Ajker Patrika

মায়ের সামনে অটোভ্যানের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

রানীনগর (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৭: ৩৬
মায়ের সামনে অটোভ্যানের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মায়ের সামনেই ব্যাটারিচালিত অটোভ্যানের নিচে চাপা পড়ে রিয়াজুল ইসলাম রিফাত (৫) নামে এক শিশু নিহত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ উপজেলা সদরের মহিলা কলেজ রোডে এই দুর্ঘটনা ঘটে।

রিয়াজুল উপজেলার জয়সাড়া মধ্যপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। 

শিশু রিয়াজুলের চাচা আব্দুল মান্নান বলেন, ‘আমার ভাতিজা রিয়াজুল উপজেলা সদরের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে প্লে শ্রেণিতে পড়ত। প্রতিদিনের মতো স্কুল ছুটির পর রিয়াজুলের মা ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ছেলে সামনে হেঁটে যাচ্ছিল আর মা তার পেছনে। মহিলা কলেজ রোডের জনস্বাস্থ্য অফিসের সামনে পৌঁছালে রিয়াজুল সড়ক পার হতে যায়। এ সময় দ্রুত গতিতে আসা ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে ধাক্কা লেগে চাপা পড়ে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রাজশাহী যাওয়ার পথেই আমার ভাতিজা মারা যায়।’ 

এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত