নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় শীতের সকালে আজ প্রকৃতিতে রোদের মিষ্টি উষ্ণতা এনে দিয়েছে স্বস্তি। ভোরে কুয়াশার চাদরে মোড়া ছিল চারপাশ। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সূর্যের আলো প্রকৃতির ওপর নেমে আসায় চারদিকে প্রাণের সঞ্চার হয়েছে।
আজ সকালে জেলার বদলগাছি আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শীতল বাতাস মানুষের কাজে বের হওয়ার গতি শ্লথ করলেও রোদের উপস্থিতি সেই ভারসাম্য কিছুটা ঠিক করেছে। শহর থেকে গ্রাম, সর্বত্রই দেখা গেছে মানুষ কাজে ফিরেছে।
শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে কথা হয় দিনমজুর আবুল কালামের সঙ্গে। তিনি বলেন, ঠান্ডায় গত কয়েক দিন খুব কষ্ট হয়েছে। আজ সকাল সকাল রোদ ওঠায় মনে হলো কাজে নামলে কিছু আয় হবে। শীতের রোদ গায়ে পড়লে কাজের কষ্ট কিছুটা কমে যায়।
চা-দোকানি মানিক হোসেন জানান, শীতের সকালে চায়ের দোকানে ভিড় বেড়ে যায়। আজ রোদ ওঠায় বেচাকেনাও ভালো হচ্ছে। সকালে মানুষ কাজেও বের হচ্ছে।
এদিকে গ্রামাঞ্চলে এই শীতের রোদের প্রভাব আরও স্পষ্ট। সদর উপজেলার ফতেপুর গ্রামের কৃষক দীপক মণ্ডল বলেন, ‘গেল কদিন সকালে ঠান্ডায় জমিতে নামা কঠিন ছিল। কিন্তু রোদ ওঠার পর কাজ শুরু করেছি। রোদ পেলে ফলনও ভালো হবে।’
একই এলাকার সরিষা চাষি শহিদুল ইসলাম বলেন, ‘আমার সরিষার দানা আসতে শুরু করেছে। কুয়াশা আর ঠান্ডার কারণে কিছুটা চিন্তায় ছিলাম। তবে আজকের রোদ গাছের জন্য অনেক ভালো হবে।’
শীতকালে শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য ঝুঁকি বেশি থাকে। রোদে কিছুক্ষণ বসা উপকারী হলেও শীতের রাতে সতর্ক থাকতে হবে বলে জানান, নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত চিকিৎসক আশীষ কুমার সরকার।
বদলগাছী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শীতের এই সময়ে এটি স্বাভাবিক তাপমাত্রার কাছাকাছি। দিনের বেলায় রোদ থাকায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে ধারণা করছি।’
নওগাঁয় শীতের সকালে আজ প্রকৃতিতে রোদের মিষ্টি উষ্ণতা এনে দিয়েছে স্বস্তি। ভোরে কুয়াশার চাদরে মোড়া ছিল চারপাশ। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সূর্যের আলো প্রকৃতির ওপর নেমে আসায় চারদিকে প্রাণের সঞ্চার হয়েছে।
আজ সকালে জেলার বদলগাছি আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শীতল বাতাস মানুষের কাজে বের হওয়ার গতি শ্লথ করলেও রোদের উপস্থিতি সেই ভারসাম্য কিছুটা ঠিক করেছে। শহর থেকে গ্রাম, সর্বত্রই দেখা গেছে মানুষ কাজে ফিরেছে।
শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে কথা হয় দিনমজুর আবুল কালামের সঙ্গে। তিনি বলেন, ঠান্ডায় গত কয়েক দিন খুব কষ্ট হয়েছে। আজ সকাল সকাল রোদ ওঠায় মনে হলো কাজে নামলে কিছু আয় হবে। শীতের রোদ গায়ে পড়লে কাজের কষ্ট কিছুটা কমে যায়।
চা-দোকানি মানিক হোসেন জানান, শীতের সকালে চায়ের দোকানে ভিড় বেড়ে যায়। আজ রোদ ওঠায় বেচাকেনাও ভালো হচ্ছে। সকালে মানুষ কাজেও বের হচ্ছে।
এদিকে গ্রামাঞ্চলে এই শীতের রোদের প্রভাব আরও স্পষ্ট। সদর উপজেলার ফতেপুর গ্রামের কৃষক দীপক মণ্ডল বলেন, ‘গেল কদিন সকালে ঠান্ডায় জমিতে নামা কঠিন ছিল। কিন্তু রোদ ওঠার পর কাজ শুরু করেছি। রোদ পেলে ফলনও ভালো হবে।’
একই এলাকার সরিষা চাষি শহিদুল ইসলাম বলেন, ‘আমার সরিষার দানা আসতে শুরু করেছে। কুয়াশা আর ঠান্ডার কারণে কিছুটা চিন্তায় ছিলাম। তবে আজকের রোদ গাছের জন্য অনেক ভালো হবে।’
শীতকালে শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য ঝুঁকি বেশি থাকে। রোদে কিছুক্ষণ বসা উপকারী হলেও শীতের রাতে সতর্ক থাকতে হবে বলে জানান, নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত চিকিৎসক আশীষ কুমার সরকার।
বদলগাছী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শীতের এই সময়ে এটি স্বাভাবিক তাপমাত্রার কাছাকাছি। দিনের বেলায় রোদ থাকায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে ধারণা করছি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে