Ajker Patrika

বগুড়ায় সন্ধ্যা ৭টার পর চলাচলে বিধিনিষেধসহ ১১ নির্দেশনা জারি

প্রতিনিধি
বগুড়ায় সন্ধ্যা ৭টার পর চলাচলে বিধিনিষেধসহ ১১ নির্দেশনা জারি

বগুড়া: বগুড়ায় সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে অতিপ্রয়োজনীয় দ্রব্য ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে জেলা কমিটির এক সভা শেষে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এ বিজ্ঞপ্তি জারি করেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক।

একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় লকডাউনের পরিপ্রেক্ষিতে বগুড়ায় করোনাভাইরাস মোকাবিলায় ও জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে গণবিজ্ঞপ্তিতে ১১টি নির্দেশনা দেওয়া হয়েছে।
 
গণবিজ্ঞপ্তি যেসব বিধি-নিষেধের নির্দেশনা দেওয়া হয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টার পর অতি জরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) বাড়ির বাইরে বের হওয়া যাবে না।

প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টার পর খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ, দোকানপাট, শপিংমল, কাঁচাবাজার, খুচরা ও পাইকারি বাজারসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এবং যেখানে লোক সমাগম হয় তা বন্ধ রাখতে হবে।

সামাজিক অনুষ্ঠানসহ সব ধরনের গণজমায়েত বন্ধ থাকবে। সব কমিউনিটি সেন্টার বন্ধ থাকবে। বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। পাড়া–মহল্লার চায়ের দোকান ও ছোট পরিসরের দোকানগুলোও সন্ধ্যা সাড়ে ৭টার পর বন্ধ রাখতে হবে। 

সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর ও সংস্থা জরুরি পরিষেবার আওতাভুক্ত হবে। সব ধরনের সরবরাহ ব্যবস্থাপনা সচল থাকবে। তবে কৃষিপণ্য ও খাদ্যসামগ্রী পরিবহন এ আদেশের আওতা বহির্ভূত থাকবে।

এসব বিধি-নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত