আল-আমিন রাজু, নারায়ণগঞ্জ থেকে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচন উপলক্ষে ১৯২টি কেন্দ্রের মধ্যে ৩০টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম। আজ শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে তিনি এ কথা বলেন।
এসপি জায়েদুল আলম বলেন, ‘নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা খুবই সন্তুষ্ট। এখানে উৎসবের আমেজ বিরাজ করছে। ১৮৯ জন প্রার্থীর সবাই বলেছেন নির্বাচনের পরিবেশ ভালো। তারা সবাই আশাবাদী সুষ্ঠু পরিবেশে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।’
কতটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘১৯২টি কেন্দ্রের মধ্যে বিভিন্ন গোয়েন্দা তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রগুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যা হলো অতি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ কেন্দ্র। সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে চারটি থানা এলাকা থেকে যে তথ্য পেয়েছি, আজকে পর্যন্ত সেগুলো যাচাই-বাছাই করে অতি গুরুত্বপূর্ণ হিসেবে ৩০টি চিহ্নিত করা হয়েছে। তবে নারায়ণগঞ্জের সব কেন্দ্রকে আমরা গুরুত্ব দিয়ে দেখছি। মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে। এ ছাড়া পুলিশের বিশেষায়িত যেসব ব্যাটালিয়ন আছে, তারাও মোতায়েন থাকবে। প্রতিটি ওয়ার্ডে বিজিবির টিম মোতায়েন থাকবে।
নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগের বিষয়ে পুলিশ সুপার বলেন, নারায়ণগঞ্জের নির্বাচনে সাতজন মেয়র পদপ্রার্থী আছেন। এ ছাড়া কাউন্সিল পদে প্রার্থীসহ ১৮৯ জন প্রার্থী নির্বাচন করছেন। তবে আমি শুধু একজন প্রার্থীর কাছ থেকে অভিযোগ পেয়েছি। বাকি ১৮৮ জনের কোনো অভিযোগ নেই। একজন মেয়র প্রার্থী গ্রেপ্তারের অভিযোগ করেছেন। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, কোনো প্রার্থীর নেতাকর্মী বা সমর্থকদের গ্রেপ্তার বা কোনো ধরনের হয়রানি করা হয়নি। আমরা শুধু রুটিন ওয়ার্ক হিসেবে কাজ করছি। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অবৈধ অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত এবং যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, শুধু তাদের আইনের আওতায় আনা হচ্ছে অথবা নজরদারিতে রাখা হয়েছে। যদি কোনো প্রার্থী নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ করে থাকেন, তাহলে আমি বলব সেটা তাদের নিজস্ব বিষয় বা রাজনৈতিক কৌশল হতে পারে। আর কোনো প্রার্থী যদি গ্রেপ্তার হয়েছে এমন নেতাকর্মীর তালিকা দেন, আমরা তখন যাচাই-বাছাই করে দেখব। তখন এ বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য দেব।’
নির্বাচনের পরিবেশ বজায় থাকবে এবং কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটবে না আশা ব্যক্ত করে জেলার পুলিশপ্রধান বলেন ৷ নির্বাচনে সবার সহযোগিতা আশা করছি। নির্বাচনে প্রার্থী, ভোটার ও সাধারণ মানুষের কাছ থেকে একটি শান্তিপূর্ণ ভোট প্রত্যাশা করছি।
নির্বাচন উপলক্ষে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান এসপি। তবে নিয়মিত কার্যক্রমে অনেকেই গ্রেপ্তার হচ্ছে, কিন্তু তাদের কোনো তালিকা নেই।
আরও পড়ুন:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচন উপলক্ষে ১৯২টি কেন্দ্রের মধ্যে ৩০টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম। আজ শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে তিনি এ কথা বলেন।
এসপি জায়েদুল আলম বলেন, ‘নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা খুবই সন্তুষ্ট। এখানে উৎসবের আমেজ বিরাজ করছে। ১৮৯ জন প্রার্থীর সবাই বলেছেন নির্বাচনের পরিবেশ ভালো। তারা সবাই আশাবাদী সুষ্ঠু পরিবেশে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।’
কতটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘১৯২টি কেন্দ্রের মধ্যে বিভিন্ন গোয়েন্দা তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রগুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যা হলো অতি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ কেন্দ্র। সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে চারটি থানা এলাকা থেকে যে তথ্য পেয়েছি, আজকে পর্যন্ত সেগুলো যাচাই-বাছাই করে অতি গুরুত্বপূর্ণ হিসেবে ৩০টি চিহ্নিত করা হয়েছে। তবে নারায়ণগঞ্জের সব কেন্দ্রকে আমরা গুরুত্ব দিয়ে দেখছি। মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে। এ ছাড়া পুলিশের বিশেষায়িত যেসব ব্যাটালিয়ন আছে, তারাও মোতায়েন থাকবে। প্রতিটি ওয়ার্ডে বিজিবির টিম মোতায়েন থাকবে।
নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগের বিষয়ে পুলিশ সুপার বলেন, নারায়ণগঞ্জের নির্বাচনে সাতজন মেয়র পদপ্রার্থী আছেন। এ ছাড়া কাউন্সিল পদে প্রার্থীসহ ১৮৯ জন প্রার্থী নির্বাচন করছেন। তবে আমি শুধু একজন প্রার্থীর কাছ থেকে অভিযোগ পেয়েছি। বাকি ১৮৮ জনের কোনো অভিযোগ নেই। একজন মেয়র প্রার্থী গ্রেপ্তারের অভিযোগ করেছেন। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, কোনো প্রার্থীর নেতাকর্মী বা সমর্থকদের গ্রেপ্তার বা কোনো ধরনের হয়রানি করা হয়নি। আমরা শুধু রুটিন ওয়ার্ক হিসেবে কাজ করছি। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অবৈধ অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত এবং যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, শুধু তাদের আইনের আওতায় আনা হচ্ছে অথবা নজরদারিতে রাখা হয়েছে। যদি কোনো প্রার্থী নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ করে থাকেন, তাহলে আমি বলব সেটা তাদের নিজস্ব বিষয় বা রাজনৈতিক কৌশল হতে পারে। আর কোনো প্রার্থী যদি গ্রেপ্তার হয়েছে এমন নেতাকর্মীর তালিকা দেন, আমরা তখন যাচাই-বাছাই করে দেখব। তখন এ বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য দেব।’
নির্বাচনের পরিবেশ বজায় থাকবে এবং কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটবে না আশা ব্যক্ত করে জেলার পুলিশপ্রধান বলেন ৷ নির্বাচনে সবার সহযোগিতা আশা করছি। নির্বাচনে প্রার্থী, ভোটার ও সাধারণ মানুষের কাছ থেকে একটি শান্তিপূর্ণ ভোট প্রত্যাশা করছি।
নির্বাচন উপলক্ষে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান এসপি। তবে নিয়মিত কার্যক্রমে অনেকেই গ্রেপ্তার হচ্ছে, কিন্তু তাদের কোনো তালিকা নেই।
আরও পড়ুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৩ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৩ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৩ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৩ দিন আগে