Ajker Patrika

নওগাঁয় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২২, ১৯: ২১
নওগাঁয় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

নওগাঁর আত্রাইয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাফিজুর (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরের দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের আত্রাই সেতুর দক্ষিণ পাশে চার মাথা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজুর রহমান উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া পূর্ব পাড়া গ্রামের মৃত নাছির উদ্দিন ছেলে।

স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে হাফিজুর রহমান মোটরসাইকেলে করে তাঁর নাতিকে স্কুলে রেখে বাড়ি ফিরছিলেন। পথে আত্রাই সেতুর দক্ষিণ পাশে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত