ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে চিরকুটে বিএনপি ও কৃষক দলের নেতাদের নাম লিখে মামুনুর রশীদ (৪৫) নামের এক ব্যক্তি বিষপানে আত্মহত্যার খবর পাওয়া গেছে। আজ বুধবার সন্ধ্যায় নিহত মামুনুর রশীদের স্ত্রী খাতিজা বেগম এই তথ্য জানিয়েছেন। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মামুন নিজেও উপজেলার জাহানপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের কৃষক দলের সভাপতি ছিলেন বলে জানা গেছে।
মামুনের লিখে যাওয়া বলে তাঁর স্ত্রী যে চিরকুট দেখিয়েছেন সেটির হাতের লেখা যাচাই করা যায়নি। তবে ওই চিরকুটে লেখা রয়েছে, ‘আমাইতাড়া বাজারে কেবল নেটওয়ার্ক ব্যবসায়ী ও বিএনপির সমর্থক হানজালার নির্দেশে এবং শামীমের কথামতো উপজেলা কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম, পৌর কৃষক দলের সভাপতি আরমান হোসেন রিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও বাবুল বিভিন্ন সময় ১০ ও ২০ হাজার টাকা করে ৬৫ হাজার টাকা নিয়েছে। এ কারণে আমার মৃত্যুর জন্য তাঁরা দায়ী।’
খাতিজা স্বামীর মৃত্যুর বিচার চেয়ে আজকের পত্রিকাকে বলেন, ১৭ ফেব্রুয়ারি সোমবার রাত সাড়ে ১১টার সময় বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ফসলের (খিরা) মাঠে স্বামীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়পুরহাট সদর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান মামুনকে।
অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, মামুন বিষপান করায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যু হলে আজ বেলা ১১টার সময় পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে তাঁকে।
নিহত মামুনুর রশীদের স্বজনসহ স্থানীয়রা জানান, বরেন্দ্রের গভীর নলকূপ অপারেটর হিসেবে নিয়োগের কথা বলে কে বা কারা ৭০ হাজার টাকা নিয়েছে। ১২ ফেব্রুয়ারি বরেন্দ্রের নিয়োগ হওয়ার কথা থাকলেও তা না হওয়ার কারণে মনখারাপ ছিল মামুনের। এ কারণে তিনি বিষপান করে থাকতে পারেন। এ বিষয়ে একটি চিরকুট লিখে গেছেন তিনি। চিরকুটের সূত্র ধরে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান তাঁরা।
চিরকুটে নাম থাকা হানজালা মোবাইল ফোনে বলেন, ‘ডিপ টিউবওয়েলের বিষয়ে আমি কারও কাছ থেকে কোনো প্রকার টাকা-পয়সা নিইনি। কাউকে বলিওনি যে ডিপের বিষয়ে টাকা-পয়সা লাগবে।’
জাহানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ওবায়দুল ইসলাম বলেন, ‘চিরকুটটি মামুনের হাতেরই লেখা। তিনি মারা যাওয়ার আগে এই চিরকুট লিখে ৬ নম্বর ওয়ার্ডের মতিবুলকে দেন। এ ছাড়া আগে এ বিষয়ে বিএনপির একটি পক্ষের কাছে অভিযোগও দিয়েছিলেন। কিন্তু কাজ না হওয়ায় মামানু হতাশাগ্রস্ত হয়ে পড়েন।’
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাইসুল ইসলাম বলেন, ‘ওই ব্যক্তি বগুড়া মেডিকেলে মারা গেছেন। আমরা তাঁদের বগুড়াতে পোস্টমর্টেম করতে বলেছি। এ বিষয়ে পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নওগাঁর ধামইরহাটে চিরকুটে বিএনপি ও কৃষক দলের নেতাদের নাম লিখে মামুনুর রশীদ (৪৫) নামের এক ব্যক্তি বিষপানে আত্মহত্যার খবর পাওয়া গেছে। আজ বুধবার সন্ধ্যায় নিহত মামুনুর রশীদের স্ত্রী খাতিজা বেগম এই তথ্য জানিয়েছেন। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মামুন নিজেও উপজেলার জাহানপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের কৃষক দলের সভাপতি ছিলেন বলে জানা গেছে।
মামুনের লিখে যাওয়া বলে তাঁর স্ত্রী যে চিরকুট দেখিয়েছেন সেটির হাতের লেখা যাচাই করা যায়নি। তবে ওই চিরকুটে লেখা রয়েছে, ‘আমাইতাড়া বাজারে কেবল নেটওয়ার্ক ব্যবসায়ী ও বিএনপির সমর্থক হানজালার নির্দেশে এবং শামীমের কথামতো উপজেলা কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম, পৌর কৃষক দলের সভাপতি আরমান হোসেন রিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও বাবুল বিভিন্ন সময় ১০ ও ২০ হাজার টাকা করে ৬৫ হাজার টাকা নিয়েছে। এ কারণে আমার মৃত্যুর জন্য তাঁরা দায়ী।’
খাতিজা স্বামীর মৃত্যুর বিচার চেয়ে আজকের পত্রিকাকে বলেন, ১৭ ফেব্রুয়ারি সোমবার রাত সাড়ে ১১টার সময় বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ফসলের (খিরা) মাঠে স্বামীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়পুরহাট সদর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান মামুনকে।
অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, মামুন বিষপান করায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যু হলে আজ বেলা ১১টার সময় পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে তাঁকে।
নিহত মামুনুর রশীদের স্বজনসহ স্থানীয়রা জানান, বরেন্দ্রের গভীর নলকূপ অপারেটর হিসেবে নিয়োগের কথা বলে কে বা কারা ৭০ হাজার টাকা নিয়েছে। ১২ ফেব্রুয়ারি বরেন্দ্রের নিয়োগ হওয়ার কথা থাকলেও তা না হওয়ার কারণে মনখারাপ ছিল মামুনের। এ কারণে তিনি বিষপান করে থাকতে পারেন। এ বিষয়ে একটি চিরকুট লিখে গেছেন তিনি। চিরকুটের সূত্র ধরে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান তাঁরা।
চিরকুটে নাম থাকা হানজালা মোবাইল ফোনে বলেন, ‘ডিপ টিউবওয়েলের বিষয়ে আমি কারও কাছ থেকে কোনো প্রকার টাকা-পয়সা নিইনি। কাউকে বলিওনি যে ডিপের বিষয়ে টাকা-পয়সা লাগবে।’
জাহানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ওবায়দুল ইসলাম বলেন, ‘চিরকুটটি মামুনের হাতেরই লেখা। তিনি মারা যাওয়ার আগে এই চিরকুট লিখে ৬ নম্বর ওয়ার্ডের মতিবুলকে দেন। এ ছাড়া আগে এ বিষয়ে বিএনপির একটি পক্ষের কাছে অভিযোগও দিয়েছিলেন। কিন্তু কাজ না হওয়ায় মামানু হতাশাগ্রস্ত হয়ে পড়েন।’
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাইসুল ইসলাম বলেন, ‘ওই ব্যক্তি বগুড়া মেডিকেলে মারা গেছেন। আমরা তাঁদের বগুড়াতে পোস্টমর্টেম করতে বলেছি। এ বিষয়ে পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে