Ajker Patrika

নারায়ণগঞ্জের স্বতন্ত্র প্রার্থী তৈমূরের কাছে গোয়েন্দা পরিচয়ে টাকা দাবি

নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি
নারায়ণগঞ্জের স্বতন্ত্র প্রার্থী তৈমূরের কাছে গোয়েন্দা পরিচয়ে টাকা দাবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের কাছে গোয়েন্দা সংস্থা পরিচয়ে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় শনিবার রাতে তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তৈমূর আলম খন্দকার রাতে থানায় চাঁদা দাবির অভিযোগে সাধারণ ডায়েরি দায়ের করেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে। 

ডায়েরিতে উল্লেখ করা হয়, গত কয়েক দিন ধরে ০১৬ ** ১১১ নম্বর থেকে গোয়েন্দা সংস্থা পরিচয়ে তৈমূর আলম খন্দকারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে। এই বিষয়ে তিনি আইনগত সহায়তা ও ব্যবস্থা চেয়ে থানায় হাজির হয়েছেন। 

জিডির বিষয়ে তৈমূর আলম খন্দকার বলেন, গোয়েন্দা সংস্থা পরিচয় দিয়ে টাকা চেয়ে বিরক্ত করছিল একটি নম্বর থেকে। প্রথমে বিষয়টি আমলে নেই নি। কিন্তু বিরক্ত অব্যাহত রাখায় থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত