Ajker Patrika

‘প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী পরিকল্পনায় করোনায় অনাহারে মানুষ মারা যায়নি’ 

নওগাঁ প্রতিনিধি
‘প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী পরিকল্পনায় করোনায় অনাহারে মানুষ মারা যায়নি’ 

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, করোনা সংক্রমণের শুরুর প্রাক্কালে একটি মহল উদ্বেগ প্রকাশ করে বলেছিল এই পরিস্থিতিতে কমপক্ষে ২ লাখ মানুষ অনাহারে মারা যাবে। কিন্তু প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী পরিকল্পনা আর মানবিকতার কারণে দেশে একটি মানুষও অনাহারে মারা যায়নি। করোনা ভাইরাস মোকাবিলা প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় সফলতা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব আর সঠিক দিক নির্দেশনার কারণে বাংলাদেশে করোনা পরিস্থিতি বিশ্বের যেকোনো দেশের চেয়ে দ্রুততম সময়ে নিয়ন্ত্রিত হয়েছে। 

আজ রোববার বিকেল সাড়ে ৫টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

খাদ্যমন্ত্রী বলেন, পৃথিবীর অনেক ধনী রাষ্ট্রের সাধারণ মানুষদের টাকার বিনিময়ে করোনা প্রতিষেধক ভ্যাকসিন গ্রহণ করতে হয়েছে। কিন্তু এ দেশের প্রধানমন্ত্রীর মানবিকতার কারণে আপামর জনগণ বিনা মূল্যে করোনার ভ্যাকসিন পেয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে এ সরকার করোনা মোকাবিলায় সফল হয়েছে। এ ক্ষেত্রে সাংবাদিক, প্রশাসন, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের সহযোগিতায় তা সম্ভব হয়েছে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার করোনা কালীন সময়ে প্রতিটা সেক্টরে সহযোগিতা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় সাংবাদিক বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন। কেবল করোনাকালীন নয় সাংবাদিকদের অসুস্থতাজনিত আর্থিক সহযোগিতাও অব্যাহত রেখেছেন। সাংবাদিকদের প্রতি বর্তমান সরকারের মতো আর কোনো সরকারের সুনজর ছিল না। 

জেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। এ সময় নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক শফিক ছোটনসহ নওগাঁর সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের দ্বিতীয় ধাপে আজ জেলার ১৯ জন সাংবাদিককে ১০ হাজার টাকা করে এবং একজন সাংবাদিককে ১ লাখ টাকাসহ মোট ২ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত