Ajker Patrika

আপনারা কাপড়চোপড় রেডি রাইখেন: হাবিব-উন-নবী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩১ জুলাই ২০২২, ২০: ১১
আপনারা কাপড়চোপড় রেডি রাইখেন: হাবিব-উন-নবী

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, ‘নানা কারণে বন্দর নগরী হিসেবে নারায়ণগঞ্জের সুনাম ছিল। কিন্তু এখন এই নারায়ণগঞ্জ পরিচিতি পাচ্ছে গডফাদার আর গডমাদারের নগরী হিসেবে। তবে একদিন পরিবর্তন হবেই। এই জেলার বাসিন্দারা চুপচাপ বসে না থেকে গডফাদার-মাদারের সাম্রাজ্য পতন ঘটাবে।’ 

আজ রোববার নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এদিন বিদ্যুৎ ও জ্বালানি খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে সমাবেশ আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। 

হাবিব-উন-নবী বলেন, ‘নারায়ণগঞ্জ জিয়াউর রহমানের সৈনিকদের ঘাঁটি। তারা এই সন্ত্রাসের তিলক মুছে দেবে। তখন এই সন্ত্রাসের নগরী শান্তির শহর হিসেবে পরিচিতি পাবে। আমি নেতা-কর্মীদের অনুরোধ করব প্রস্তুত থাকতে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেদিন নির্দেশ দেবেন, সেদিন আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে।’ 
 
বিএনপির নেতা হাবিব-উন-নবী আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে উদ্দেশ করে বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বলতে চাই—আপনারা কাপড়চোপড় রেডি রাইখেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কিন্তু পালানোর সময়ে পরনের কাপড় নিতে পারেনি। আপনারা যাতে পান, সে জন্য রেডি করে রাইখেন।’ 

সমাবেশে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির সদস্যসচিব মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান রনি প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত