নওগাঁ প্রতিনিধি
দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। সাধারণ সম্পাদক হয়েছেন যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
জানা গেছে, এবারের কাউন্সিলে ১৪টি ইউনিটের ১ হাজার ৪১৪ জন কাউন্সিলরের মধ্যে ১ হাজার ৪০২ জন ভোট দেন। সভাপতি পদে নান্নু ৬৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নজমুল হক সনি পান ৪০০ ভোট।
সাধারণ সম্পাদক পদে রিপন পান ৬৯২ ভোট, তার প্রতিদ্বন্দ্বী সাবেক সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশ পান ৬৭১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নূর-ই আলম মিঠু ৮৪১ ভোট, শফিউল আযম ভিপি রানা ৬৩০ ভোট ও খায়রুল আলম গোল্ডেন ৫৭৩ ভোট।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, সফলভাবে জেলা বিএনপির সম্মেলন শেষ হয়েছে। এ সম্মেলনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য মূল নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সামনে সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে। তিনি নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।
এর আগে সোমবার দুপুরে নওগাঁ কনভেনশন সেন্টারে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন আব্দুস সালাম। বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন কমিটিকে দিকনির্দেশনা দেন। কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বলেন, দীর্ঘদিন হামলা-মামলা, নির্যাতন ও কারাবরণের পর এই সম্মেলন নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা এনেছে।
উল্লেখ্য, ২০২২ সালে নান্নুকে আহ্বায়ক ও পলাশকে সদস্যসচিব করে গঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছিল।
দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। সাধারণ সম্পাদক হয়েছেন যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
জানা গেছে, এবারের কাউন্সিলে ১৪টি ইউনিটের ১ হাজার ৪১৪ জন কাউন্সিলরের মধ্যে ১ হাজার ৪০২ জন ভোট দেন। সভাপতি পদে নান্নু ৬৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নজমুল হক সনি পান ৪০০ ভোট।
সাধারণ সম্পাদক পদে রিপন পান ৬৯২ ভোট, তার প্রতিদ্বন্দ্বী সাবেক সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশ পান ৬৭১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নূর-ই আলম মিঠু ৮৪১ ভোট, শফিউল আযম ভিপি রানা ৬৩০ ভোট ও খায়রুল আলম গোল্ডেন ৫৭৩ ভোট।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, সফলভাবে জেলা বিএনপির সম্মেলন শেষ হয়েছে। এ সম্মেলনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য মূল নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সামনে সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে। তিনি নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।
এর আগে সোমবার দুপুরে নওগাঁ কনভেনশন সেন্টারে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন আব্দুস সালাম। বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন কমিটিকে দিকনির্দেশনা দেন। কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বলেন, দীর্ঘদিন হামলা-মামলা, নির্যাতন ও কারাবরণের পর এই সম্মেলন নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা এনেছে।
উল্লেখ্য, ২০২২ সালে নান্নুকে আহ্বায়ক ও পলাশকে সদস্যসচিব করে গঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছিল।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে