বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নিজের জমানো টাকায় ভাঙাচোরা সড়ক মেরামত করলেন মহিলা মেম্বার রেখা। নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বার তিনি। পার্শ্ববর্তী কোলা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপনের সহযোগিতায় দুই ট্রাক ইট এনে দ্বীপগঞ্জ-কোলা সড়ক মেরামত করেন রেখা।
রেখা ভূমিহীন। মাথা গোঁজার ঠাঁই বলতে সরকারি জায়গায় ঝুপড়ি ঘর। তৃতীয় ধাপে বিলাশবাড়ী ইউপি নির্বাচনে ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হোন রেখা।
অনেক দিন ধরে সড়কটিতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। বড় বড় গর্তের কারণে প্রায়ই বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা। স্থানীয় রেজাউল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী সড়ক কোলা-দ্বীপগঞ্জ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কে কার্পেটিং উঠে গেছে। সড়কটি দিয়ে প্রতিদিন মিঠাপুর, কোলা, আধাইপুর, বিলাশবাড়ীসহ বেশ কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ চলাচল করেন। নওগাঁ জেলা শহরের যাতায়াতের প্রধান পথ এটি। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পিচ উঠে অসংখ্য ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। খানাখন্দে ভরা সড়কে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে জনসাধারণকে। কোলা ইউপির চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপনের সহযোগিতায় মহিলা মেম্বার রেখার উদ্যোগে সড়কি মেরামত করা হলো।
পথচারী জামাল বলেন, ‘খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন চলাচল করে হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন ও পথচারীরা। এক দিকে খরা মৌসুমে ধুলা বালিতে অতিষ্ঠ পথচারী-তেমনি একটু বৃষ্টি হলেই সড়কের গর্তগুলোতে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জেলা শহরে যাওয়ার সহজ যোগাযোগ এই রাস্তা। অথচ রোগী ও জরুরি প্রয়োজনে দ্রুত যাওয়া যায় না এই রাস্তাটি দিয়ে। আর বৃষ্টিতে ভোগান্তি ওঠে চরমে। জনগণের চলাচলের ভোগান্তি কমাতে সড়কে ইট বিছিয়ে চলাচলের জন্য কিছুটা উপযোগী করেছেন ভূমিহীন রেখা।’
এ বিষয়ে বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত নারী ইউপি সদস্যা রেখা বানু বলেন, ‘সড়কটি ভাঙাচোরা যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, আমি আমার সামান্য জমানো টাকা দিয়ে শুধু ইটের গাড়ি ভাড়া দিয়েছি আর কোলা ইউনিয়নের চেয়ারম্যান স্বপন দুই গাড়ি ইট দিয়েছে। আমি নিজেই ইটগুলো মাথায় বহন করে ভ্যানে করে নিয়ে রাস্তায় বিছিয়ে দিয়েছি। হাতুড়ি দিয়ে ইটগুলো নিজ হাতেই ভেঙে খানাখন্দ সমান করেছি।’
কোলা ইউপি চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন বলেন, ‘আমার কাছে বিলাশবাড়ী ইউপির মহিলা মেম্বার রেখা এসে বললো, কোলা-দ্বীপগঞ্জ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রেখা আমাকে বলে দুই গাড়ি ইট দিতে হবে। আমি তার কথা শুনে যথাসময়ে ইট পৌঁছিয়ে দিয়েছি। রেখা ইটের গাড়ি ভাড়া দিয়েছে। তার সার্বিক প্রচেষ্টায় রাস্তাটি মেরামত করা হয়েছে।’
নিজের জমানো টাকায় ভাঙাচোরা সড়ক মেরামত করলেন মহিলা মেম্বার রেখা। নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বার তিনি। পার্শ্ববর্তী কোলা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপনের সহযোগিতায় দুই ট্রাক ইট এনে দ্বীপগঞ্জ-কোলা সড়ক মেরামত করেন রেখা।
রেখা ভূমিহীন। মাথা গোঁজার ঠাঁই বলতে সরকারি জায়গায় ঝুপড়ি ঘর। তৃতীয় ধাপে বিলাশবাড়ী ইউপি নির্বাচনে ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হোন রেখা।
অনেক দিন ধরে সড়কটিতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। বড় বড় গর্তের কারণে প্রায়ই বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা। স্থানীয় রেজাউল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী সড়ক কোলা-দ্বীপগঞ্জ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কে কার্পেটিং উঠে গেছে। সড়কটি দিয়ে প্রতিদিন মিঠাপুর, কোলা, আধাইপুর, বিলাশবাড়ীসহ বেশ কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ চলাচল করেন। নওগাঁ জেলা শহরের যাতায়াতের প্রধান পথ এটি। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পিচ উঠে অসংখ্য ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। খানাখন্দে ভরা সড়কে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে জনসাধারণকে। কোলা ইউপির চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপনের সহযোগিতায় মহিলা মেম্বার রেখার উদ্যোগে সড়কি মেরামত করা হলো।
পথচারী জামাল বলেন, ‘খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন চলাচল করে হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন ও পথচারীরা। এক দিকে খরা মৌসুমে ধুলা বালিতে অতিষ্ঠ পথচারী-তেমনি একটু বৃষ্টি হলেই সড়কের গর্তগুলোতে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জেলা শহরে যাওয়ার সহজ যোগাযোগ এই রাস্তা। অথচ রোগী ও জরুরি প্রয়োজনে দ্রুত যাওয়া যায় না এই রাস্তাটি দিয়ে। আর বৃষ্টিতে ভোগান্তি ওঠে চরমে। জনগণের চলাচলের ভোগান্তি কমাতে সড়কে ইট বিছিয়ে চলাচলের জন্য কিছুটা উপযোগী করেছেন ভূমিহীন রেখা।’
এ বিষয়ে বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত নারী ইউপি সদস্যা রেখা বানু বলেন, ‘সড়কটি ভাঙাচোরা যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, আমি আমার সামান্য জমানো টাকা দিয়ে শুধু ইটের গাড়ি ভাড়া দিয়েছি আর কোলা ইউনিয়নের চেয়ারম্যান স্বপন দুই গাড়ি ইট দিয়েছে। আমি নিজেই ইটগুলো মাথায় বহন করে ভ্যানে করে নিয়ে রাস্তায় বিছিয়ে দিয়েছি। হাতুড়ি দিয়ে ইটগুলো নিজ হাতেই ভেঙে খানাখন্দ সমান করেছি।’
কোলা ইউপি চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন বলেন, ‘আমার কাছে বিলাশবাড়ী ইউপির মহিলা মেম্বার রেখা এসে বললো, কোলা-দ্বীপগঞ্জ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রেখা আমাকে বলে দুই গাড়ি ইট দিতে হবে। আমি তার কথা শুনে যথাসময়ে ইট পৌঁছিয়ে দিয়েছি। রেখা ইটের গাড়ি ভাড়া দিয়েছে। তার সার্বিক প্রচেষ্টায় রাস্তাটি মেরামত করা হয়েছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে