নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে একটি পোলট্রি ফার্মে হামলা চালিয়ে ৬০০ মুরগির বাচ্চাকে পিষে মারার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে উপজেলা জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন পোলট্রি ফার্মের মালিক শাহনাজ বেগম। আজ রোববার দুপুরে তিনি বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও বাদীর সূত্রে জানা গেছে, উপজেলার জামপুর ইউনিয়নের বরুমদী গ্রামের সৌদিপ্রবাসী নেছার আহমেদের স্ত্রী শাহনাজ বেগম ১৭ বছরের মেয়েকে সঙ্গে নিয়ে একটি দোকান ও একটি পোলট্রি ফার্ম পরিচালনা করে আসছেন। কিছুদিন ধরে ওই এলাকার সাদেক মিয়ার বখাটে ছেলে সাজ্জাদ হোসেন দোকানে এসে শাহনাজ বেগমের মেয়েকে উত্ত্যক্ত করছিল এবং নানান অশালীন কুরুচিপূর্ণ কথাবার্তা বলছিল। এমনকি কুপ্রস্তাবও দিয়েছিল। শাহনাজ বেগম ইভটিজিং ও শ্লীলতাহানির প্রতিবাদ করায় বখাটে সাজ্জাদ হোসেন ভয়ভীতি ও ক্ষয়ক্ষতির হুমকি দেয়। গত শনিবার বিকেলে বাড়িতে কেউ না থাকায় বখাটে সাজ্জাদ হোসেন আরও ৮-১০ জন নিয়ে শাহনাজের বাড়িতে প্রবেশ করে পোলট্রি ফার্মে হামলা চালায়। তারা পোলট্রি ফার্মে থাকা ৬০০ মুরগির বাচ্চা পায়ে পিষ্ট করে এবং লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলে।
এলাকাবাসী জানান, মানুষের সঙ্গে শত্রুতা করে ফার্মের মুরগির বাচ্চা মেরে ফেলাটা দুঃখজনক। বখাটে সাজ্জাদ লাখ টাকার ক্ষতি করেছে।
অভিযোগকারী শাহনাজ বেগম বলেন, ‘আমার স্বামী বাড়িতে না থাকায় আমি সন্তানদের নিয়ে বাড়িতে একটি পোলট্রি ফার্ম গড়ে তুলি এবং বাড়ির সামনে একটি দোকান দেই। ওই দোকানে আমি ও আমার মেয়ে দোকানদারি করি। বখাটে সাজ্জাদ আমার মেয়েকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করে নানা কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে সাজ্জাদ তার বাহিনী নিয়ে আমার ফার্মের ৬০০ মুরগি মেরে ফেলে।’
এ বিষয়ে অভিযুক্ত সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। পূর্ব শত্রুতার জের ধরে তাঁকে এ ঘটনার সঙ্গে জড়ানো হচ্ছে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, মুরগির ফার্মের হামলার ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে একটি পোলট্রি ফার্মে হামলা চালিয়ে ৬০০ মুরগির বাচ্চাকে পিষে মারার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে উপজেলা জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন পোলট্রি ফার্মের মালিক শাহনাজ বেগম। আজ রোববার দুপুরে তিনি বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও বাদীর সূত্রে জানা গেছে, উপজেলার জামপুর ইউনিয়নের বরুমদী গ্রামের সৌদিপ্রবাসী নেছার আহমেদের স্ত্রী শাহনাজ বেগম ১৭ বছরের মেয়েকে সঙ্গে নিয়ে একটি দোকান ও একটি পোলট্রি ফার্ম পরিচালনা করে আসছেন। কিছুদিন ধরে ওই এলাকার সাদেক মিয়ার বখাটে ছেলে সাজ্জাদ হোসেন দোকানে এসে শাহনাজ বেগমের মেয়েকে উত্ত্যক্ত করছিল এবং নানান অশালীন কুরুচিপূর্ণ কথাবার্তা বলছিল। এমনকি কুপ্রস্তাবও দিয়েছিল। শাহনাজ বেগম ইভটিজিং ও শ্লীলতাহানির প্রতিবাদ করায় বখাটে সাজ্জাদ হোসেন ভয়ভীতি ও ক্ষয়ক্ষতির হুমকি দেয়। গত শনিবার বিকেলে বাড়িতে কেউ না থাকায় বখাটে সাজ্জাদ হোসেন আরও ৮-১০ জন নিয়ে শাহনাজের বাড়িতে প্রবেশ করে পোলট্রি ফার্মে হামলা চালায়। তারা পোলট্রি ফার্মে থাকা ৬০০ মুরগির বাচ্চা পায়ে পিষ্ট করে এবং লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলে।
এলাকাবাসী জানান, মানুষের সঙ্গে শত্রুতা করে ফার্মের মুরগির বাচ্চা মেরে ফেলাটা দুঃখজনক। বখাটে সাজ্জাদ লাখ টাকার ক্ষতি করেছে।
অভিযোগকারী শাহনাজ বেগম বলেন, ‘আমার স্বামী বাড়িতে না থাকায় আমি সন্তানদের নিয়ে বাড়িতে একটি পোলট্রি ফার্ম গড়ে তুলি এবং বাড়ির সামনে একটি দোকান দেই। ওই দোকানে আমি ও আমার মেয়ে দোকানদারি করি। বখাটে সাজ্জাদ আমার মেয়েকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করে নানা কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে সাজ্জাদ তার বাহিনী নিয়ে আমার ফার্মের ৬০০ মুরগি মেরে ফেলে।’
এ বিষয়ে অভিযুক্ত সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। পূর্ব শত্রুতার জের ধরে তাঁকে এ ঘটনার সঙ্গে জড়ানো হচ্ছে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, মুরগির ফার্মের হামলার ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫