রায়পুরা (নরসিংদী)প্রতিনিধি
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্র ঘোষিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের মতো নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে স্থানীয় স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকেরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন আশরাফুল ইসলাম, কামরুন্নাহার, জুয়েল ভৌমিক, লোকমান হোসেন, মোমেন মিয়া, দিদার হোসেন, তাজিন ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ‘দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। অথচ আমাদের দীর্ঘদিনের ন্যায্য দাবি—পদমর্যাদা বৃদ্ধি, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, সময়োপযোগী বেতনকাঠামো বাস্তবায়ন আজও অমীমাংসিত রয়ে গেছে।’
বক্তারা আরও বলেন, স্বাস্থ্য সহকারীরা একসময় যক্ষ্মা থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ১ লাখ ২০ হাজার বিভিন্ন অস্থায়ী টিকাদান কেন্দ্র ইপিআইয়ের মাধ্যমে বিভিন্ন রোগের টিকা প্রদানসহ ১৩টি মারাত্মক রোগের টিকাদান, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, মহামারি প্রতিরোধসহ নানা বিষয়ে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী নিয়োগবিধি সংশোধন করে ইন সার্ভিস ট্রেনিংয়ের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা এখন সময়ের দাবি। স্বাস্থ্য সহকারীদের সেবার মাধ্যমে ইতিপূর্বে বহির্বিশ্বের বিভিন্ন স্বীকৃতি অর্জনের মাধ্যমে বাংলাদেশে সরকারের সুনাম অর্জিত হয়েছে। কিন্তু সরকারি অবহেলার কারণে আমাদের কারিগরি ও টেকনিক্যাল মর্যাদা এখনো প্রতিষ্ঠিত হয়নি। তাঁরা বলেন, ‘আমাদের দাবি বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।’ ১ সেপ্টেম্বর থেকে সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণাও দেন তাঁরা।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্র ঘোষিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের মতো নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে স্থানীয় স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকেরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন আশরাফুল ইসলাম, কামরুন্নাহার, জুয়েল ভৌমিক, লোকমান হোসেন, মোমেন মিয়া, দিদার হোসেন, তাজিন ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ‘দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। অথচ আমাদের দীর্ঘদিনের ন্যায্য দাবি—পদমর্যাদা বৃদ্ধি, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, সময়োপযোগী বেতনকাঠামো বাস্তবায়ন আজও অমীমাংসিত রয়ে গেছে।’
বক্তারা আরও বলেন, স্বাস্থ্য সহকারীরা একসময় যক্ষ্মা থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ১ লাখ ২০ হাজার বিভিন্ন অস্থায়ী টিকাদান কেন্দ্র ইপিআইয়ের মাধ্যমে বিভিন্ন রোগের টিকা প্রদানসহ ১৩টি মারাত্মক রোগের টিকাদান, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, মহামারি প্রতিরোধসহ নানা বিষয়ে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী নিয়োগবিধি সংশোধন করে ইন সার্ভিস ট্রেনিংয়ের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা এখন সময়ের দাবি। স্বাস্থ্য সহকারীদের সেবার মাধ্যমে ইতিপূর্বে বহির্বিশ্বের বিভিন্ন স্বীকৃতি অর্জনের মাধ্যমে বাংলাদেশে সরকারের সুনাম অর্জিত হয়েছে। কিন্তু সরকারি অবহেলার কারণে আমাদের কারিগরি ও টেকনিক্যাল মর্যাদা এখনো প্রতিষ্ঠিত হয়নি। তাঁরা বলেন, ‘আমাদের দাবি বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।’ ১ সেপ্টেম্বর থেকে সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণাও দেন তাঁরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে