রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
এএসপি হওয়ার মিথ্যা তথ্য ছড়িয়েছেন কনস্টেবল হাকিম উদ্দিন। কনস্টেবল থেকে পুলিশ ক্যাডারে মেধাতালিকায় ৬৭তম হওয়ার সংবাদ এলাকায় প্রচার হওয়ার পর স্বজন ও এলাকাবাসী আনন্দে মেতেছিলেন। তাঁর এমন সফলতা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। এলাকায় গণসংবর্ধনার আয়োজন চলছিল বলেও জানা যায়।
এর মধ্যে জানা গেল পুলিশ ক্যাডারে মেধাতালিকায় কনস্টেবল হাকিম উদ্দিনের নাম আসেনি। বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হননি তিনি।
গত ৩০ মার্চ ৪০তম বিসিএসের ফল বের হয়। পরদিন রাতে ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার তথ্য জানান হাকিম উদ্দিন নিজেই। পরে জানা যায়, তাঁর এই তথ্য ছিল মিথ্যা। প্রকৃতপক্ষে পুলিশ ক্যাডারে মেধাতালিকায় ৬৭তম হয়েছেন সিলেটের সঞ্জীব দেব নামে এক ব্যক্তি। তাঁর রোল নম্বর ১৬০০৪৩৯১।
হাকিম উদ্দিন নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়ার পঞ্চম সন্তান। ২০১০ সালে বাবা এবং ২০১৯ সালে মা মারা যান তাঁর। এক বোন ও পাঁচ ভাই তাঁরা। তিনি সবার ছোট। বড় দুই ভাই প্রবাসী, একজন ব্যবসায়ী এবং একজন চাকরিজীবী।
খোঁজ নিয়ে জানা গেছে, হাকিম উদ্দিন দুটি বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করেন। দুতিন মাস আগে তাঁর দ্বিতীয় স্ত্রী জমজ দুই সন্তান জন্ম দিয়েছেন।
আজকের পত্রিকার এ প্রতিনিধি তাঁর সাবেক শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, হাকিম উদ্দিন ২০১০ সালে সায়দাবাদ উচ্চবিদ্যালয় থেকে মানবিক শাখায় মাধ্যমিক জিপিএ ৩ দশমিক ৬৩ পেয়ে পাস করেন। এরপর রায়পুরা কলেজ থেকে ২০১২ সালে মানবিক শাখায় উচ্চ মাধ্যমিকে জিপিএ ৩ পেয়ে পাস করে নরসিংদী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২০১২-১৩ সেশনে ভর্তি হন। কিছুদিন পরই পুলিশ কনস্টেবল পদে চাকরি হয় তাঁর।
২০১৩ সালে পুলিশে যোগ দেওয়ার প্রথম বছর গাজীপুর শিল্প পুলিশে কাজ করে বদলি হয় আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি)। নরসিংদী সরকারি কলেজ থেকে ২০১৬ সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স শেষ করেছেন কি না তা নিশ্চিত করতে পারেনি কলেজ কর্তৃপক্ষ।
তবে ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেছেন, ‘হাকিম ডিএমপির কেউ না। তিনি এক বছর আগে ডিএমপি থেকে বদলি হয়ে চলে গেছে। এখন কোথায় আছে বলতে পারব না।’
৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর হাকিম উদ্দিন সংবাদকর্মীদের জানিয়েছিলেন, কনস্টেবলের চাকরিতে সারা দিন কাজ করে বিশ্রামের সময় পড়াশোনা করতেন। যখন অনার্স চতুর্থ বর্ষের শেষ দিকে, তখন ভালো একটা চাকরির চিন্তা শুরু করেন। এই চিন্তা থেকেই কনস্টেবল পদে চাকরির পাশাপাশি পড়াশোনা করতে থাকেন।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পেয়েছেন উল্লেখ করে হাকিম বলেন, ‘আমার এ পরিশ্রমের পেছনে ঊর্ধ্বতন কর্মকর্তারা সাহায্য করেছেন। প্রস্তুতি ভালো না থাকায় ৪০তম বিসিএসের আগে আবেদন করিনি। যখন মনে হয়েছে প্রতিযোগিতা করতে পারব, তখন আবেদন করি। তাই ৪০তমতে প্রথমবারের মতো বিসিএস পরীক্ষা দিই। ফল বেরোলে দেখি পুলিশ ক্যাডারে ৬৭তম হই।’
আজ বৃহস্পতিবার দুর্গম চরাঞ্চলে হাকিম উদ্দিনের এলাকায় গিয়ে তাঁকে নিয়ে শোনা যায় নানা গুঞ্জন। অনেকে বলেন, এলাকায় বিভিন্ন জনকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়েছেন।
বাড়িতে গিয়ে দেখা যায় তাঁর ঘর তালাবদ্ধ। বাড়িতে বড় দুই ভাই স্ত্রী সন্তান নিয়ে থাকছেন। হাকিম উদ্দিনের বিষয়ে তাঁরা কথা বলতে রাজি হননি।
হাকিমের ভাতিজা ইমান হাসান বলেন, ‘আমাদের সঙ্গে তাঁর যোগাযোগ দীর্ঘ ছয় মাস আগে থেকে নেই। এই বিষয়ে আমরা কিছুই জানি না। তাঁর সংবাদ বিভিন্ন মিডিয়ায় মাধ্যমে জানতে পারি।’
প্রতিবেশী শহিদ মিয়া (৭০) জানান, হাকিম উদ্দিন ছোটবেলা থেকে খুব চঞ্চল। অসম্ভব মেধাবী ছাত্র ছিলেন। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা। তিনি বলেন, ‘তাঁর সফলতায় এলাকার সবাই আনন্দিত, গর্বিত ছিলাম। দীর্ঘদিন ধরে বাড়িতে আসতে দেখিনি। দ্বিতীয় স্ত্রীর জমজ সন্তান রয়েছে। তিনি দুটি বিয়ে করেন। প্রথম স্ত্রী তালাকের পর দ্বিতীয় স্ত্রীর ঘরে গত দুই-তিন মাস আগে জমজ দুই সন্তান জন্মগ্রহণ করেছে বলে শুনেছি। এখন এমন সংবাদে হাকিম সবার কাছে ঘৃণার পাত্র হয়ে গেলেন।’
সর্বশেষ আজ সন্ধ্যা পর্যন্ত হাকিম উদ্দিনের সেলফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
আরও পড়ুন:
এএসপি হওয়ার মিথ্যা তথ্য ছড়িয়েছেন কনস্টেবল হাকিম উদ্দিন। কনস্টেবল থেকে পুলিশ ক্যাডারে মেধাতালিকায় ৬৭তম হওয়ার সংবাদ এলাকায় প্রচার হওয়ার পর স্বজন ও এলাকাবাসী আনন্দে মেতেছিলেন। তাঁর এমন সফলতা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। এলাকায় গণসংবর্ধনার আয়োজন চলছিল বলেও জানা যায়।
এর মধ্যে জানা গেল পুলিশ ক্যাডারে মেধাতালিকায় কনস্টেবল হাকিম উদ্দিনের নাম আসেনি। বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হননি তিনি।
গত ৩০ মার্চ ৪০তম বিসিএসের ফল বের হয়। পরদিন রাতে ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার তথ্য জানান হাকিম উদ্দিন নিজেই। পরে জানা যায়, তাঁর এই তথ্য ছিল মিথ্যা। প্রকৃতপক্ষে পুলিশ ক্যাডারে মেধাতালিকায় ৬৭তম হয়েছেন সিলেটের সঞ্জীব দেব নামে এক ব্যক্তি। তাঁর রোল নম্বর ১৬০০৪৩৯১।
হাকিম উদ্দিন নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়ার পঞ্চম সন্তান। ২০১০ সালে বাবা এবং ২০১৯ সালে মা মারা যান তাঁর। এক বোন ও পাঁচ ভাই তাঁরা। তিনি সবার ছোট। বড় দুই ভাই প্রবাসী, একজন ব্যবসায়ী এবং একজন চাকরিজীবী।
খোঁজ নিয়ে জানা গেছে, হাকিম উদ্দিন দুটি বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করেন। দুতিন মাস আগে তাঁর দ্বিতীয় স্ত্রী জমজ দুই সন্তান জন্ম দিয়েছেন।
আজকের পত্রিকার এ প্রতিনিধি তাঁর সাবেক শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, হাকিম উদ্দিন ২০১০ সালে সায়দাবাদ উচ্চবিদ্যালয় থেকে মানবিক শাখায় মাধ্যমিক জিপিএ ৩ দশমিক ৬৩ পেয়ে পাস করেন। এরপর রায়পুরা কলেজ থেকে ২০১২ সালে মানবিক শাখায় উচ্চ মাধ্যমিকে জিপিএ ৩ পেয়ে পাস করে নরসিংদী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২০১২-১৩ সেশনে ভর্তি হন। কিছুদিন পরই পুলিশ কনস্টেবল পদে চাকরি হয় তাঁর।
২০১৩ সালে পুলিশে যোগ দেওয়ার প্রথম বছর গাজীপুর শিল্প পুলিশে কাজ করে বদলি হয় আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি)। নরসিংদী সরকারি কলেজ থেকে ২০১৬ সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স শেষ করেছেন কি না তা নিশ্চিত করতে পারেনি কলেজ কর্তৃপক্ষ।
তবে ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেছেন, ‘হাকিম ডিএমপির কেউ না। তিনি এক বছর আগে ডিএমপি থেকে বদলি হয়ে চলে গেছে। এখন কোথায় আছে বলতে পারব না।’
৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর হাকিম উদ্দিন সংবাদকর্মীদের জানিয়েছিলেন, কনস্টেবলের চাকরিতে সারা দিন কাজ করে বিশ্রামের সময় পড়াশোনা করতেন। যখন অনার্স চতুর্থ বর্ষের শেষ দিকে, তখন ভালো একটা চাকরির চিন্তা শুরু করেন। এই চিন্তা থেকেই কনস্টেবল পদে চাকরির পাশাপাশি পড়াশোনা করতে থাকেন।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পেয়েছেন উল্লেখ করে হাকিম বলেন, ‘আমার এ পরিশ্রমের পেছনে ঊর্ধ্বতন কর্মকর্তারা সাহায্য করেছেন। প্রস্তুতি ভালো না থাকায় ৪০তম বিসিএসের আগে আবেদন করিনি। যখন মনে হয়েছে প্রতিযোগিতা করতে পারব, তখন আবেদন করি। তাই ৪০তমতে প্রথমবারের মতো বিসিএস পরীক্ষা দিই। ফল বেরোলে দেখি পুলিশ ক্যাডারে ৬৭তম হই।’
আজ বৃহস্পতিবার দুর্গম চরাঞ্চলে হাকিম উদ্দিনের এলাকায় গিয়ে তাঁকে নিয়ে শোনা যায় নানা গুঞ্জন। অনেকে বলেন, এলাকায় বিভিন্ন জনকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়েছেন।
বাড়িতে গিয়ে দেখা যায় তাঁর ঘর তালাবদ্ধ। বাড়িতে বড় দুই ভাই স্ত্রী সন্তান নিয়ে থাকছেন। হাকিম উদ্দিনের বিষয়ে তাঁরা কথা বলতে রাজি হননি।
হাকিমের ভাতিজা ইমান হাসান বলেন, ‘আমাদের সঙ্গে তাঁর যোগাযোগ দীর্ঘ ছয় মাস আগে থেকে নেই। এই বিষয়ে আমরা কিছুই জানি না। তাঁর সংবাদ বিভিন্ন মিডিয়ায় মাধ্যমে জানতে পারি।’
প্রতিবেশী শহিদ মিয়া (৭০) জানান, হাকিম উদ্দিন ছোটবেলা থেকে খুব চঞ্চল। অসম্ভব মেধাবী ছাত্র ছিলেন। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা। তিনি বলেন, ‘তাঁর সফলতায় এলাকার সবাই আনন্দিত, গর্বিত ছিলাম। দীর্ঘদিন ধরে বাড়িতে আসতে দেখিনি। দ্বিতীয় স্ত্রীর জমজ সন্তান রয়েছে। তিনি দুটি বিয়ে করেন। প্রথম স্ত্রী তালাকের পর দ্বিতীয় স্ত্রীর ঘরে গত দুই-তিন মাস আগে জমজ দুই সন্তান জন্মগ্রহণ করেছে বলে শুনেছি। এখন এমন সংবাদে হাকিম সবার কাছে ঘৃণার পাত্র হয়ে গেলেন।’
সর্বশেষ আজ সন্ধ্যা পর্যন্ত হাকিম উদ্দিনের সেলফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
আরও পড়ুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫