Ajker Patrika

শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ মার্চ ২০২২, ২১: ০৩
শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির কারণ উদ্‌ঘাটন করে দায়ী ব্যক্তিদের শনাক্তে তিন সদস্যের তদন্ত কমিটি করেছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আ ন ম বজলুর রশীদকে আহ্বায়ক করে নৌপরিবহন মন্ত্রণালয় আজ রোববার এই কমিটি গঠন করেছে। 

নৌপরিবহন অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার ক্যাপ্টেন আবু সাইদ মোহাম্মদ দেলোয়ার রহমানকে কমিটির সদস্য এবং বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক) মুহাম্মদ রফিকুল ইসলামকে কমিটির সদস্যসচিব করা হয়েছে। 

কমিটিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে এর কারণ উদ্‌ঘাটন ও দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তি বা সংস্থাকে শনাক্ত করতে বলা হয়েছে। এ ছাড়া তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে নৌপরিবহন মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই কমিটিকে দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণে সুপারিশও দিতে বলা হয়েছে। 

এর আগে রোববার দুপুরে শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর আলামিন নগর এলাকার ৩ নম্বর সেতুর কাছে জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ এম এল আশ্রাফ উদ্দিন ডুবে যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত