নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মায়াদ্বীপে ‘মায়াদ্বীপ শিশু পাঠশালা’র প্রধান শিক্ষক ও তাঁর পরিবারের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। আজ রোববার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক জোবাইদা নাসরীন জানান, গত ২২ জানুয়ারি সোনারগাঁওয়ের নুনেরটেকের মায়াদ্বীপ শিশু পাঠশালাটি বন্ধ করে দেওয়ার উদ্দেশে স্কুলের প্রধান শিক্ষক মরিয়ম আক্তার পাখি ও তাঁর পরিবারের ওপর দুষ্কৃতকারীরা হামলা করে। এ সময় পাখির মা এবং দুই ভাইকে মারধর করা হয়। এ ঘটনায় মামলা, তদন্ত ও চার্জশিট হওয়ার পর ১১ জন আসামির মধ্যে মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়।
জোবাইদা নাসরীন বলেন, ‘যাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনিও জামিনে ছাড়া পেয়েছেন। পাখিরা এখন গ্রাম ছাড়া। তাদের টং দোকানটাও বন্ধ। তারা গ্রামে ফিরলে হত্যা করা হবে—এমন হুমকি দেওয়া হচ্ছে।’
ঢাবি শিক্ষক জানান, মায়াদ্বীপ-নুনেরটেক চরে অনেক জেলে পরিবার বসবাস করে। নুনেরটেকে একটি প্রাইমারি স্কুল থাকলেও মায়াদ্বীপে কোন স্কুল নেই। ২০০৭ সাল থেকে ‘সুবর্ণগ্রাম’ নামে একটি সামাজিক সংগঠন ‘মায়াদ্বীপ শিশু পাঠশালা’ নামে অবৈতনিক একটি স্কুল গড়ে তোলে। সেখানে জেলে শিশুদের পড়াশোনা করানো হয়।
জোবাইদা নাসরিন বলেন, ‘চরে অবৈধ বালু উত্তোলনের ফলে মাছের অভয়াশ্রমগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, মাটির ক্ষয় হচ্ছে, মাছের পরিমাণ কমে যাচ্ছে। ফলে সুবর্ণগ্রামের উদ্যোগে চরের জেলেরা মায়াদ্বীপ রক্ষার আন্দোলনে নামেন। পবাও সেই আন্দোলনের সঙ্গে ছিল। ২০১৩ সালে মায়াদ্বীপে অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়। কিন্তু এরপর বালু উত্তোলনের সঙ্গে যারা যুক্ত ছিল তারা মাদক, হুন্ডিসহ নানান অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়ে। তারাই গত ২২ জানুয়ারি হামলা চালিয়েছে।’
পাখির বরাত দিয়ে জোবাইদা বলেন, ‘মারধরের পর পাখি ও তাঁর মায়ের গলার স্বর্ণের চেইন ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। যাওয়ার সময় বলে যায়, স্কুলে পড়াতে গেলে পরিবারের সবাইকে জবাই করে মেরে ফেলবে। হামলার পর হাসপাতালে যেন না যেতে পারে, তাই মাঝিকেও হুমকি দেয়।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান পরিবেশবিদ আবু নাসের খান, লেখক ও সমাজকর্মী মিতালী হোসেন, লেখক ও গবেষক পাভেল পার্থ, সামাজিক সংগঠন সুবর্ণগ্রামের উদ্যোক্তা কবি শাহেদ কায়েস ও উদীচী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ প্রমুখ।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মায়াদ্বীপে ‘মায়াদ্বীপ শিশু পাঠশালা’র প্রধান শিক্ষক ও তাঁর পরিবারের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। আজ রোববার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক জোবাইদা নাসরীন জানান, গত ২২ জানুয়ারি সোনারগাঁওয়ের নুনেরটেকের মায়াদ্বীপ শিশু পাঠশালাটি বন্ধ করে দেওয়ার উদ্দেশে স্কুলের প্রধান শিক্ষক মরিয়ম আক্তার পাখি ও তাঁর পরিবারের ওপর দুষ্কৃতকারীরা হামলা করে। এ সময় পাখির মা এবং দুই ভাইকে মারধর করা হয়। এ ঘটনায় মামলা, তদন্ত ও চার্জশিট হওয়ার পর ১১ জন আসামির মধ্যে মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়।
জোবাইদা নাসরীন বলেন, ‘যাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনিও জামিনে ছাড়া পেয়েছেন। পাখিরা এখন গ্রাম ছাড়া। তাদের টং দোকানটাও বন্ধ। তারা গ্রামে ফিরলে হত্যা করা হবে—এমন হুমকি দেওয়া হচ্ছে।’
ঢাবি শিক্ষক জানান, মায়াদ্বীপ-নুনেরটেক চরে অনেক জেলে পরিবার বসবাস করে। নুনেরটেকে একটি প্রাইমারি স্কুল থাকলেও মায়াদ্বীপে কোন স্কুল নেই। ২০০৭ সাল থেকে ‘সুবর্ণগ্রাম’ নামে একটি সামাজিক সংগঠন ‘মায়াদ্বীপ শিশু পাঠশালা’ নামে অবৈতনিক একটি স্কুল গড়ে তোলে। সেখানে জেলে শিশুদের পড়াশোনা করানো হয়।
জোবাইদা নাসরিন বলেন, ‘চরে অবৈধ বালু উত্তোলনের ফলে মাছের অভয়াশ্রমগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, মাটির ক্ষয় হচ্ছে, মাছের পরিমাণ কমে যাচ্ছে। ফলে সুবর্ণগ্রামের উদ্যোগে চরের জেলেরা মায়াদ্বীপ রক্ষার আন্দোলনে নামেন। পবাও সেই আন্দোলনের সঙ্গে ছিল। ২০১৩ সালে মায়াদ্বীপে অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়। কিন্তু এরপর বালু উত্তোলনের সঙ্গে যারা যুক্ত ছিল তারা মাদক, হুন্ডিসহ নানান অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়ে। তারাই গত ২২ জানুয়ারি হামলা চালিয়েছে।’
পাখির বরাত দিয়ে জোবাইদা বলেন, ‘মারধরের পর পাখি ও তাঁর মায়ের গলার স্বর্ণের চেইন ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। যাওয়ার সময় বলে যায়, স্কুলে পড়াতে গেলে পরিবারের সবাইকে জবাই করে মেরে ফেলবে। হামলার পর হাসপাতালে যেন না যেতে পারে, তাই মাঝিকেও হুমকি দেয়।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান পরিবেশবিদ আবু নাসের খান, লেখক ও সমাজকর্মী মিতালী হোসেন, লেখক ও গবেষক পাভেল পার্থ, সামাজিক সংগঠন সুবর্ণগ্রামের উদ্যোক্তা কবি শাহেদ কায়েস ও উদীচী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫