Ajker Patrika

নারায়ণগঞ্জে ৩ ধাপে ২০৩৮ জন মুক্তিযোদ্ধার নাম প্রকাশ

প্রতিনিধি
নারায়ণগঞ্জে ৩ ধাপে ২০৩৮ জন মুক্তিযোদ্ধার নাম প্রকাশ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আরও ৭১ জন বীর মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (৭ জুন) তৃতীয় পর্বে এই তালিকা প্রকাশ করা হয়। তিন পর্বে মিলে এ পর্যন্ত নারায়ণগঞ্জের ৫টি উপজেলার মোট ২ হাজার ৩৮ জন বীর মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করা হলো।

মুক্তিযোদ্ধার নামের তালিকায় যুক্ত হওয়া ৭১ জনের মধ্যে নারায়ণগঞ্জ বন্দরের ২৮ জন, সদরের ১৫ জন, রূপগঞ্জের ২০ জন ও আড়াইহাজারের ৮ জন।

এর আগে চলতি বছরের ২৫ মার্চ প্রথম ধাপে ১ হাজার ৮৯২ জন বীর মুক্তিযোদ্ধার নামের সমন্বিত তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এরপর দ্বিতীয় ধাপে গত ৯ মে প্রকাশিত তালিকায় যুক্ত করা হয় ৭৫ জন বীর মুক্তিযোদ্ধার নাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত