নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বাজারে সব ধরনের মুরগির দাম অস্বাভাবিক হারে বেড়েছে। অথচ উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি মুরগি উৎপাদনকারী এলাকার মধ্যে একটি হলো নওগাঁ জেলা। ১০ দিনের ব্যবধানে এই জেলায় মুরগির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা অস্বস্তিতে পড়েছেন।
আজ বৃহস্পতিবার নওগাঁ পৌর মুরগি বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকা কেজি দরে। আগে এই দাম ছিল ১২০ থেকে ১৩০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৮৫ থেকে ২৯০ টাকা দরে, যা আগে ছিল ২৫০ থেকে ২৬০ টাকার মধ্যে। লেয়ার মুরগি ২২০ থেকে ২৩০ টাকা করে বিক্রি হচ্ছে। এর আগের দাম ছিল ১৮০ থেকে ১৯০ টাকা।
নওগাঁর উকিলপাড়ার বাসিন্দা হারুন ইসলাম বলেন, `বাসায় আত্মীয় এসেছে। মুরগি কিনতে এসে দাম শুনে অবাক হয়ে গেছি। গত ১০ দিনের ব্যবধানে কেজিপ্রতি ২০-৪০ টাকা বেড়েছে। বিক্রেতারা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছে।'
সুমন মণ্ডল নামে আরেক ক্রেতা বলেন, `আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে অল্প বেতনে চাকরি করি। প্রতি মাসে মুরগির মাংস কেনা বাবদ হিসাব রাখতে হয়। কিন্তু যা দাম বেড়েছে, এ মাসে আর মুরগি কিনব না। হিসাবের বাইরে দাম চলে গেছে। দাম কমাতে প্রশাসনের নজরদারি ও শক্ত পদক্ষেপ জরুরি।'
নওগাঁ পৌর বাজারের খুচরা মুরগি বিক্রেতারা জানান, এখানে কেউ ইচ্ছা করে দাম বাড়াননি। উৎপাদন কম হওয়ায় আমদানি কম হচ্ছে, এ জন্য দাম বেড়েছে। কেবল ৫ থেকে ১০ টাকা লাভে মুরগি বিক্রি করা হয়।
মুরগি বিক্রেতা নজরুল ইসলাম বলেন, বর্তমানে মুরগির খাদ্যের দাম বেশি। কম দামে মুরগি পাওয়া যাচ্ছে না। এ জন্য বাজারে মুরগির আমদানি কমে গেছে। তাই দামও বেড়ে গেছে।
জনি হোসেন নামের আরেক ব্যবসায়ী বলেন, খামারে দাম বাড়লে খুচরা বাজারে দাম বাড়বে এটা স্বাভাবিক। এ ছাড়া লকডাউনের পর এখন বিয়ে ও সামাজিক অনুষ্ঠান বেশি হচ্ছে, এ জন্য চাহিদাও বেড়েছে। তাই দাম বেড়েছে।
নওগাঁর বদলগাছি উপজেলার সবচেয়ে বড় খামারি ফিরোজ হোসেন বলেন, লকডাউনের সময় অনেক লোকসান হয়েছে। এ ছাড়া মুরগির খাদ্যের দাম প্রতি বস্তায় কয়েক দিনের ব্যবধানে ৫০০ টাকা পর্যন্ত বেড়েছে। এ জন্য সরকারি নজরদারির অভাব দায়ী। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় মুরগির দাম বেড়েছে। এখন দাম কমে গেলে লোকসানে পড়তে হবে।
নওগাঁ পৌর মুরগিবাজারের সভাপতি ও আড়তদার ইউনুস আলী বলেন, মুরগির দাম বাড়ানো বা কমানোর বিষয়টা আড়তদারেরা করেন না। খামারিরা দাম বাড়িয়ে দিয়েছেন। খামারে দাম বাড়লে আমরাও বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করি। তবে খাদ্যের দাম কমে এলে মুরগির দামও কমবে।
নওগাঁর বাজারে সব ধরনের মুরগির দাম অস্বাভাবিক হারে বেড়েছে। অথচ উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি মুরগি উৎপাদনকারী এলাকার মধ্যে একটি হলো নওগাঁ জেলা। ১০ দিনের ব্যবধানে এই জেলায় মুরগির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা অস্বস্তিতে পড়েছেন।
আজ বৃহস্পতিবার নওগাঁ পৌর মুরগি বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকা কেজি দরে। আগে এই দাম ছিল ১২০ থেকে ১৩০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৮৫ থেকে ২৯০ টাকা দরে, যা আগে ছিল ২৫০ থেকে ২৬০ টাকার মধ্যে। লেয়ার মুরগি ২২০ থেকে ২৩০ টাকা করে বিক্রি হচ্ছে। এর আগের দাম ছিল ১৮০ থেকে ১৯০ টাকা।
নওগাঁর উকিলপাড়ার বাসিন্দা হারুন ইসলাম বলেন, `বাসায় আত্মীয় এসেছে। মুরগি কিনতে এসে দাম শুনে অবাক হয়ে গেছি। গত ১০ দিনের ব্যবধানে কেজিপ্রতি ২০-৪০ টাকা বেড়েছে। বিক্রেতারা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছে।'
সুমন মণ্ডল নামে আরেক ক্রেতা বলেন, `আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে অল্প বেতনে চাকরি করি। প্রতি মাসে মুরগির মাংস কেনা বাবদ হিসাব রাখতে হয়। কিন্তু যা দাম বেড়েছে, এ মাসে আর মুরগি কিনব না। হিসাবের বাইরে দাম চলে গেছে। দাম কমাতে প্রশাসনের নজরদারি ও শক্ত পদক্ষেপ জরুরি।'
নওগাঁ পৌর বাজারের খুচরা মুরগি বিক্রেতারা জানান, এখানে কেউ ইচ্ছা করে দাম বাড়াননি। উৎপাদন কম হওয়ায় আমদানি কম হচ্ছে, এ জন্য দাম বেড়েছে। কেবল ৫ থেকে ১০ টাকা লাভে মুরগি বিক্রি করা হয়।
মুরগি বিক্রেতা নজরুল ইসলাম বলেন, বর্তমানে মুরগির খাদ্যের দাম বেশি। কম দামে মুরগি পাওয়া যাচ্ছে না। এ জন্য বাজারে মুরগির আমদানি কমে গেছে। তাই দামও বেড়ে গেছে।
জনি হোসেন নামের আরেক ব্যবসায়ী বলেন, খামারে দাম বাড়লে খুচরা বাজারে দাম বাড়বে এটা স্বাভাবিক। এ ছাড়া লকডাউনের পর এখন বিয়ে ও সামাজিক অনুষ্ঠান বেশি হচ্ছে, এ জন্য চাহিদাও বেড়েছে। তাই দাম বেড়েছে।
নওগাঁর বদলগাছি উপজেলার সবচেয়ে বড় খামারি ফিরোজ হোসেন বলেন, লকডাউনের সময় অনেক লোকসান হয়েছে। এ ছাড়া মুরগির খাদ্যের দাম প্রতি বস্তায় কয়েক দিনের ব্যবধানে ৫০০ টাকা পর্যন্ত বেড়েছে। এ জন্য সরকারি নজরদারির অভাব দায়ী। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় মুরগির দাম বেড়েছে। এখন দাম কমে গেলে লোকসানে পড়তে হবে।
নওগাঁ পৌর মুরগিবাজারের সভাপতি ও আড়তদার ইউনুস আলী বলেন, মুরগির দাম বাড়ানো বা কমানোর বিষয়টা আড়তদারেরা করেন না। খামারিরা দাম বাড়িয়ে দিয়েছেন। খামারে দাম বাড়লে আমরাও বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করি। তবে খাদ্যের দাম কমে এলে মুরগির দামও কমবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫