প্রতিনিধি, নরসিংদী
নরসিংদীতে একদিনে করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৯ হাজার ১৮৫ জনে। মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪১ জনে।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৫৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরটিপিসিআর ল্যাবে ৩৬৩ জনের নমুনা পরীক্ষায় ১০৯ জন ও ২২০টি অ্যান্টিজেন পরীক্ষায় ৫১ জনসহ মোট ১৬০ জন শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার ২৭ দশমিক ৪৪ শতাংশ।
শনাক্তদের মধ্যে সদর উপজেলার ১১৯ জন, বেলাবতে ১০ জন, মনোহরদীতে ১১ জন, পলাশে আটজন, শিবপুরে সাতজন ও রায়পুরায় পাঁচজন রয়েছেন।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৪৯৪১ জন, শিবপুরে ১০৬৮ জন, পলাশে ১৪১০ জন, মনোহরদীতে ৬৩০ জন, বেলাবোতে ৬২৩ জন ও রায়পুরাতে ৫১৩ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৪৪ হাজার ১২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে করোনা রোগীর সংখ্যা ২৩২৫ জন। এর মধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৬৯ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ২২৫৬ জন।
নতুন করে জেলা সদরে, শিবপুর ও মনোহরদীতে একজনসহ এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪১ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৭, বেলাবতে নয়জন, রায়পুরা ১০, মনোহরদী ও পলাশে সাতজন আক্রান্ত হয়েছেন।
নরসিংদীতে একদিনে করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৯ হাজার ১৮৫ জনে। মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪১ জনে।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৫৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরটিপিসিআর ল্যাবে ৩৬৩ জনের নমুনা পরীক্ষায় ১০৯ জন ও ২২০টি অ্যান্টিজেন পরীক্ষায় ৫১ জনসহ মোট ১৬০ জন শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার ২৭ দশমিক ৪৪ শতাংশ।
শনাক্তদের মধ্যে সদর উপজেলার ১১৯ জন, বেলাবতে ১০ জন, মনোহরদীতে ১১ জন, পলাশে আটজন, শিবপুরে সাতজন ও রায়পুরায় পাঁচজন রয়েছেন।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৪৯৪১ জন, শিবপুরে ১০৬৮ জন, পলাশে ১৪১০ জন, মনোহরদীতে ৬৩০ জন, বেলাবোতে ৬২৩ জন ও রায়পুরাতে ৫১৩ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৪৪ হাজার ১২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে করোনা রোগীর সংখ্যা ২৩২৫ জন। এর মধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৬৯ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ২২৫৬ জন।
নতুন করে জেলা সদরে, শিবপুর ও মনোহরদীতে একজনসহ এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪১ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৭, বেলাবতে নয়জন, রায়পুরা ১০, মনোহরদী ও পলাশে সাতজন আক্রান্ত হয়েছেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে