Ajker Patrika

পৌরসভার নালায় মিলল মাথার খুলি

নওগাঁ প্রতিনিধি
পৌরসভার নালায় মিলল মাথার খুলি

নওগাঁ পৌরসভার নালা পরিষ্কার করতে গিয়ে আবর্জনার সঙ্গে মানুষের মাথার একটি খুলি পাওয়া গেছে। আজ সোমবার সকালে নওগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাটালিড় মোড় এলাকার একটি নালা খুলিটি পাওয়া যায়। 

এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান। 

পরিচ্ছন্ন কর্মী খাইরুল ইসলাম জানান, পৌরসভার পাটালিড় মোড় এলাকায় নালা সংস্কার কাজ চলছে। সকালে নালার আবর্জনা পরিষ্কার করছিলেন। কাজ শুরুর কিছুক্ষণ পর আবর্জনার সঙ্গে মানুষের মাথার একটি খুলি দেখতে পান। পরে কয়েকজন পরিচ্ছন্ন কর্মী ও স্থানীয়রা মিলে খুলিটি নালা থেকে ওপরে তুলে পুলিশকে খবর দেন। 

খাইরুল ইসলাম বলেন, ‘খুলিটি দেখার পর প্রথমে ভয় পেয়েছিলাম। পরে খবর দিলে পুলিশ এসে খুলিটি থানায় নিয়ে যায়।’ 

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুল মালেক খোয়াজ বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে দেখি মানুষের মাথার খুলি পাওয়ার খবরে স্থানীয়রা সেখানে ভিড় করছেন। খুলিটি থানা হেফাজতে রাখা হয়েছে।’ 

ওসি ফয়সাল বিন আহসান বলেন, খবর পাওয়ার পর খুলিটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। ঘটনাস্থলে নালা সংস্কার কাজ চলছে। পরিচ্ছন্ন কর্মীরা নালায় খুলিটি দেখতে পান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খুলিটি দীর্ঘদিনের পুরোনো। 

তিনি আরও বলেন, খুলিটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কত দিন আগের খুলি, কোথা থেকে এসেছে বা কেউ ফেলে দিয়েছে কিনা এসব বিষয়ে তদন্ত করা হচ্ছে। ডিএনএ পরীক্ষা শেষে বিস্তারিত তথ্য জানানো যাবে। সার্বিক বিষয়ে তদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত