Ajker Patrika

মহাসড়কের আধা কিমির মধ্যে ৭ ঘণ্টার ব্যবধানে ফের দুর্ঘটনা, এবার বাবা-ছেলের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ১৩ আগস্ট ২০২২, ২৩: ১২
মহাসড়কের আধা কিমির মধ্যে ৭ ঘণ্টার ব্যবধানে ফের দুর্ঘটনা, এবার বাবা-ছেলের মৃত্যু

নওগাঁর মহাদেবপুর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এ দুর্ঘটনায় আরও দুই নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। নওগাঁ-রাজশাহী মহাসড়কে আধা কিলোমিটারের মধ্যে সাত ঘণ্টার ব্যবধানে এটি দ্বিতীয় সড়ক দুর্ঘটনা। এর আগে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এক দম্পতি নিহত হন।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার বেইলি ব্রিজ সংলগ্ন রানীপুকুর নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। 

দুর্ঘটনায় নিহতেরা হলেন—জেলার মান্দা উপজেলার সতিহাট এলাকার ঢেপড়া গ্ৰামের রবীন্দ্রনাথের ছেলে রথীন্দ্রনাথ (৩৬) ও তাঁর ছয় বছরের ছেলে রাধাকান্ত। 

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনেরা বলছে, সন্ধ্যার দিকে নওগাঁ শহর থেকে রথীন্দ্রনাথ তাঁর স্ত্রী পূজা রানী ও ছেলে রাধাকান্তকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। এ সময় বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় রথীন্দ্রনাথ ও তাঁর ছেলে রাধাকান্তের। পরে তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল নিয়ে যাওয়া হলে চিকিৎসক বাবা-ছেলেকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন—রথীন্দ্রনাথের স্ত্রী পূজা রানী ও অপর মোটরসাইকেল আরোহী ফাহিম হোসেন ও তাঁর স্ত্রী আয়েশা খাতুন। পূজা রানী গুরুতর অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

নিহতের ফুপাতো ভাই সত্যম কুমার বলেন, ‘সন্ধ্যার দিকে শিকারপুর এলাকায় শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেল যোগে রথীন্দ্রনাথ তাঁর স্ত্রী ও ছেলেকে নিয়ে বাড়িতে আসছিল। পথে দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। একই পরিবারের দুজনের মৃত্যুতে বাড়ি জুড়ে চলছে কান্নার রোল।’

 মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ হয়নি।’

 উল্লেখ্য, এর আগে আজ (শনিবার) দুপুর ১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফয়েজ উদ্দিন কোল্ড স্টোরের পাশে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় মান্দা উপজেলার কুলিহার গ্রামের আব্দুল খালেকের ছেলে শিমুল হোসেন ও জিনিয়া খাতুন দম্পতির মৃত্যু হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত