Ajker Patrika

আধিপত্য বিস্তার নিয়ে সোনারগাঁয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ 

আধিপত্য বিস্তার নিয়ে সোনারগাঁয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। এতে দুপক্ষের পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। 

নিহত পারভেজ হোসেন (২৮) উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও এলাকার মোতালেব মিয়ার ছেলে। 

স্থানীয় ও এলাকাবাসী সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পশ্চিম কান্দারগাঁও এলাকার মোতালেব মিয়ার সঙ্গে একই এলাকার জসিমের সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের লোকজন রামদা, চাপাতি, টেটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুপক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে আহত পারভেজ হোসেনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, দুই গ্রুপের সংঘর্ষে এ পর্যন্ত পারভেজ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে ঢামেকে পাঠানো হয়েছে। এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত