Ajker Patrika

২ ট্রাফিক কনস্টেবলকে বাসের ধাক্কা, একজন নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৮: ০৭
২ ট্রাফিক কনস্টেবলকে বাসের ধাক্কা, একজন নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পেশাগত দায়িত্ব পালনের সময় দ্রুতগামী বাসের ধাক্কায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক পুলিশ সদস্য। 

আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার ছনপাড়ায় অবস্থিত বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (জাপান ইকোনমিক জোন) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কনস্টেবল আব্দুল গফুর (৪৮) নিহত হন। চিকিৎসাধীন রয়েছেন কনস্টেবল আব্দুল মান্নান। 

নিহত আব্দুল গফুর জামালপুর জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন নারায়ণগঞ্জ পুলিশের ট্র্যাফিক বিভাগে দায়িত্বরত ছিলেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ। তিনি বলেন, ‘নরসিংদী থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৫-০২৪৭) দুই পুলিশ সদস্যকে ধাক্কা দেয়। উভয়কে আহত অবস্থায় রূপগঞ্জ ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল গফুরকে মৃত ঘোষণা করে।’ 

নিহত ও আহত পুলিশ সদস্য মহাসড়কে ভিআইপি মুভমেন্ট ডিউটি পালন করছিলেন। এদিন ভুটানের রাজা আড়াইহাজারে অবস্থিত ইকোনমিক জোন পরিদর্শনে আসেন। 

ওসি আরও বলেন, ‘এই ঘটনায় চাপা দেওয়া সোহাগ পরিবহনের বাস জব্দ করা হয়েছে। তবে পালিয়েছে বাসটির চালক ও সুপারভাইজার। আহত কনস্টেবলের অবস্থা আশঙ্কামুক্ত। পুলিশ সদস্যের মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

একই বিষয়ে ইউএস-বাংলা হাসপাতালের ম্যানেজার শাহজাহান বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে পুলিশ সদস্যদের হাসপাতালে আনা হয়। তবে দুজনের একজন হাসপাতালে আসার পূর্বেই মৃত্যুবরণ করেন। তাঁর মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত