Ajker Patrika

না.গঞ্জে এসপি অফিসের পাশে কিশোর খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৬: ৩২
না.গঞ্জে এসপি অফিসের পাশে কিশোর খুন

নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের কাছে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সজীব (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। রোববার রাত ৮টায় দিকে এ ঘটনা ঘটে। 

নিহত সজীব শহরের উত্তর চাষাঢ়া রামবাবুর পুকুরপাড় এলাকার কামাল হোসেনের ছেলে। সজীবের বাবা পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী। 

ঘটনার প্রত্যক্ষদর্শী জেলা জজকোর্টের আইনজীবী সহকারী সিদ্দিকুর রহমান বলেন, ‘রাতে আদালত থেকে ফেরার পথে লিংক রোডে একটি যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখি। পরে তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।’ 

ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই ছেলেটি মারা গেছে। তার বুকে ছুরিকাঘাত করা হয়েছে।’ 

নিহত ব্যক্তির বোন শাহীনুর বলেন, ‘রাত ৮টার কিছু আগে সজীব বাসা থেকে বের হয়। ১১টায় খবর পাই আমার ভাইকে মেরে ফেলছে। দৌড়ে হাসপাতালে এসে তার মরদেহ শনাক্ত করি। কে কেন মারল জানি না।’ 

এই বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, ‘দুর্বৃত্তের ছুরিকাঘাতে সজীব নিহত হয়েছে। এটি ছিনতাই নাকি পরিকল্পিত হত্যা, তা তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত