রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীতে ভৈরব হাইওয়ে পুলিশের নিয়মিত চাঁদাবাজি, চালকদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করে থানায় আটকে রাখার প্রতিবাদে ঢাকা–সিলেট মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করেছে স্থানীয় লোকজন। আজ বৃহস্পতিবার বিকেলে ৫টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের বেলাব উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
অবরোধের কারণে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবির আহাম্মেদ বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সম্প্রতি ভৈরব–মরজাল মহাসড়কে ভৈরব পুলিশ সিএনজিচালিত অটোরিকশা আটক করে চাঁদা আদায়, চালকদের মারধরসহ নানাভাবে হয়রানি করে আসছে। আজও একই ধরনের ঘটনা ঘটে। বিকেলে নারায়ণপুর বাজার থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে নারায়ণপুর বাসস্ট্যান্ডের পাশে আসামাত্রই ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক আজিজ ও মাসুদসহ পাঁচ সদস্যের পুলিশের একটি দল চালককে মারধর করে। টেনেহিঁচড়ে অটোরিকশাটি নিয়ে যেতে চাইলে পথচারীরা বাধা দেন।
পরে কয়েকজন পথচারীকেও মারধর করে টেনে–হিঁচড়ে থানায় নিয়ে আটকে রাখা হয়। এ ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ ও ওসির পদত্যাগের দাবিতে স্লোগান দেন পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শী জুহেরা খাতুন বলেন, ‘নারায়ণপুর বাজার থেকে অটোরিকশাটি বাসস্ট্যান্ড আসার আগেই চার পাঁচজন পুলিশ চালককে মারধর করে অটোরিকশাটি নিয়ে যেতে চাইলে স্থানীয়রা বাধা দিলে তাদেরও মারধর করে থানায় নিয়ে যায়। এটা খুবই অন্যায়। বিচার চাই।’
ভুক্তভোগী চালক আ. ছালাম এবং নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে আজকের পত্রিকাকে বলেন, সরকারি সিদ্ধান্ত হচ্ছে মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ। পুলিশকে ম্যানেজ করে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল করে আসছে। ভৈরব থেকে মরজাল পর্যন্ত মহাসড়কে হরহামেশা চলছে অটোরিকশা, ট্রাক্টর। তবে এ সুযোগ সবার জন্য নয়। যারা মাসিক চাঁদা দেবে, শুধু তাদের জন্য। অন্যরা নিয়মিত ফেঁসে যাচ্ছেন পুলিশের জালে। কেউ নগদ ২–৫ হাজার টাকা দিয়ে ছাড়া পাচ্ছেন। আবার অনেকের গাড়ির নামে দেওয়া হচ্ছে মামলা। অনেককে পাঠিয়ে দিচ্ছে আদালতে।
এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান বেলাব থানার ওসি তানবির আহাম্মেদ। তিনি জানান, এসব ঘটনায় বিচারের বিষয়টি দেখার আশ্বাস দিলে, স্থানীয়রা অবরোধ প্রত্যাহার করে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক ফখরুদ্দিনের মোবাইল ফোনে এ বিষয়ে জানতে কল দেওয়া হলে, তিনি সাংবাদিক পরিচয় পেয়ে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন। এরপর একাধিকবার ফোন দিলেও ধরেননি তিনি।
নরসিংদীতে ভৈরব হাইওয়ে পুলিশের নিয়মিত চাঁদাবাজি, চালকদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করে থানায় আটকে রাখার প্রতিবাদে ঢাকা–সিলেট মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করেছে স্থানীয় লোকজন। আজ বৃহস্পতিবার বিকেলে ৫টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের বেলাব উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
অবরোধের কারণে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবির আহাম্মেদ বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সম্প্রতি ভৈরব–মরজাল মহাসড়কে ভৈরব পুলিশ সিএনজিচালিত অটোরিকশা আটক করে চাঁদা আদায়, চালকদের মারধরসহ নানাভাবে হয়রানি করে আসছে। আজও একই ধরনের ঘটনা ঘটে। বিকেলে নারায়ণপুর বাজার থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে নারায়ণপুর বাসস্ট্যান্ডের পাশে আসামাত্রই ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক আজিজ ও মাসুদসহ পাঁচ সদস্যের পুলিশের একটি দল চালককে মারধর করে। টেনেহিঁচড়ে অটোরিকশাটি নিয়ে যেতে চাইলে পথচারীরা বাধা দেন।
পরে কয়েকজন পথচারীকেও মারধর করে টেনে–হিঁচড়ে থানায় নিয়ে আটকে রাখা হয়। এ ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ ও ওসির পদত্যাগের দাবিতে স্লোগান দেন পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শী জুহেরা খাতুন বলেন, ‘নারায়ণপুর বাজার থেকে অটোরিকশাটি বাসস্ট্যান্ড আসার আগেই চার পাঁচজন পুলিশ চালককে মারধর করে অটোরিকশাটি নিয়ে যেতে চাইলে স্থানীয়রা বাধা দিলে তাদেরও মারধর করে থানায় নিয়ে যায়। এটা খুবই অন্যায়। বিচার চাই।’
ভুক্তভোগী চালক আ. ছালাম এবং নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে আজকের পত্রিকাকে বলেন, সরকারি সিদ্ধান্ত হচ্ছে মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ। পুলিশকে ম্যানেজ করে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল করে আসছে। ভৈরব থেকে মরজাল পর্যন্ত মহাসড়কে হরহামেশা চলছে অটোরিকশা, ট্রাক্টর। তবে এ সুযোগ সবার জন্য নয়। যারা মাসিক চাঁদা দেবে, শুধু তাদের জন্য। অন্যরা নিয়মিত ফেঁসে যাচ্ছেন পুলিশের জালে। কেউ নগদ ২–৫ হাজার টাকা দিয়ে ছাড়া পাচ্ছেন। আবার অনেকের গাড়ির নামে দেওয়া হচ্ছে মামলা। অনেককে পাঠিয়ে দিচ্ছে আদালতে।
এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান বেলাব থানার ওসি তানবির আহাম্মেদ। তিনি জানান, এসব ঘটনায় বিচারের বিষয়টি দেখার আশ্বাস দিলে, স্থানীয়রা অবরোধ প্রত্যাহার করে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক ফখরুদ্দিনের মোবাইল ফোনে এ বিষয়ে জানতে কল দেওয়া হলে, তিনি সাংবাদিক পরিচয় পেয়ে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন। এরপর একাধিকবার ফোন দিলেও ধরেননি তিনি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে