Ajker Patrika

নওগাঁয় করোনায় দুজনের মৃত্যু, শনাক্ত ৩৭ 

প্রতিনিধি, নওগাঁ
নওগাঁয় করোনায় দুজনের মৃত্যু, শনাক্ত ৩৭ 

নওগাঁয় গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন বদলগাছি এবং অপরজন সাপাহার উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২২ জন। আজ মঙ্গলবার দুপুরে নওগাঁর করোনা প্রতিরোধ কমিটির ফোকাল পারসন ও ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মোর্শেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। 

সিভিল সার্জন জানান, ঢাকা এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে মোট ৩২২ ব্যক্তির নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ৩৭ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১১ দশমিক ৪৯ শতাংশ। 

স্বাস্থ্য বিভাগ সূত্র জানা গেছে,   আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নওগাঁ সদরে ১৫ জন, রানীনগরে এক, আত্রাইয়ে এক, মহাদেবপুরে এক, মান্দায় চার, ধামইরহাটে দুই, সাপাহারে চার এবং পোরশা উপজেলায় ছয়জন রয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৭৬ জন। 

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ জন। এ নিয়ে জেলায় সর্বমোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৪০০ জন। বর্তমানে করোনা আক্রান্ত রয়েছেন ৫৭৬ জন। তাঁদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত