Ajker Patrika

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১১: ২১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৫ জন পোশাকশ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম। 

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এ ঘটনায় গুরুতর কেউ আহত হননি বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে ‘তারাবো সুপার’ নামে একটি যাত্রবাহী বাস চট্টগ্রামগামী লেন দিয়ে পোশাকশ্রমিক নিয়ে আদমজী ইপিজেডের দিকে যাচ্ছিল। হঠাৎ করে মৌচাক এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ২০-২৫ জন শ্রমিক আহত হন। 

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দীন জানান, খবর পাওয়ামাত্রই পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করলেও চালক ও সহকারী পালিয়ে যান। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত