Ajker Patrika

ফটো সাংবাদিক তানভীর রনির মৃত্যুতে সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের শোক

প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ
ফটো সাংবাদিক তানভীর রনির মৃত্যুতে সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের শোক

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তানভীর রনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতরাতে হঠাৎ অসুস্থ হলে আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর কারণ জানা যায়নি। 

এশার নামাজের পরে দেওভোগ বড় জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর পাইকপাড়া কবরস্থানে তাঁর মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়। 

তাঁর মৃত্যুতে সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইনসহ সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ শোক প্রকাশ করেছেন।

সাংবাদিক তানভীর রনির মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন, ‘মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন’। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত