নওগাঁ প্রতিনিধি
নওগাঁ জেলা মহিলা দলের সভানেত্রী মাসরেকা বানু চৌধুরীর বিরুদ্ধে পদবাণিজ্যের অভিযোগ এনেছেন দলের একাংশের নেতা-কর্মীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ অভিযোগ করা হয়। পাশাপাশি জেলা মহিলা দলের সম্পাদিকা ফাতেমা খাতুনকে বহিষ্কারের দাবি জানানো হয় ওই সংবাদ সম্মেলনে।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা।
মরিয়ম বেগম শেফা বলেন, নওগাঁ জেলা মহিলা দল অত্যন্ত সুসংগঠিত ও শক্তিশালী ভূমিকা পালন করে আসছে। কিন্তু সম্প্রতি সভানেত্রী মাসরেকা বানু চৌধুরী চক্রান্তের মাধ্যমে দলকে নিষ্ক্রিয় ও দুর্বল করে দেওয়ার পাঁয়তারা চালাচ্ছেন। উপজেলাগুলোয় কমিটি করতে গিয়ে পদবাণিজ্য করছেন তিনি। কমিটি করার ক্ষেত্রে দলের ত্যাগী নেতা–কর্মীদের কোনো মূল্যায়ন করা হচ্ছে না।
অভিযোগ করা হয়, সভানেত্রী সীমা চৌধুরী মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁর মতাদর্শের লোকজনকে কমিটিতে জায়গা দিয়েছেন। বিশেষ করে মান্দা, সাপাহার ও ধামইরহাট উপজেলায় অনিয়ম করে কমিটি গঠনের অভিযোগ করা হয়। পাশাপাশি সংগঠনটির সাধারণ সম্পাদিকা ফাতেমা খাতুনকে অশিক্ষিত আখ্যা দেওয়া হয়। যার কারণে দলের সাংগঠনিক কার্যক্রম চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। আর তাই দলকে বাঁচাতে নওগাঁ জেলা মহিলা দলের সভানেত্রী মাসরেকা বানু চৌধুরী সীমা ও সম্পাদিকা ফাতেমা খাতুনকে বহিষ্কারের দাবি জানানো হয়।
অভিযোগের বিষয়ে জানতে মহিলা দলের সভানেত্রী মাসরেকা বানু চৌধুরী সীমা আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ ২৮ বছর পর নওগাঁ মহিলা দলকে সংগঠিত করার চেষ্টা করছি। উপজেলাগুলোয় দলের মধ্যে গ্রুপিং রয়েছে। সভা করতে গেলে একটি গ্রুপ আসলেও অন্য গ্রুপ অনুপস্থিত থাকে।’
সভানেত্রী আরও বলেন, ‘আমি বারবার চেষ্টা করেছি সব পক্ষকে একত্র করে সত্যিকারের রাজপথের ত্যাগী নেতা-কর্মীদের কমিটিতে জায়গা করে দিতে। কিন্তু কেবল নিজেদের ভেদাভেদের কারণেই একত্রিত করা যায়নি।’
অর্থ লেনদেনের বিষয়ে সভানেত্রী বলেন, ‘আমি বড় ঘরের মেয়ে। পরিবার থেকে কোনো দিনই পদবাণিজ্য শিখিনি। আর দলের এই সংকটাপন্ন মুহূর্তে অর্থ লেনদেনের প্রশ্নই আসে না।’
সংবাদ সম্মেলনে নওগাঁ জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি পারভীন বানু, সামিনা পারভীন পলি, মমতাজ বেগম, শবনম মোস্তারী কলি, সাজেদা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক মরিয়ম বেগম, জামিলা আক্তার, শিক্ষাবিষয়ক সম্পাদক শাম্মী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
নওগাঁ জেলা মহিলা দলের সভানেত্রী মাসরেকা বানু চৌধুরীর বিরুদ্ধে পদবাণিজ্যের অভিযোগ এনেছেন দলের একাংশের নেতা-কর্মীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ অভিযোগ করা হয়। পাশাপাশি জেলা মহিলা দলের সম্পাদিকা ফাতেমা খাতুনকে বহিষ্কারের দাবি জানানো হয় ওই সংবাদ সম্মেলনে।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা।
মরিয়ম বেগম শেফা বলেন, নওগাঁ জেলা মহিলা দল অত্যন্ত সুসংগঠিত ও শক্তিশালী ভূমিকা পালন করে আসছে। কিন্তু সম্প্রতি সভানেত্রী মাসরেকা বানু চৌধুরী চক্রান্তের মাধ্যমে দলকে নিষ্ক্রিয় ও দুর্বল করে দেওয়ার পাঁয়তারা চালাচ্ছেন। উপজেলাগুলোয় কমিটি করতে গিয়ে পদবাণিজ্য করছেন তিনি। কমিটি করার ক্ষেত্রে দলের ত্যাগী নেতা–কর্মীদের কোনো মূল্যায়ন করা হচ্ছে না।
অভিযোগ করা হয়, সভানেত্রী সীমা চৌধুরী মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁর মতাদর্শের লোকজনকে কমিটিতে জায়গা দিয়েছেন। বিশেষ করে মান্দা, সাপাহার ও ধামইরহাট উপজেলায় অনিয়ম করে কমিটি গঠনের অভিযোগ করা হয়। পাশাপাশি সংগঠনটির সাধারণ সম্পাদিকা ফাতেমা খাতুনকে অশিক্ষিত আখ্যা দেওয়া হয়। যার কারণে দলের সাংগঠনিক কার্যক্রম চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। আর তাই দলকে বাঁচাতে নওগাঁ জেলা মহিলা দলের সভানেত্রী মাসরেকা বানু চৌধুরী সীমা ও সম্পাদিকা ফাতেমা খাতুনকে বহিষ্কারের দাবি জানানো হয়।
অভিযোগের বিষয়ে জানতে মহিলা দলের সভানেত্রী মাসরেকা বানু চৌধুরী সীমা আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ ২৮ বছর পর নওগাঁ মহিলা দলকে সংগঠিত করার চেষ্টা করছি। উপজেলাগুলোয় দলের মধ্যে গ্রুপিং রয়েছে। সভা করতে গেলে একটি গ্রুপ আসলেও অন্য গ্রুপ অনুপস্থিত থাকে।’
সভানেত্রী আরও বলেন, ‘আমি বারবার চেষ্টা করেছি সব পক্ষকে একত্র করে সত্যিকারের রাজপথের ত্যাগী নেতা-কর্মীদের কমিটিতে জায়গা করে দিতে। কিন্তু কেবল নিজেদের ভেদাভেদের কারণেই একত্রিত করা যায়নি।’
অর্থ লেনদেনের বিষয়ে সভানেত্রী বলেন, ‘আমি বড় ঘরের মেয়ে। পরিবার থেকে কোনো দিনই পদবাণিজ্য শিখিনি। আর দলের এই সংকটাপন্ন মুহূর্তে অর্থ লেনদেনের প্রশ্নই আসে না।’
সংবাদ সম্মেলনে নওগাঁ জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি পারভীন বানু, সামিনা পারভীন পলি, মমতাজ বেগম, শবনম মোস্তারী কলি, সাজেদা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক মরিয়ম বেগম, জামিলা আক্তার, শিক্ষাবিষয়ক সম্পাদক শাম্মী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫