সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
কিছু লোক পায়ে পাড়া দিয়ে নারায়ণগঞ্জকে অস্থির করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের ভুঁইগড়ের রূপায়ণ টাওয়ার এলাকায় নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।
শামীম ওসমান বলেন, ‘১৯৭১ সালে আমাদের বীর মুক্তিযোদ্ধারা স্লোগান দিতেন—“তোমার-আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা”। তখন আমি ছোট ছিলাম। আর যখন যুদ্ধ শুরু হলো, তখন স্লোগান ছিল—“বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো”। আজও আমাদের এই স্লোগান দিতে হচ্ছে। এটি আমাদের জন্য দুঃখজনক বিষয়। এখন আমাদের স্লোগান দিতে হচ্ছে, “বীর বাঙালি ঐক্য ধরো, বাংলাদেশ রক্ষা করো”।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে জানা গেছে, আমাদের দেশের স্বাধীনতার ওপর আবারও হস্তক্ষেপ চলছে। এই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি, বর্তমানে যেসব জীবিত মুক্তিযোদ্ধা রয়েছেন, তাঁদের নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযোদ্ধাদের একটি সম্মেলন হোক। এই সম্মেলনে তাঁরা এবং তাঁদের পরিবার যখন উপস্থিত হবে, তখন পরিবারের সদস্যরা বুঝতে পারবেন, তাঁদের বাবা কিংবা পূর্বপুরুষেরা এই দেশের জন্য কত আত্মত্যাগ করেছিলেন।’
আলোচিত এই রাজনীতিক বলেন, ‘একটা দেশ যুদ্ধ করে স্বাধীন করার পর আমরা রাজনীতিবিদেরা যত কিছুই করি না কেন, তাঁদের (মুক্তিযোদ্ধা) সমতুল্য হতে পারব না। সরকারের কাছে আমরা এই প্রস্তাব দিয়েছি এবং নারায়ণগঞ্জেও এমন একটি সম্মেলন করার চিন্তাভাবনা করছি। নারায়ণগঞ্জের যাঁরা মুক্তিযোদ্ধা আছেন, তাঁরা যেদিন বলবেন সেদিনই আমরা এই সম্মেলন করব। এমনিতে ইতিহাস পড়া আর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে ইতিহাস শোনা আরেক জিনিস।’
নারায়ণগঞ্জের মাসদাইরে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের বিষয়ে শামীম ওসমান বলেন, ‘আমি এ ঘটনা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি এবং পুলিশ সুপারকে জড়িতদের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নিতে বলেছি। আমার ছবি ভেঙেছে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবি ভেঙেছে। এই ছবিগুলো কারা ভেঙেছে কিংবা কারা এগুলোর উসকানি দিতে পারে তা সবাই জানে। জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক। যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা নিতে না পারে, তাহলে জনগণকে নিয়ে এটি প্রতিরোধ করা আমাদের জন্য পাঁচ মিনিটের ব্যাপার।’
কিছু লোক পায়ে পাড়া দিয়ে নারায়ণগঞ্জকে অস্থির করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের ভুঁইগড়ের রূপায়ণ টাওয়ার এলাকায় নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।
শামীম ওসমান বলেন, ‘১৯৭১ সালে আমাদের বীর মুক্তিযোদ্ধারা স্লোগান দিতেন—“তোমার-আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা”। তখন আমি ছোট ছিলাম। আর যখন যুদ্ধ শুরু হলো, তখন স্লোগান ছিল—“বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো”। আজও আমাদের এই স্লোগান দিতে হচ্ছে। এটি আমাদের জন্য দুঃখজনক বিষয়। এখন আমাদের স্লোগান দিতে হচ্ছে, “বীর বাঙালি ঐক্য ধরো, বাংলাদেশ রক্ষা করো”।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে জানা গেছে, আমাদের দেশের স্বাধীনতার ওপর আবারও হস্তক্ষেপ চলছে। এই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি, বর্তমানে যেসব জীবিত মুক্তিযোদ্ধা রয়েছেন, তাঁদের নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযোদ্ধাদের একটি সম্মেলন হোক। এই সম্মেলনে তাঁরা এবং তাঁদের পরিবার যখন উপস্থিত হবে, তখন পরিবারের সদস্যরা বুঝতে পারবেন, তাঁদের বাবা কিংবা পূর্বপুরুষেরা এই দেশের জন্য কত আত্মত্যাগ করেছিলেন।’
আলোচিত এই রাজনীতিক বলেন, ‘একটা দেশ যুদ্ধ করে স্বাধীন করার পর আমরা রাজনীতিবিদেরা যত কিছুই করি না কেন, তাঁদের (মুক্তিযোদ্ধা) সমতুল্য হতে পারব না। সরকারের কাছে আমরা এই প্রস্তাব দিয়েছি এবং নারায়ণগঞ্জেও এমন একটি সম্মেলন করার চিন্তাভাবনা করছি। নারায়ণগঞ্জের যাঁরা মুক্তিযোদ্ধা আছেন, তাঁরা যেদিন বলবেন সেদিনই আমরা এই সম্মেলন করব। এমনিতে ইতিহাস পড়া আর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে ইতিহাস শোনা আরেক জিনিস।’
নারায়ণগঞ্জের মাসদাইরে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের বিষয়ে শামীম ওসমান বলেন, ‘আমি এ ঘটনা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি এবং পুলিশ সুপারকে জড়িতদের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নিতে বলেছি। আমার ছবি ভেঙেছে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবি ভেঙেছে। এই ছবিগুলো কারা ভেঙেছে কিংবা কারা এগুলোর উসকানি দিতে পারে তা সবাই জানে। জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক। যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা নিতে না পারে, তাহলে জনগণকে নিয়ে এটি প্রতিরোধ করা আমাদের জন্য পাঁচ মিনিটের ব্যাপার।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে