সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মাতোয়ারা গোটা বিশ্ব। নিজ নিজ পছন্দের দলের সমর্থনে নানা আয়োজনে মেতেছেন ভক্তরা। বাংলাদেশের বেশির ভাগ দর্শক আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের সমর্থক। এর বাইরে ফ্রান্স, জার্মানি, স্পেন, ইংল্যান্ড, পর্তুগালের সমর্থকও চোখে পড়ে। এবার দেখা মিলেছে ডাচ ফুটবল ভক্তের, যিনি ডাচ পতাকা ও জার্সি দিয়ে ঘর সাজিয়েছেন। ঘরেই বানিয়েছেন প্রতীকী মাঠ।
মোহাম্মদ বদরুদ্দোজা লস্কর (৪২) নামের ওই ডাচ ভক্ত নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইল এনায়েতনগর এলাকার স্থানীয় বাসিন্দা। তিনি পেশায় সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তা। বর্তমানে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় অ্যাকাউন্টস অফিসার হিসেবে কর্মরত আছেন। শত ব্যস্ততার মাঝেও ফুটবলকে মনেপ্রাণে ভালোবাসেন তিনি। ফুটবলে তাঁর প্রিয় দল হল্যান্ড বা নেদারল্যান্ডস।
নিজ ঘরের ভেতরে বদরুদ্দোজা লস্কর তৈরি করেছেন ৮ ফুট ও ১২ ফুটের প্রতীকী মাঠ। তাঁর ঘরে ১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত হল্যান্ডের সব রকমের জার্সি ও টি-শার্ট সংরক্ষিত আছে। এ ছাড়া আছে হল্যান্ডের কাপ (কালো, নীল), প্র্যাকটিস কিট, হল্যান্ডের পানির পট, হল্যান্ডের পানির মগ, হল্যান্ডের প্লেট, হল্যান্ডের বল, হল্যান্ডের চাবির রিংসহ আরও অনেক টুকিটাকি জিনিস।
বদরুদ্দোজা লস্কর জানান, শৈশব থেকেই ফুটবলকে ভালোবাসেন। খেলা বুঝতে শেখার পর থেকেই তিনি হল্যান্ডের সমর্থক। কেননা, ওই সময়টাতে হল্যান্ড ফুটবল দল ইউরো কাপ জয়ী হয়। ১৯৮৮ সালে হল্যান্ডের সেই ইউরো কাপ জয় এখনো তাঁকে আবেগতাড়িত করে। হল্যান্ডের রুড হুলিট, মার্কো ভ্যান বাস্তেন, ফ্রাংক রাইকার্ড, রোনাল্ড কোয়েম্যান, রোনাল্ড ডি বোয়ের তাঁর প্রিয় খেলোয়াড়।
বদরুদ্দোজা লস্কর আরও জানান, ২০১০ সালে আর জে রোবেন, ভ্যান পার্সি, ওয়েসলি স্লাইডাররা হল্যান্ডকে ফাইনালে তোলে। কিন্তু ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের সেই হার আজও ব্যথিত করে তাঁকে।
চার সদস্যের পরিবার লস্করের। নিজে হল্যান্ডের সমর্থন করলেও পরিবারের অন্য সদস্যরা ভিন্ন দলের সমর্থক। তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস মিলির প্রিয় দল আর্জেন্টিনা। অন্যদিকে ১০ বছরের বড় ছেলে আমির হামজা লস্করের প্রিয় দল জার্মানি।
লস্কর বলেন, ‘ফুটবলে সবচেয়ে শক্তিশালী দিক ডিফেন্স। বর্তমান দলে ভ্যান ডাইকের মতো বিশ্বসেরা ডিফেন্ডার আছেন। এর সঙ্গে আছেন ডি লিট, নাথান আকে, ড্যাম্ফ্রাইস, মালাসিয়ার মতো বিশ্বের নামীদামি ডিফেন্ডাররা। মাঝমাঠে আছেন বিশ্বসেরা ফ্রাঙ্ক ডি ইয়ং, ডি রুন, কোমপেয়ারসের মতো খেলোয়াড়েরা। স্ট্রাইকিংয়ে আছেন মেমফিস ডেপাই, গেগপো, নুয়া ল্যাং। এই দলে বিশ্বকে চমক দেখানোমাত্র ১৯ বছর বয়সী সিমন্সও আছেন। যিনি একাই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারবেন। তাই আশা করছি, এবার সিমন্সই হবেন বিশ্বকাপের সেরা তরুণ প্লেয়ার।’
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মাতোয়ারা গোটা বিশ্ব। নিজ নিজ পছন্দের দলের সমর্থনে নানা আয়োজনে মেতেছেন ভক্তরা। বাংলাদেশের বেশির ভাগ দর্শক আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের সমর্থক। এর বাইরে ফ্রান্স, জার্মানি, স্পেন, ইংল্যান্ড, পর্তুগালের সমর্থকও চোখে পড়ে। এবার দেখা মিলেছে ডাচ ফুটবল ভক্তের, যিনি ডাচ পতাকা ও জার্সি দিয়ে ঘর সাজিয়েছেন। ঘরেই বানিয়েছেন প্রতীকী মাঠ।
মোহাম্মদ বদরুদ্দোজা লস্কর (৪২) নামের ওই ডাচ ভক্ত নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইল এনায়েতনগর এলাকার স্থানীয় বাসিন্দা। তিনি পেশায় সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তা। বর্তমানে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় অ্যাকাউন্টস অফিসার হিসেবে কর্মরত আছেন। শত ব্যস্ততার মাঝেও ফুটবলকে মনেপ্রাণে ভালোবাসেন তিনি। ফুটবলে তাঁর প্রিয় দল হল্যান্ড বা নেদারল্যান্ডস।
নিজ ঘরের ভেতরে বদরুদ্দোজা লস্কর তৈরি করেছেন ৮ ফুট ও ১২ ফুটের প্রতীকী মাঠ। তাঁর ঘরে ১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত হল্যান্ডের সব রকমের জার্সি ও টি-শার্ট সংরক্ষিত আছে। এ ছাড়া আছে হল্যান্ডের কাপ (কালো, নীল), প্র্যাকটিস কিট, হল্যান্ডের পানির পট, হল্যান্ডের পানির মগ, হল্যান্ডের প্লেট, হল্যান্ডের বল, হল্যান্ডের চাবির রিংসহ আরও অনেক টুকিটাকি জিনিস।
বদরুদ্দোজা লস্কর জানান, শৈশব থেকেই ফুটবলকে ভালোবাসেন। খেলা বুঝতে শেখার পর থেকেই তিনি হল্যান্ডের সমর্থক। কেননা, ওই সময়টাতে হল্যান্ড ফুটবল দল ইউরো কাপ জয়ী হয়। ১৯৮৮ সালে হল্যান্ডের সেই ইউরো কাপ জয় এখনো তাঁকে আবেগতাড়িত করে। হল্যান্ডের রুড হুলিট, মার্কো ভ্যান বাস্তেন, ফ্রাংক রাইকার্ড, রোনাল্ড কোয়েম্যান, রোনাল্ড ডি বোয়ের তাঁর প্রিয় খেলোয়াড়।
বদরুদ্দোজা লস্কর আরও জানান, ২০১০ সালে আর জে রোবেন, ভ্যান পার্সি, ওয়েসলি স্লাইডাররা হল্যান্ডকে ফাইনালে তোলে। কিন্তু ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের সেই হার আজও ব্যথিত করে তাঁকে।
চার সদস্যের পরিবার লস্করের। নিজে হল্যান্ডের সমর্থন করলেও পরিবারের অন্য সদস্যরা ভিন্ন দলের সমর্থক। তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস মিলির প্রিয় দল আর্জেন্টিনা। অন্যদিকে ১০ বছরের বড় ছেলে আমির হামজা লস্করের প্রিয় দল জার্মানি।
লস্কর বলেন, ‘ফুটবলে সবচেয়ে শক্তিশালী দিক ডিফেন্স। বর্তমান দলে ভ্যান ডাইকের মতো বিশ্বসেরা ডিফেন্ডার আছেন। এর সঙ্গে আছেন ডি লিট, নাথান আকে, ড্যাম্ফ্রাইস, মালাসিয়ার মতো বিশ্বের নামীদামি ডিফেন্ডাররা। মাঝমাঠে আছেন বিশ্বসেরা ফ্রাঙ্ক ডি ইয়ং, ডি রুন, কোমপেয়ারসের মতো খেলোয়াড়েরা। স্ট্রাইকিংয়ে আছেন মেমফিস ডেপাই, গেগপো, নুয়া ল্যাং। এই দলে বিশ্বকে চমক দেখানোমাত্র ১৯ বছর বয়সী সিমন্সও আছেন। যিনি একাই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারবেন। তাই আশা করছি, এবার সিমন্সই হবেন বিশ্বকাপের সেরা তরুণ প্লেয়ার।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫