মী-সমর্থকেরা যেন মাঠ ছেড়ে না যায় সেই আহ্বান করেছি। যাতে কেউ এমন পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, নেতা-কর্মীদের সজাগ থাকার জন্যই আমার এমন বক্তব্য দেওয়া। আমি হত্যার রাজনীতিতে বিশ্বাসী নই। কেউ যদি মার্ডার করার রাজনীতি করতে আসেন এবং বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তাদের হুঁশিয়ারি করার জন্যই এই বক্তব্যের উদ্দেশ্য।’
উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ দলীয় প্রার্থী জহিরুল হক মোহনের সঙ্গে সিংহ প্রতীক নিয়ে দলের বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন শিল্পপতি সিরাজুল ইসলাম মোল্লা। ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের দিন কুন্দারপাড়া এলাকার একটি কেন্দ্রে নৌকা প্রতীকের এজেন্ট মিলন মিয়া হত্যার শিকার হন। এই হত্যার ঘটনায় ২ জানুয়ারি এজেন্ট মিলনের স্ত্রী পারভীন বেগম বাদী হয়ে শিবপুর মডেল থানায় সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা ও তাঁর ছোট ভাই উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুর আলম মোল্লা তাজুলসহ আটজনের নাম উল্লেখ করে ও আরও ১৫-২০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে হত্যা মামলা করেন। পরে আদালত থেকে জামিনে মুক্তি পান সিরাজুল ইসলাম মোল্লা ও তাঁর ছোট ভাই উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুর আলম মোল্লা তাজুল। তদন্তের পর মামলার অভিযোগপত্রে সিরাজুল ইসলাম মোল্লাসহ কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে।
‘সামনে নির্বাচন আসবে, যদি সেই নির্বাচনে দশটি মার্ডারও হয়, আমি সিরাজুল ইসলাম মোল্লা মাঠ থেকে সরব না। আর আপনারা কেন্দ্র ছাড়বেন না, না, না, যতকিছু হোক না কেন। প্রশাসনের লোক বলেন, দলীয়করণ বলেন যাই কিছু হোক না কেন, সবকিছু কিন্তু আল্লাহর রহমতে আমার পক্ষে মেনটেইন করা সম্ভব।’ উপজেলা যুবলীগের অনুষ্ঠানে এভাবেই কথা বলছিলেন নরসিংদী-৩ (শিবপুর) সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা।
তাঁর এমন বক্তব্যের একপর্যায়ে মঞ্চে উপস্থিত জেলা যুবলীগ সভাপতি বিজয় গোস্বামী দাঁড়িয়ে সিরাজুল ইসলাম মোল্লার কানে কিছু একটা বলার পর বর্তমান সরকারের উন্নয়ন নিয়ে বক্তব্য শুরু করেন তিনি।
উপজেলা যুবলীগের আয়োজনে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিবপুরের ইটাখোলা গোলচত্বরে উপজেলা আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন।
সিরাজুল ইসলাম মোল্লা নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে ২০১৪ সালে সংসদ সদস্য হয়েছিলেন। তিনি নৌকার বিদ্রোহী হিসেবে সেবার নির্বাচন করে জয়ী হন।
২০১৪ সালে হাঁস প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে বিজয়ী সাবেক এই এমপি বক্তব্যে আরও বলেন, ‘আমি সাংসদ থাকাকালীন শিবপুরে কি উন্নয়ন হয়েছে, আর বর্তমানে কি উন্নয়ন হচ্ছে আপনারা তা দেখছেন। ইটাখোলা-সিঅ্যান্ডবি, শিবপুর-দুলালপুর, কামরাব রাস্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের চারতলা ভবন এবং উপজেলা প্রশাসন ভবন, নদী খনন, ঘরে ঘরে বিদ্যুৎ আমার মাধ্যমেই হয়েছে। বাংলাদেশের ১৪টি আদর্শ উপজেলার মধ্যে শিবপুর উপজেলার নাম আমি অন্তর্ভুক্ত করেছিলাম।’
আগামী নির্বাচনে যদি দশটি মার্ডারও হয় মাঠ না ছাড়ার ঘোষণার এমন বক্তব্যের ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নরসিংদী ও শিবপুরের রাজনীতির অঙ্গনে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। অনেকে এমন বক্তব্যকে উসকানি হিসেবে দেখছেন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান বলেন, শিবপুর উপজেলা আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করার জন্য সিরাজুল ইসলাম মোল্লা ২০১৪ এবং ১৮ সালে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন। তা ছাড়া, ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করে কাজ না করায় ২০১৮ সালে নৌকার মনোনয়ন পাননি। পরপর দুইবার নৌকার বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করায় উনি বুঝতে পেরেছেন আওয়ামী লীগ থেকে কখনো মনোনয়ন পাবেন না। তাই আবারও স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার অভিপ্রায়ে ওনার কর্মী-সমর্থকদের উদ্দেশে উসকানিমূলক এসব বক্তব্যে প্রদান করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া বলেন, ‘সিরাজ মোল্লা সব সময়ই আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেছেন। আগামী নির্বাচনে কালোটাকার বিনিময়ে আবারও আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হিসেবেই এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। আমি ওনার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘একটি মহল নির্বাচন এলে সহিংসতা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে। সামনের নির্বাচনে যদি ১০টি মার্ডারও হয় তাহলে কর্মী-সমর্থকেরা যেন মাঠ ছেড়ে না যায় সেই আহ্বান করেছি। যাতে কেউ এমন পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, নেতা-কর্মীদের সজাগ থাকার জন্যই আমার এমন বক্তব্য দেওয়া। আমি হত্যার রাজনীতিতে বিশ্বাসী নই। কেউ যদি মার্ডার করার রাজনীতি করতে আসেন এবং বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তাদের হুঁশিয়ারি করার জন্যই এই বক্তব্যের উদ্দেশ্য।’
উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ দলীয় প্রার্থী জহিরুল হক মোহনের সঙ্গে সিংহ প্রতীক নিয়ে দলের বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন শিল্পপতি সিরাজুল ইসলাম মোল্লা। ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের দিন কুন্দারপাড়া এলাকার একটি কেন্দ্রে নৌকা প্রতীকের এজেন্ট মিলন মিয়া হত্যার শিকার হন। এই হত্যার ঘটনায় ২ জানুয়ারি এজেন্ট মিলনের স্ত্রী পারভীন বেগম বাদী হয়ে শিবপুর মডেল থানায় সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা ও তাঁর ছোট ভাই উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুর আলম মোল্লা তাজুলসহ আটজনের নাম উল্লেখ করে ও আরও ১৫-২০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে হত্যা মামলা করেন। পরে আদালত থেকে জামিনে মুক্তি পান সিরাজুল ইসলাম মোল্লা ও তাঁর ছোট ভাই উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুর আলম মোল্লা তাজুল। তদন্তের পর মামলার অভিযোগপত্রে সিরাজুল ইসলাম মোল্লাসহ কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫