Ajker Patrika

নওগাঁয় ট্রাক্টরের চাপায় নিহত ১

প্রতিনিধি, নওগাঁ (রাজশাহী) 
আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১২: ৪৬
নওগাঁয় ট্রাক্টরের চাপায় নিহত ১

নওগাঁর সাপাহারে ট্রাক্টরের চাপায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সাপাহার-নির্মইল সড়কের চৌধুরীপাড়ার তেঁতুলতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম অনিল রবিদাশ (৩৫)। তিনি উপজেলার গোবিন্দবাটি মাদ্রাসাপাড়া এলাকার বাসিন্দা। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে সাইকেলযোগে বাজার করার উদ্দেশ্যে উপজেলার সদরে আসছিলেন অনিল। পথে চৌধুরীপাড়া তেঁতুলতলা বাজারে পৌঁছালে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অনিল মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাক্টরচালককে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত