নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে মিনহাজুর রহমান শ্রাবন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হিসেবে ভূয়া জুলাইযোদ্ধা তালিকাভুক্তির প্রতিবাদ করায় তার ওপর হামলা হয় বলে অভিযোগ শিক্ষার্থীদের। জেলা মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইভা আলমের স্বামী এবং স্থানীয় ইউপি সচিব শাহ আলম ও তার পরিবার এই হামলা চালিয়েছে বলে অভিযোগ।
গতকাল বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে পৌর শহরের বিলাসদি এলাকায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
মিনহাজুর রহমান শ্রাবণ নরসিংদী সরকারি কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র। সে বাসাইল এলাকার বাসিন্দা মানিক মিয়া ছেলে।
অপরদিকে অভিযুক্তরা হলেন মহিলা লীগ নেত্রী ইভা আলমের স্বামী, সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব শাহ আলম, তার ভাই শাহেদ হোসেনসহ অন্তত ২০ জন। তারা সকলেই আওয়ামী লীগের কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আহত ওই শিক্ষার্থীর সহপাঠী ও পরিবারের সদস্যরা জানান, ৫ আগস্টের পর জুলাই আন্দোলনে আহতদের তালিকা প্রস্তুতের সময় আন্দোলনে অংশ না নিয়েও ইভা আলম ও শাহ আলম দম্পতির মেয়ে রাইসা আলমের নাম জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়। এরপর, ভুক্তভোগী মিনহাজসহ নরসিংদী সরকারি কলেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা প্রকৃত যোদ্ধাদের নাম না আসার প্রসঙ্গে জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেন।
সম্প্রতি, বিষয়টি আলোচনায় আসলে জুলাই যোদ্ধাদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে আহত হিসেবে অনুদান পায়নি আওয়ামী লীগ নেত্রীর মেয়ে রাইসা। এরপর থেকেই জেলা প্রশাসক বরাবর আবেদন করা শিক্ষার্থীদের হুমকি দিয়ে আসছিল মহিলা লীগ নেত্রী ইভা আলম ও শাহ আলম দম্পতির পরিবার।
শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বন্ধুকে বাসায় পৌঁছে দিয়ে নিজ বাড়ি ফেরার পথে ইভা আলমের স্বামী শাহ আলম ও তার ভাই শাহেদ হোসেন দলবল নিয়ে মিনহাজুর রহমান শ্রাবণের উপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে এলাকাবাসীর সহায়তায় তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী এবং জুলাই যোদ্ধা সাজিদ নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা সুষ্ঠ তদন্ত করার জন্য আবেদন করেছি মাত্র। এরপর থেকেই আমি সহ সাধারণ শিক্ষার্থীদের হুমকি দেয়া হচ্ছে। আর গতরাতে, আমাদের সহপাঠী এবং জুলাই আন্দোলনের সহযোদ্ধা শ্রাবণকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে আওয়ামী লীগ ক্যাডাররা।’
এই ঘটনায় অভিযুক্ত শাহ আলম ও তার পরিবারের কারও সাথেই যোগাযোগ করা যায়নি। তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের বক্তব্য নিতে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে, থানার ডিউটি অফিসারের দায়িত্বে থাকা এএসআই নজরুল জানান, এই ঘটনায় মোট চারজন আটক আছে।
নরসিংদীতে মিনহাজুর রহমান শ্রাবন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হিসেবে ভূয়া জুলাইযোদ্ধা তালিকাভুক্তির প্রতিবাদ করায় তার ওপর হামলা হয় বলে অভিযোগ শিক্ষার্থীদের। জেলা মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইভা আলমের স্বামী এবং স্থানীয় ইউপি সচিব শাহ আলম ও তার পরিবার এই হামলা চালিয়েছে বলে অভিযোগ।
গতকাল বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে পৌর শহরের বিলাসদি এলাকায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
মিনহাজুর রহমান শ্রাবণ নরসিংদী সরকারি কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র। সে বাসাইল এলাকার বাসিন্দা মানিক মিয়া ছেলে।
অপরদিকে অভিযুক্তরা হলেন মহিলা লীগ নেত্রী ইভা আলমের স্বামী, সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব শাহ আলম, তার ভাই শাহেদ হোসেনসহ অন্তত ২০ জন। তারা সকলেই আওয়ামী লীগের কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আহত ওই শিক্ষার্থীর সহপাঠী ও পরিবারের সদস্যরা জানান, ৫ আগস্টের পর জুলাই আন্দোলনে আহতদের তালিকা প্রস্তুতের সময় আন্দোলনে অংশ না নিয়েও ইভা আলম ও শাহ আলম দম্পতির মেয়ে রাইসা আলমের নাম জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়। এরপর, ভুক্তভোগী মিনহাজসহ নরসিংদী সরকারি কলেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা প্রকৃত যোদ্ধাদের নাম না আসার প্রসঙ্গে জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেন।
সম্প্রতি, বিষয়টি আলোচনায় আসলে জুলাই যোদ্ধাদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে আহত হিসেবে অনুদান পায়নি আওয়ামী লীগ নেত্রীর মেয়ে রাইসা। এরপর থেকেই জেলা প্রশাসক বরাবর আবেদন করা শিক্ষার্থীদের হুমকি দিয়ে আসছিল মহিলা লীগ নেত্রী ইভা আলম ও শাহ আলম দম্পতির পরিবার।
শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বন্ধুকে বাসায় পৌঁছে দিয়ে নিজ বাড়ি ফেরার পথে ইভা আলমের স্বামী শাহ আলম ও তার ভাই শাহেদ হোসেন দলবল নিয়ে মিনহাজুর রহমান শ্রাবণের উপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে এলাকাবাসীর সহায়তায় তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী এবং জুলাই যোদ্ধা সাজিদ নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা সুষ্ঠ তদন্ত করার জন্য আবেদন করেছি মাত্র। এরপর থেকেই আমি সহ সাধারণ শিক্ষার্থীদের হুমকি দেয়া হচ্ছে। আর গতরাতে, আমাদের সহপাঠী এবং জুলাই আন্দোলনের সহযোদ্ধা শ্রাবণকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে আওয়ামী লীগ ক্যাডাররা।’
এই ঘটনায় অভিযুক্ত শাহ আলম ও তার পরিবারের কারও সাথেই যোগাযোগ করা যায়নি। তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের বক্তব্য নিতে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে, থানার ডিউটি অফিসারের দায়িত্বে থাকা এএসআই নজরুল জানান, এই ঘটনায় মোট চারজন আটক আছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে