দৌলতপুর (কুষ্টিয়া), শিবপুর (নরসিংদী) ও চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
এসএসসি পরীক্ষায় অকৃকার্য হওয়ায় কুষ্টিয়ার দৌলতপুর ও রাজশাহীর চারঘাটে দুই ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। অপরদিকে আশানুরূপ ফলাফল না হওয়ায় নরসিংদীর শিবপুরে এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আজ বৃহস্পতিবার সকাল ও দুপুরের দিকে ঘটনা দুটি ঘটে।
দৌলতপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানান, এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর অকৃতকার্য হওয়ার খবর পাওয়ার পরপরই ওই ছাত্রী গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফারিয়া আক্তার লিমা নামে ওই ছাত্রী দৌলতপুর পাইলট গার্লস হাইস্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী বাজারপাড়া গ্রামের লুৎফর রহমানের মেয়ে।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি এসএম জাবীদ হাসান জানান, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় একছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে নরসিংদীর শিবপুরে এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় ফাতেমা তাছনিম প্রাপ্তি (১৬) নামে এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মাছিমপুর ইউনিয়নের খড়িয়া উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ফাতেমা তাছনিম প্রাপ্তি একই গ্রামের নাজমুল হাসান রিকাবদারের মেয়ে।
নাজমুল হাসান বলেন, ‘প্রাপ্তি পড়াশোনায় খুব ভালো ছিল। সে শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ৭২ পেয়েছে। তবে তার আশা ছিল গোল্ডেন এ-প্লাস পাবে। সকালে পরীক্ষার ফলাফল পাওয়ার পর মন খারাপ ছিল। পরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পাই।’
শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় ১৫৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৪৯ জন উত্তীর্ণ হয়েছে। তার মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৮ জন।
এছাড়া রাজশাহীর চারঘাটে এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে ফেল করায় সুইটি খাতুন (১৭) নামের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
সুইটি চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের বেলঘরিয়া পূর্বপাড়া গ্রামের লিটন আলীর মেয়ে। সে বেলঘরিয়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। ঘোষিত ফলাফলে সুইটি খাতুন অন্যান্য বিষয়ে পাস করলেও গণিত বিষয়ে ফেল করে। এতে সে অত্যন্ত অপমানিত বোধ করে। বাড়িতে নিজকক্ষে গলায় রশি দিয়ে ফাঁস দেয়। বাড়ির লোকজন বিষয়টি আঁচ করতে পেরে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসক জানান, সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
বেলঘড়িয়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, মেয়েটি লেখা পড়ায় অনেক ভালো ছিল। কিন্তু এক বিষয়ে ফেল করায় সে আত্মহত্যা করেছে। ঘটনাটি হৃদয়বিদারক।
রাজশাহীর কাটাখালী থানার ওসি ছিদ্দিকুর রহমান বলেন, ‘সুইটির মা আমাদের থানায় বুয়ার কাজ করেন। অনেক কষ্ট করে তিনি মেয়েকে লেখাপড়া শেখাচ্ছিলেন। আজ মেয়েটি মায়ের অজান্তেই এমন ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।’
এসএসসি পরীক্ষায় অকৃকার্য হওয়ায় কুষ্টিয়ার দৌলতপুর ও রাজশাহীর চারঘাটে দুই ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। অপরদিকে আশানুরূপ ফলাফল না হওয়ায় নরসিংদীর শিবপুরে এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আজ বৃহস্পতিবার সকাল ও দুপুরের দিকে ঘটনা দুটি ঘটে।
দৌলতপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানান, এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর অকৃতকার্য হওয়ার খবর পাওয়ার পরপরই ওই ছাত্রী গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফারিয়া আক্তার লিমা নামে ওই ছাত্রী দৌলতপুর পাইলট গার্লস হাইস্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী বাজারপাড়া গ্রামের লুৎফর রহমানের মেয়ে।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি এসএম জাবীদ হাসান জানান, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় একছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে নরসিংদীর শিবপুরে এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় ফাতেমা তাছনিম প্রাপ্তি (১৬) নামে এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মাছিমপুর ইউনিয়নের খড়িয়া উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ফাতেমা তাছনিম প্রাপ্তি একই গ্রামের নাজমুল হাসান রিকাবদারের মেয়ে।
নাজমুল হাসান বলেন, ‘প্রাপ্তি পড়াশোনায় খুব ভালো ছিল। সে শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ৭২ পেয়েছে। তবে তার আশা ছিল গোল্ডেন এ-প্লাস পাবে। সকালে পরীক্ষার ফলাফল পাওয়ার পর মন খারাপ ছিল। পরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পাই।’
শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় ১৫৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৪৯ জন উত্তীর্ণ হয়েছে। তার মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৮ জন।
এছাড়া রাজশাহীর চারঘাটে এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে ফেল করায় সুইটি খাতুন (১৭) নামের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
সুইটি চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের বেলঘরিয়া পূর্বপাড়া গ্রামের লিটন আলীর মেয়ে। সে বেলঘরিয়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। ঘোষিত ফলাফলে সুইটি খাতুন অন্যান্য বিষয়ে পাস করলেও গণিত বিষয়ে ফেল করে। এতে সে অত্যন্ত অপমানিত বোধ করে। বাড়িতে নিজকক্ষে গলায় রশি দিয়ে ফাঁস দেয়। বাড়ির লোকজন বিষয়টি আঁচ করতে পেরে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসক জানান, সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
বেলঘড়িয়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, মেয়েটি লেখা পড়ায় অনেক ভালো ছিল। কিন্তু এক বিষয়ে ফেল করায় সে আত্মহত্যা করেছে। ঘটনাটি হৃদয়বিদারক।
রাজশাহীর কাটাখালী থানার ওসি ছিদ্দিকুর রহমান বলেন, ‘সুইটির মা আমাদের থানায় বুয়ার কাজ করেন। অনেক কষ্ট করে তিনি মেয়েকে লেখাপড়া শেখাচ্ছিলেন। আজ মেয়েটি মায়ের অজান্তেই এমন ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে