Ajker Patrika

আপনার সঙ্গী-সাথিরা লুটপাট ছাড়া কিছুই বুঝে না: মিন্টু 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ২০: ২৮
আপনার সঙ্গী-সাথিরা লুটপাট ছাড়া কিছুই বুঝে না: মিন্টু 

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘সরকারপ্রধান এখন বলছেন, আমাকে সবাই ক্ষমতাচ্যুত করতে চায়। আমার অপরাধটা কী? আপনি অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন, এটাই বড় অপরাধ। সংসদে মাস্তান বসিয়েছেন। জনগণের অধিকার হরণ করেছেন, ভোটের অধিকার লুট করেছেন। গুম-খুন করে সমাজটা নষ্ট করেছেন, অর্থনীতিকে ধ্বংস করেছেন। আপনার সঙ্গী-সাথিরা লুটপাট ছাড়া কিছুই বুঝে না।’ 

আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের খানপুর এলাকায় মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরু আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘আপনাদের মাধ্যমে দেশের ব্যাংকগুলো ধ্বংস হয়েছে। নিত্যপণ্যের দাম নাগালের বাইরে। দেশ ধ্বংস করে বলছেন আমাকে ক্ষমতাচ্যুত করতে চায়, আমার কী দোষ? আপনার দোষ বলা শুরু করলে এক রাতে তা শেষ হবে না।’

তিনি আরও বলেন, ‘একদিন তো ক্ষমতা থেকে যেতে হবে। তখন বুঝবেন আপনার অপরাধ কত ও কী কী। এই সরকারের পতন ঘটনাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক দফা দাবি দিয়েছেন। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে মানুষ যাকে খুশি ভোট দেবে। এক দফা দাবি না মানলে ফয়সালা হবে রাজপথে। নেতা-কর্মীদের বলব আপনারা কঠোর সংগ্রামের জন্য প্রস্তুত থাকুন। আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়ব।’

সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, সাবেক জেলা বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, নাসিক কাউন্সিলর শওকত হাশেম শকু, কাউন্সিলর শাহেন শাহ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত