Ajker Patrika

নওগাঁয় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আহত

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ২০: ১৩
নওগাঁয় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আহত

নওগাঁ সদর উপজেলায় আঞ্চলিক একটি সড়কের পাশ থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার নওগাঁ-দুবলহাটি আঞ্চলিক সড়কের দুবলহাটি এলাকায় সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

এর আগে রোববার রাতে দুর্বৃত্তদের হামলায় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী আকরাম আলী (৪৫) আহত হয়ে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুবলহাটি বাজারে আকরাম হোসেনের একটি স্টেশনারি দোকান রয়েছে। 

গৃহবধূর নাম সাথী বানু (৩০)। তিনি বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহার যোগীপুকুর গ্রামের শহিদুল হকের মেয়ে। মরদেহ উদ্ধারের পর নওগাঁ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে। 

স্থানীয় বাসিন্দা ও গৃহবধূর স্বামী আহত আকরাম আলী জানান, রাতে নওগাঁ শহরে অবস্থিত ছোট বোনের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে স্ত্রীকে নিয়ে সদর উপজেলার দুবলহাটির নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় দুবলহাটি এলাকার যমুনি নামক স্থানে তাঁদের ওপর হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। চলন্ত মোটরসাইকেলে পেছন থেকে মাথায় আঘাত করে দুর্বৃত্তরা। এতে মোটরসাইকেল থেকে পড়ে যান তাঁরা। আকরামের মাথায় হেলমেট থাকায় তাঁর কিছু না হলেও স্ত্রী গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর এলাকাবাসী ছুটে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন আহতাবস্থায় আকরামকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান। 

এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। এরপর ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। নিহত ব্যক্তির শরীরের বেশ কয়েকটি জায়গায় ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। 

ওসি আরও বলেন, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা ময়নাতদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় সাথী বানুর বাবা শহিদুল হক বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। ঘটনার তদন্ত চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত