Ajker Patrika

আমাকে বিএনপি-জামায়াত বানানোর চেষ্টা করা হচ্ছে: মেয়র আইভী

প্রতিনিধি, নারায়ণগঞ্জ 
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৬: ১৯
আমাকে বিএনপি-জামায়াত বানানোর চেষ্টা করা হচ্ছে: মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, “আমাকে বিএনপি-জামায়াত বানানোর চেষ্টা করা হচ্ছে। অথচ সারা জীবন আওয়ামীলীগ করেছি। যারা এসব কথা বলে আমি তাঁদের পরোয়া করিনা। আমি অন্যায় এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলবোই। মেয়র থাকি বা না থাকি সাধারণ মানুষের পক্ষে আমার এই অবস্থান কোনো দিন পরিবর্তন হবে না। 

আজ সোমবার নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

আইভী বলেন ‘আমি তো নৌকার মানুষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু আমি মায়ের পেট থেকে শুনে আসছি। আসন্ন নির্বাচনে আমি মনোনয়ন চাইব। নেত্রী আমাকে মনোনয়ন দিলে নৌকা নিয়েই নির্বাচনে অংশ নেব।’ 

মেয়র বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন অনেক কাজ করেছে। তারপরও জামতলা, ইসদাইর, মাসদাইর এলাকায় পানি জমেছে। এসব এলাকার পানি নিষ্কাশনের বড় একটি আউটলেট ছিল কালিয়ানী খাল। সেই খাল দখল-দূষণে প্রায় ভরাট হয়ে গিয়েছিল। অনেক টাকা খরচ করে একটি এক্সাভেটর দিয়ে কালিয়ানী খাল খনন করেছি। কিন্তু ফকির অ্যাপারেলসহ কিছু প্রতিষ্ঠানের দখলের কারণে সুফল পাচ্ছি না। উচ্ছেদের জন্য ডিসিকে চিঠি দিয়েছি। এগুলো উচ্ছেদ করতে পারলে সুফল পাওয়া যাবে।’ 

এর আগে নাসিকের ২০২১-২২ অর্থবছরে রাজস্ব ও উন্নয়নসহ ৬৮৮ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩৫৬ টাকার বাজেট ঘোষণা করেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। 

এ সময় নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিনের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিকের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজা হাসান বিভা, কাউন্সিলর কবির হোসাইন, হান্নান সরকার, আব্দুল করিম বাবু, সুলতান আহমেদ ভূঁইয়া, শারমিন হাবিব বিন্নি, আয়েশা আক্তার দিনা প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত