রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলার আত্রাই নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় একের পর এক পাকা সড়ক ভেঙে যাচ্ছে। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত নতুন করে উপজেলার আরও তিনটি স্থানে পাকা সড়ক ভেঙে গেছে। এতে আত্রাই উপজেলা সদরের সঙ্গে পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
পানিবন্দী হয়ে পড়েছে আরও আট হাজার পরিবার। এদিকে পানির তোরে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় বেশ কয়েকটি এলাকা গত দুদিন ধরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে পানিবন্দী এলাকার মানুষ।
আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী বলরামচক চৌধুরীপাড়া গ্রামের নুরুল ইসলাম জানান, আত্রাই নদীতে গত কয়েক দিনের তুলনায় বুধবার রাতে আরও বেশি পানি বেড়েছে। এ কারণে কাশিয়াবাড়ী-সমসপাড়া পাকা সড়কের বলরামচক শ্মশানঘাট এলাকায় আজ সকাল সাড়ে ১০টার দিকে পাকা সড়ক ভেঙে যায়।
এতে সোনাইডাঙ্গা, বাঁকা, কাশিয়াবাড়ীসহ কয়েকটি মাঠের পাকা আউশ এবং রোপণ করা আমন পানির নিচে তলিয়ে গেছে। এ ছাড়া শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
জগদাস গ্রামের জুয়েল হোসেন বলেন, গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে আত্রাই-সিংড়া পাকা সড়কের জগদাস বটতলি এবং এর সামান্য অদূরে শিকারপুরে পানির স্রোতে এই দুই জায়গায় পাকা সড়ক ভেঙে যায়। এতে আত্রাই উপজেলা সদরের সঙ্গে উপজেলার পূর্বাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এতে তাঁর প্রায় সাত বিঘা জমির পাকা ধান পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া পুকুর ডুবে ভেসে গেছে মাছ। এ ছাড়া গতকাল বুধবার সকাল ১০টা থেকে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে বলে জানান তিনি। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন তাঁরা।
আত্রাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়া উদ্দীন আহম্মেদ বলেন, নতুন করে পাকা সড়ক ভেঙে যাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এতে আরও আট হাজারসহ গত দুদিনে প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
কৃষি কর্মকর্তা পলাশচন্দ্র বলেন, আজ দুপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন শ হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে বেশ কিছু পাকা ধানও রয়েছে।
আত্রাই উপজেলা পল্লিবিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুল আলিম বলেন, বন্যার পানির তোরে বান্দাইখাড়া, কাশিয়াবাড়ী, পাঁচুপুর, জগদাসসহ কয়েকটি এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। এ কারণে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। তবে পানির কিছুটা চাপ কমলেই ভাঙা খুঁটি পরিবর্তন করে দ্রুতই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা হবে।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস বলেন, বন্যা দুর্গতদের সহায়তা করতে ইতিমধ্যে ১৬ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। চাহিদা অনুযায়ী সহায়তা অব্যাহত থাকবে।
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের নিয়ে ভেঙে যাওয়া অংশগুলো মেরামত করার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া বন্যাদুর্গতদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে।
এর আগে গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে আত্রাই নদীর নন্দনালী বেড়িবাঁধ ভেঙে যায় এবং আত্রাই-বান্দাইখাড়া পাকা সড়কের নন্দনালী সরদারপাড়া তালতলা এলাকায় পাকা সড়ক পানির তোরে ভেঙে যায়। এতে অন্তত এক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে।
নওগাঁর আত্রাই উপজেলার আত্রাই নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় একের পর এক পাকা সড়ক ভেঙে যাচ্ছে। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত নতুন করে উপজেলার আরও তিনটি স্থানে পাকা সড়ক ভেঙে গেছে। এতে আত্রাই উপজেলা সদরের সঙ্গে পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
পানিবন্দী হয়ে পড়েছে আরও আট হাজার পরিবার। এদিকে পানির তোরে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় বেশ কয়েকটি এলাকা গত দুদিন ধরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে পানিবন্দী এলাকার মানুষ।
আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী বলরামচক চৌধুরীপাড়া গ্রামের নুরুল ইসলাম জানান, আত্রাই নদীতে গত কয়েক দিনের তুলনায় বুধবার রাতে আরও বেশি পানি বেড়েছে। এ কারণে কাশিয়াবাড়ী-সমসপাড়া পাকা সড়কের বলরামচক শ্মশানঘাট এলাকায় আজ সকাল সাড়ে ১০টার দিকে পাকা সড়ক ভেঙে যায়।
এতে সোনাইডাঙ্গা, বাঁকা, কাশিয়াবাড়ীসহ কয়েকটি মাঠের পাকা আউশ এবং রোপণ করা আমন পানির নিচে তলিয়ে গেছে। এ ছাড়া শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
জগদাস গ্রামের জুয়েল হোসেন বলেন, গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে আত্রাই-সিংড়া পাকা সড়কের জগদাস বটতলি এবং এর সামান্য অদূরে শিকারপুরে পানির স্রোতে এই দুই জায়গায় পাকা সড়ক ভেঙে যায়। এতে আত্রাই উপজেলা সদরের সঙ্গে উপজেলার পূর্বাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এতে তাঁর প্রায় সাত বিঘা জমির পাকা ধান পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া পুকুর ডুবে ভেসে গেছে মাছ। এ ছাড়া গতকাল বুধবার সকাল ১০টা থেকে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে বলে জানান তিনি। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন তাঁরা।
আত্রাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়া উদ্দীন আহম্মেদ বলেন, নতুন করে পাকা সড়ক ভেঙে যাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এতে আরও আট হাজারসহ গত দুদিনে প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
কৃষি কর্মকর্তা পলাশচন্দ্র বলেন, আজ দুপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন শ হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে বেশ কিছু পাকা ধানও রয়েছে।
আত্রাই উপজেলা পল্লিবিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুল আলিম বলেন, বন্যার পানির তোরে বান্দাইখাড়া, কাশিয়াবাড়ী, পাঁচুপুর, জগদাসসহ কয়েকটি এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। এ কারণে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। তবে পানির কিছুটা চাপ কমলেই ভাঙা খুঁটি পরিবর্তন করে দ্রুতই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা হবে।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস বলেন, বন্যা দুর্গতদের সহায়তা করতে ইতিমধ্যে ১৬ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। চাহিদা অনুযায়ী সহায়তা অব্যাহত থাকবে।
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের নিয়ে ভেঙে যাওয়া অংশগুলো মেরামত করার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া বন্যাদুর্গতদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে।
এর আগে গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে আত্রাই নদীর নন্দনালী বেড়িবাঁধ ভেঙে যায় এবং আত্রাই-বান্দাইখাড়া পাকা সড়কের নন্দনালী সরদারপাড়া তালতলা এলাকায় পাকা সড়ক পানির তোরে ভেঙে যায়। এতে অন্তত এক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে