Ajker Patrika

নওগাঁয় স্ত্রীর করা মামলায় চিকিৎসক স্বামী কারাগারে

নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় স্ত্রীর করা মামলায় চিকিৎসক স্বামী কারাগারে

নওগাঁয় স্ত্রীর দায়ের করা মামলায় আল রাজী নামে এক চিকিৎসককে জেল হাজতে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাকে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে সন্ধ্যায় ওই চিকিৎসকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়। 

ডাক্তার আল রাজি নওগাঁ শহরের আল রাজী আই কেয়ার হসপিটালের কর্নধার এবং ডা. ময়েন উদ্দিনের ছেলে। 

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট চিকিৎসকের স্ত্রী ডা. তাহমিনা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার পর অভিযুক্ত আল রাজী উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হলে নিম্ন আদালতে হাজির হয়ে আবারও জামিন আবেদন করেন। বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

মামলার বাদী ডা. তাহমিনা জানান, ২০১৩ সালে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে মোটা অঙ্কের যৌতুক দাবি করে আসছিল আল রাজী ও তাঁর পরিবার। যৌতুক না পেয়ে নির্যাতন করত তাঁর স্বামী আল রাজী। পরে তিনি তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত