নারায়ণগঞ্জ প্রতিনিধি
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘যাদের দেশের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ঘোষণা দেন পরাজিত হলে নির্বাচন মানি না, তারাই আজ আমাদের গণতন্ত্রের সবক দিচ্ছে। আমেরিকা আমাদের মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছে, সেই শক্তির জোরে বিএনপি লাফাচ্ছে।’
আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ বন্দরের সমরক্ষেত্রে জাতীয় স্মৃতিসৌধের আদলে নবনির্মিত স্মৃতিসৌধ উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু নির্দেশে মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়েছেন, কিন্তু ট্রেনিং ও চেতনা জমা দেয়নি। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এই অপশক্তিকে মোকাবিলা করা হবে। যারা দেশের স্বাধীনতার পতাকাকে খামচে ধরার চেষ্টা করছে, তাদের মোকাবিলা করতে হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘বিএনপি মহাসচিব তিন মাস আগে বলেছিলেন বাংলাদেশের চেয়ে পাকিস্তান অনেক ভালো। আসলে পাকিস্তানের পতাকা তাদের অন্তর থেকে যায়নি। পাকিস্তানকে তারা ভুলতে পারেনি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও নেতা-কর্মীরা।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘যাদের দেশের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ঘোষণা দেন পরাজিত হলে নির্বাচন মানি না, তারাই আজ আমাদের গণতন্ত্রের সবক দিচ্ছে। আমেরিকা আমাদের মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছে, সেই শক্তির জোরে বিএনপি লাফাচ্ছে।’
আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ বন্দরের সমরক্ষেত্রে জাতীয় স্মৃতিসৌধের আদলে নবনির্মিত স্মৃতিসৌধ উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু নির্দেশে মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়েছেন, কিন্তু ট্রেনিং ও চেতনা জমা দেয়নি। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এই অপশক্তিকে মোকাবিলা করা হবে। যারা দেশের স্বাধীনতার পতাকাকে খামচে ধরার চেষ্টা করছে, তাদের মোকাবিলা করতে হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘বিএনপি মহাসচিব তিন মাস আগে বলেছিলেন বাংলাদেশের চেয়ে পাকিস্তান অনেক ভালো। আসলে পাকিস্তানের পতাকা তাদের অন্তর থেকে যায়নি। পাকিস্তানকে তারা ভুলতে পারেনি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও নেতা-কর্মীরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে