সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে তল্লাশিচৌকি বসিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড ঘুরে এমন দৃশ্যের দেখা মেলে। তবে, তল্লাশি চললেও এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, দুটি সমাবেশকে ঘিরে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড যেন কেউ না করতে পারে, সে জন্য তল্লাশিচৌকি বসানো হয়েছে। এতে মৌচাক বাসস্ট্যান্ডে মোট ৫০ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, আজ ভোর ৫টা থেকেই ঢাকাগামী দূরপাল্লা ও দ্রুতগতির বিভিন্ন যানবাহন থামিয়ে সন্দেহজনক মনে হলেই তল্লাশি করা হচ্ছে। বাসে থাকা যাত্রীদের ব্যাগ এবং ব্যক্তিগত গাড়িগুলোর ভেতরে ও পেছনে (ব্যাকডালা) তল্লাশি করতেও দেখা গেছে পুলিশ সদস্যদের। এদিকে সমাবেশ থাকায় অন্যান্য দিনের তুলনায় আজ সড়কে পরিবহনের চাপ অনেক কম দেখা গেছে। ফলে বাসস্ট্যান্ডগুলোতে গাড়ির অপেক্ষায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন যাত্রীরা।
রাজধানীর নিউ মার্কেটে যাওয়ার উদ্দেশে চট্টগ্রাম রোডের শিমরাইল মোড়ে আসেন রমজান আলী। তাঁর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তিনি বলেন, ‘জরুরি কাজে নিউমার্কেট এলাকায় যাওয়া লাগবে আমার। যাতায়াতের জন্য সব সময় নীলাচল গাড়িতেই চলাচল করি। সে জন্য আজও বাসস্ট্যান্ডে এসেছি। কিন্তু এসে দেখতে দেখি নীলাচল কোম্পানির কোনো গাড়ি নেই। দীর্ঘক্ষণ ধরে অন্য বাসের জন্য অপেক্ষা করছি।’
পেশায় বেসরকারি চাকরিজীবী বিল্লাল হোসেন। তার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘টানা দুই দিন ছুটি পাওয়ায় পরিবার নিয়ে ভ্রমণে বের হয়েছি। কিন্তু সকাল থেকে তেমন যানবাহন পাচ্ছি না। অন্যান্য দিনের তুলনায় আজ যানবাহন অনেকটাই কম দেখা যাচ্ছে।’
চেকপোস্ট বসানোর বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘চেকপোস্ট আমাদের নিয়মিত কাজ। তবে আজ ঢাকায় দুটি দলের পাল্টাপাল্টি সমাবেশ রয়েছে। সে জন্য সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের নাশকতা না হয়, সে জন্য পুলিশের সতর্ক অবস্থান রয়েছে। একই সঙ্গে জনগণকে ভোগান্তি থেকে রক্ষা করতে আমরা কাজ করে যাচ্ছি।’
ঢাকাগামী যানবাহন আটকে তল্লাশি করার বিষয়ে তিনি বলেন, ‘রাজধানীর অন্যতম প্রবেশমুখী সড়ক এটি। এ সড়ক দিয়ে নিয়মিত মাদক পরিবহন হয়ে থাকে। তাই নেশাজাত দ্রব্য বা মাদক উদ্ধারের লক্ষ্যে কাউকে সন্দেহ মনে হলে তাকে তল্লাশি করা হচ্ছে। তবে কাউকে হয়রানি করা হচ্ছে না।’
রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে তল্লাশিচৌকি বসিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড ঘুরে এমন দৃশ্যের দেখা মেলে। তবে, তল্লাশি চললেও এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, দুটি সমাবেশকে ঘিরে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড যেন কেউ না করতে পারে, সে জন্য তল্লাশিচৌকি বসানো হয়েছে। এতে মৌচাক বাসস্ট্যান্ডে মোট ৫০ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, আজ ভোর ৫টা থেকেই ঢাকাগামী দূরপাল্লা ও দ্রুতগতির বিভিন্ন যানবাহন থামিয়ে সন্দেহজনক মনে হলেই তল্লাশি করা হচ্ছে। বাসে থাকা যাত্রীদের ব্যাগ এবং ব্যক্তিগত গাড়িগুলোর ভেতরে ও পেছনে (ব্যাকডালা) তল্লাশি করতেও দেখা গেছে পুলিশ সদস্যদের। এদিকে সমাবেশ থাকায় অন্যান্য দিনের তুলনায় আজ সড়কে পরিবহনের চাপ অনেক কম দেখা গেছে। ফলে বাসস্ট্যান্ডগুলোতে গাড়ির অপেক্ষায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন যাত্রীরা।
রাজধানীর নিউ মার্কেটে যাওয়ার উদ্দেশে চট্টগ্রাম রোডের শিমরাইল মোড়ে আসেন রমজান আলী। তাঁর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তিনি বলেন, ‘জরুরি কাজে নিউমার্কেট এলাকায় যাওয়া লাগবে আমার। যাতায়াতের জন্য সব সময় নীলাচল গাড়িতেই চলাচল করি। সে জন্য আজও বাসস্ট্যান্ডে এসেছি। কিন্তু এসে দেখতে দেখি নীলাচল কোম্পানির কোনো গাড়ি নেই। দীর্ঘক্ষণ ধরে অন্য বাসের জন্য অপেক্ষা করছি।’
পেশায় বেসরকারি চাকরিজীবী বিল্লাল হোসেন। তার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘টানা দুই দিন ছুটি পাওয়ায় পরিবার নিয়ে ভ্রমণে বের হয়েছি। কিন্তু সকাল থেকে তেমন যানবাহন পাচ্ছি না। অন্যান্য দিনের তুলনায় আজ যানবাহন অনেকটাই কম দেখা যাচ্ছে।’
চেকপোস্ট বসানোর বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘চেকপোস্ট আমাদের নিয়মিত কাজ। তবে আজ ঢাকায় দুটি দলের পাল্টাপাল্টি সমাবেশ রয়েছে। সে জন্য সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের নাশকতা না হয়, সে জন্য পুলিশের সতর্ক অবস্থান রয়েছে। একই সঙ্গে জনগণকে ভোগান্তি থেকে রক্ষা করতে আমরা কাজ করে যাচ্ছি।’
ঢাকাগামী যানবাহন আটকে তল্লাশি করার বিষয়ে তিনি বলেন, ‘রাজধানীর অন্যতম প্রবেশমুখী সড়ক এটি। এ সড়ক দিয়ে নিয়মিত মাদক পরিবহন হয়ে থাকে। তাই নেশাজাত দ্রব্য বা মাদক উদ্ধারের লক্ষ্যে কাউকে সন্দেহ মনে হলে তাকে তল্লাশি করা হচ্ছে। তবে কাউকে হয়রানি করা হচ্ছে না।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫