প্রতিনিধি
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূলতা-কুড়িল রাস্তায় চলাচলরত বিআরটিসি বাসে চলছে যাত্রী হয়রানি। যাত্রী বোঝাই বাসে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ, সেতুর টোল ফাঁকি ও কাউন্টার বন্ধের অভিযোগ উঠেছে এই পরিবহন সংস্থার বিরুদ্ধে। শুধু তাই নয়, এ রাস্তায় চলাচল করতে দেওয়া হয় না অন্য কোন গণপরিবহন। অতিরিক্ত যাত্রীর কারণে স্বাস্থ্যবিধি চরম ঝুঁকিতে পড়েছে অভিযোগ করছেন যাত্রীরা।
জানা গেছে, করোনা সংক্রমণরোধে গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে গণপরিহনগুলোকে স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দেওয়া হয়। কিন্তু রূপগঞ্জের কুড়িল-ভূলতা রুটে একমাত্র চলাচলরত রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসগুলো এই নিয়ম মানছেন না। তাঁরা নিজেদের মতো করে ভাড়া আদায় করছেন। মাত্র ভূলতা থেকে কুড়িল পর্যন্ত মাত্র ২০ কিলোমিটার সড়কের ভাড়া নেওয়া হচ্ছে ৬৫ টাকা। অর্ধেক আসন ফাঁকা রেখে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির ঘোষণা থাকলেও আসনগুলো পূর্ণ করে দাঁড়িয়েও নেওয়া হচ্ছে যাত্রী। এ ছাড়া ২০টি কাউন্টারের মধ্যে কারণ ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে ১৪টি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এ রুটের যাত্রীরা। শুধু তাই নয়, ইচ্ছামতো ভাড়া আদায় করতে এ রুটে অন্য কোনো গণপরিবহন চলতে দেওয়া হয় না। অপরদিকে, এই পরিবহন সংস্থার বিরুদ্ধে কাঞ্চন সেতুতে টোল ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। ৩২৫ টাকার টোল দেওয়া হয় মাত্র ১২৫ টাকা।
এ ব্যাপারে জানতে সেতুর টোল আদায়কারী সংস্থার প্রকল্প পরিচালক কারিবুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, বিআরটিসির সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে করা আবেদনের কারণে তাঁদের ৩২৫ টাকার পরিবর্তে ১২৫ টাকা টোল প্রদানের নির্দেশ দেওয়া হয়। যাত্রীদের সঙ্গে অসদাচরণ করার অভিযোগও রয়েছে এই সংস্থার বিরুদ্ধে। এসব অনিয়ম সবই ডিপো কর্তৃপক্ষ জানলেও ইজারাদারের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণের কারণে তাঁর কোনো ব্যবস্থা নেয় না বলে অভিযোগ আছে।
কাঞ্চন থেকে কুড়িলগামী যাত্রী মাসুদ চৌধুরী জানান, তিনি মায়ারবাড়ি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে কাউন্টার বন্ধ থাকায় বাধ্য হয়ে সেতুর পশ্চিমপাড়ি গিয়ে (ঢাকা মেট্রো-ব-১১-৬৫২২) বাসে ওঠেন। কিন্তু তাঁকে টিকিট না দিয়ে কুড়িলের ২০ টাকার ভাড়া ৬০ টাকা দাবি করেন বাসের সহকারী। একপর্যায়ে তাঁর সঙ্গে অসদাচরণ করেন সে।
কাঞ্চন এলাকার যাত্রী তাহমিদুল ইসলাম আকাশ অভিযোগ করে বলেন, গাউছিয়া থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত একমাত্র বিআরটিসি বাসই চলাচল করে। গাউছিয়া থেকে কুড়িল বিশ্বরোডের ভাড়া ৪০ টাকা হলেও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে ৬৫ টাকা। এ রুটে অন্য কোন গণপরিবহন না থাকায় সাধারণ মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে চলাচল করছে। এতে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।
এ ব্যাপারে রূপগঞ্জের বিআরটিসি বাসের ঠিকাদার জিল্লুর বলেন, স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে আমরা কাউন্টারগুলো বন্ধ রাখতে বাধ্য হয়েছি। অতিরিক্ত যাত্রী নিলে সেই টাকা আমরা কিংবা বিআরটিসি পাই না। চালক আর সহকারীরা রাস্তা থেকে অনিয়ম করে এসব অতিরিক্ত যাত্রী ওঠায়।
গাজীপুর বিআরটিসি বাস ডিপোর ব্যবস্থাপক জিয়াউর রহমান বলেন, বিআরটিসিতে যাত্রী হয়রানি হলে প্রতিটি বাসে আমাদের হটলাইন নম্বর দেওয়া আছে। কোনো যাত্রী অভিযোগ করলে আমরা সঙ্গে সঙ্গে এ ব্যাপারে ব্যবস্থা নেব। তবে বর্তমানে বাস সংকট আর রাস্তা খারাপ হওয়ার কারণে যাত্রীদের কিছুটা হয়রানি হতে হচ্ছে বলেও স্বীকার করেন তিনি।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূলতা-কুড়িল রাস্তায় চলাচলরত বিআরটিসি বাসে চলছে যাত্রী হয়রানি। যাত্রী বোঝাই বাসে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ, সেতুর টোল ফাঁকি ও কাউন্টার বন্ধের অভিযোগ উঠেছে এই পরিবহন সংস্থার বিরুদ্ধে। শুধু তাই নয়, এ রাস্তায় চলাচল করতে দেওয়া হয় না অন্য কোন গণপরিবহন। অতিরিক্ত যাত্রীর কারণে স্বাস্থ্যবিধি চরম ঝুঁকিতে পড়েছে অভিযোগ করছেন যাত্রীরা।
জানা গেছে, করোনা সংক্রমণরোধে গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে গণপরিহনগুলোকে স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দেওয়া হয়। কিন্তু রূপগঞ্জের কুড়িল-ভূলতা রুটে একমাত্র চলাচলরত রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসগুলো এই নিয়ম মানছেন না। তাঁরা নিজেদের মতো করে ভাড়া আদায় করছেন। মাত্র ভূলতা থেকে কুড়িল পর্যন্ত মাত্র ২০ কিলোমিটার সড়কের ভাড়া নেওয়া হচ্ছে ৬৫ টাকা। অর্ধেক আসন ফাঁকা রেখে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির ঘোষণা থাকলেও আসনগুলো পূর্ণ করে দাঁড়িয়েও নেওয়া হচ্ছে যাত্রী। এ ছাড়া ২০টি কাউন্টারের মধ্যে কারণ ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে ১৪টি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এ রুটের যাত্রীরা। শুধু তাই নয়, ইচ্ছামতো ভাড়া আদায় করতে এ রুটে অন্য কোনো গণপরিবহন চলতে দেওয়া হয় না। অপরদিকে, এই পরিবহন সংস্থার বিরুদ্ধে কাঞ্চন সেতুতে টোল ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। ৩২৫ টাকার টোল দেওয়া হয় মাত্র ১২৫ টাকা।
এ ব্যাপারে জানতে সেতুর টোল আদায়কারী সংস্থার প্রকল্প পরিচালক কারিবুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, বিআরটিসির সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে করা আবেদনের কারণে তাঁদের ৩২৫ টাকার পরিবর্তে ১২৫ টাকা টোল প্রদানের নির্দেশ দেওয়া হয়। যাত্রীদের সঙ্গে অসদাচরণ করার অভিযোগও রয়েছে এই সংস্থার বিরুদ্ধে। এসব অনিয়ম সবই ডিপো কর্তৃপক্ষ জানলেও ইজারাদারের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণের কারণে তাঁর কোনো ব্যবস্থা নেয় না বলে অভিযোগ আছে।
কাঞ্চন থেকে কুড়িলগামী যাত্রী মাসুদ চৌধুরী জানান, তিনি মায়ারবাড়ি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে কাউন্টার বন্ধ থাকায় বাধ্য হয়ে সেতুর পশ্চিমপাড়ি গিয়ে (ঢাকা মেট্রো-ব-১১-৬৫২২) বাসে ওঠেন। কিন্তু তাঁকে টিকিট না দিয়ে কুড়িলের ২০ টাকার ভাড়া ৬০ টাকা দাবি করেন বাসের সহকারী। একপর্যায়ে তাঁর সঙ্গে অসদাচরণ করেন সে।
কাঞ্চন এলাকার যাত্রী তাহমিদুল ইসলাম আকাশ অভিযোগ করে বলেন, গাউছিয়া থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত একমাত্র বিআরটিসি বাসই চলাচল করে। গাউছিয়া থেকে কুড়িল বিশ্বরোডের ভাড়া ৪০ টাকা হলেও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে ৬৫ টাকা। এ রুটে অন্য কোন গণপরিবহন না থাকায় সাধারণ মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে চলাচল করছে। এতে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।
এ ব্যাপারে রূপগঞ্জের বিআরটিসি বাসের ঠিকাদার জিল্লুর বলেন, স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে আমরা কাউন্টারগুলো বন্ধ রাখতে বাধ্য হয়েছি। অতিরিক্ত যাত্রী নিলে সেই টাকা আমরা কিংবা বিআরটিসি পাই না। চালক আর সহকারীরা রাস্তা থেকে অনিয়ম করে এসব অতিরিক্ত যাত্রী ওঠায়।
গাজীপুর বিআরটিসি বাস ডিপোর ব্যবস্থাপক জিয়াউর রহমান বলেন, বিআরটিসিতে যাত্রী হয়রানি হলে প্রতিটি বাসে আমাদের হটলাইন নম্বর দেওয়া আছে। কোনো যাত্রী অভিযোগ করলে আমরা সঙ্গে সঙ্গে এ ব্যাপারে ব্যবস্থা নেব। তবে বর্তমানে বাস সংকট আর রাস্তা খারাপ হওয়ার কারণে যাত্রীদের কিছুটা হয়রানি হতে হচ্ছে বলেও স্বীকার করেন তিনি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে