ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ওসিসহ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। শনিবার দুপুরে উপজেলা গেটের সামনে নওগাঁ-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন করা হয়।
‘প্রশ্নফাঁস বন্ধ কর, শিক্ষায় দুর্নীতি চলবে না, আমরা ন্যায়বিচার চাই’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। একপর্যায়ে তাঁরা উপজেলা গেট থেকে একটি শোভাযাত্রা বের করেন। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর বাজার নিমতলী মোড় পর্যন্ত গিয়ে শেষ হয় থানা গেটের সামনে। মানববন্ধন ও বিক্ষোভে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল, ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা শাখা, উপজেলা শাখা ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ‘রাজশাহী শিক্ষা বোর্ড থেকে সিলগালা অবস্থায় পাঠানো থানা হেফাজতে থাকা ট্রাংকের তালা ভেঙে এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র কী করে ফাঁস করার অপচেষ্টা চালানো হয়, তা আমাদের বোধগম্য নয়। প্রশ্নপত্র চুরি শিক্ষাব্যবস্থার ওপর আঘাত। এই চক্র ধরা না পড়লে প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার।’ তাই তাঁরা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। সেই সঙ্গে উপজেলায় চুরি, মাদক ও আইনশৃঙ্খলা অবনতি বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ চান বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির সদস্য আব্দুর রহমান, নুর আলম, উপজেলা শাখা ছাত্রপ্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, আলমগীর হোসেন আরাফ, উপজেলা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিফ আরাফাত, উপজেলা ছাত্রদল নেতা উমর ফারুক রোমন, পৌর ছাত্রদল নেতা মওদুদ আহম্মেদ, ফয়সাল আহমেদ, ধামইরহাট এমএম ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাকিম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, উপজেলা শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি কাওসার আহমেদ, উপজেলা শাখা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শাকিল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ধামইরহাট থানার একজন উপপরিদর্শক (এসআই) এবং একজন কনস্টেবলকে বুধবার প্রত্যাহার করা হয়।
সেই সঙ্গে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নওগাঁর ধামইরহাটে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ওসিসহ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। শনিবার দুপুরে উপজেলা গেটের সামনে নওগাঁ-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন করা হয়।
‘প্রশ্নফাঁস বন্ধ কর, শিক্ষায় দুর্নীতি চলবে না, আমরা ন্যায়বিচার চাই’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। একপর্যায়ে তাঁরা উপজেলা গেট থেকে একটি শোভাযাত্রা বের করেন। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর বাজার নিমতলী মোড় পর্যন্ত গিয়ে শেষ হয় থানা গেটের সামনে। মানববন্ধন ও বিক্ষোভে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল, ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা শাখা, উপজেলা শাখা ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ‘রাজশাহী শিক্ষা বোর্ড থেকে সিলগালা অবস্থায় পাঠানো থানা হেফাজতে থাকা ট্রাংকের তালা ভেঙে এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র কী করে ফাঁস করার অপচেষ্টা চালানো হয়, তা আমাদের বোধগম্য নয়। প্রশ্নপত্র চুরি শিক্ষাব্যবস্থার ওপর আঘাত। এই চক্র ধরা না পড়লে প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার।’ তাই তাঁরা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। সেই সঙ্গে উপজেলায় চুরি, মাদক ও আইনশৃঙ্খলা অবনতি বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ চান বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির সদস্য আব্দুর রহমান, নুর আলম, উপজেলা শাখা ছাত্রপ্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, আলমগীর হোসেন আরাফ, উপজেলা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিফ আরাফাত, উপজেলা ছাত্রদল নেতা উমর ফারুক রোমন, পৌর ছাত্রদল নেতা মওদুদ আহম্মেদ, ফয়সাল আহমেদ, ধামইরহাট এমএম ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাকিম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, উপজেলা শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি কাওসার আহমেদ, উপজেলা শাখা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শাকিল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ধামইরহাট থানার একজন উপপরিদর্শক (এসআই) এবং একজন কনস্টেবলকে বুধবার প্রত্যাহার করা হয়।
সেই সঙ্গে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে