রবিউল আলম
হঠাৎ দুর্ঘটনায় যেন সবকিছু তছনছ হয়ে গেল। সংসারের হাল ধরেছিল যে ছেলেটি, সেই–ই এখন বেঁচে আছে নাকি মরে গেছে, কেউ জানে না। মায়ের কাছ থেকে দুপুর ২টায় বিদায় নিয়ে ডিউটিতে এসেছিল ইয়াসিন (১৬)। সবে একাদশ শ্রেণির শিক্ষার্থী সে। পরিবারের হাল ধরতেই তার কাজে যোগ দেওয়া। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এক মুহূর্তের দুর্ঘটনায় সবকিছু যেন এলোমেলো হয়ে গেল। ইয়াসিনের সন্ধানে মা নাজমা আক্তার কারখানার বাইরে বারবার কান্নায় ভেঙে পড়ছেন।
আজকের পত্রিকার প্রতিনিধিকে কাছে পেয়ে তিনি বলেন, ‘কাল সন্ধ্যায় আমার জন্য ৩০ টাকার হালিম কিনা আনছে। কেন আনছস জিজ্ঞেস করলে বলে, মা তোমার লাইগা আনছি। ও ইয়াসিন এখন কই তুই বাবা? ও আল্লাহ, তুমি ছাড়া এখন কেউ নাই। আমার বাড়িঘর দরকার নাই, আমি আমার ইয়াসিনকে চাই।’
নাজমা আক্তার কেঁদে কেঁদে প্রার্থনা করে বলেন, তাঁর ছেলে যেন ডিউটিতে আসার কথা বলে অন্য কোথাও যায়। ডিউটিতে যাওয়ার কথা থাকলেও সেজানের ডিউটিতে আজ যেন সে না যায়।
নাজমা আক্তারের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরে। গ্রামের বাড়ি নদীতে ভেঙে যাওয়ায় সেজানের পাশের ৫ ক্যানেল এলাকায় ভাড়া বাসায় থাকেন তিনি। তিন ছেলের মধ্যে সবচেয়ে ছোট ইয়াসিন। দেড় বছর বয়সে ইয়াসিন তাঁর বাবাকে হারায়। এসএসসি পাস করে কলেজে ভর্তি হয়েছিল সে। সংসারের হাল ধরতে ৫ হাজার ৭০০ টাকা বেতনে চাকরি নেয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত তিনজন নিহতের সংবাদ পাওয়া গেছে। ভেতরে আটকা আছেন অনেকেই।
হঠাৎ দুর্ঘটনায় যেন সবকিছু তছনছ হয়ে গেল। সংসারের হাল ধরেছিল যে ছেলেটি, সেই–ই এখন বেঁচে আছে নাকি মরে গেছে, কেউ জানে না। মায়ের কাছ থেকে দুপুর ২টায় বিদায় নিয়ে ডিউটিতে এসেছিল ইয়াসিন (১৬)। সবে একাদশ শ্রেণির শিক্ষার্থী সে। পরিবারের হাল ধরতেই তার কাজে যোগ দেওয়া। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এক মুহূর্তের দুর্ঘটনায় সবকিছু যেন এলোমেলো হয়ে গেল। ইয়াসিনের সন্ধানে মা নাজমা আক্তার কারখানার বাইরে বারবার কান্নায় ভেঙে পড়ছেন।
আজকের পত্রিকার প্রতিনিধিকে কাছে পেয়ে তিনি বলেন, ‘কাল সন্ধ্যায় আমার জন্য ৩০ টাকার হালিম কিনা আনছে। কেন আনছস জিজ্ঞেস করলে বলে, মা তোমার লাইগা আনছি। ও ইয়াসিন এখন কই তুই বাবা? ও আল্লাহ, তুমি ছাড়া এখন কেউ নাই। আমার বাড়িঘর দরকার নাই, আমি আমার ইয়াসিনকে চাই।’
নাজমা আক্তার কেঁদে কেঁদে প্রার্থনা করে বলেন, তাঁর ছেলে যেন ডিউটিতে আসার কথা বলে অন্য কোথাও যায়। ডিউটিতে যাওয়ার কথা থাকলেও সেজানের ডিউটিতে আজ যেন সে না যায়।
নাজমা আক্তারের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরে। গ্রামের বাড়ি নদীতে ভেঙে যাওয়ায় সেজানের পাশের ৫ ক্যানেল এলাকায় ভাড়া বাসায় থাকেন তিনি। তিন ছেলের মধ্যে সবচেয়ে ছোট ইয়াসিন। দেড় বছর বয়সে ইয়াসিন তাঁর বাবাকে হারায়। এসএসসি পাস করে কলেজে ভর্তি হয়েছিল সে। সংসারের হাল ধরতে ৫ হাজার ৭০০ টাকা বেতনে চাকরি নেয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত তিনজন নিহতের সংবাদ পাওয়া গেছে। ভেতরে আটকা আছেন অনেকেই।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫