প্রতিনিধি
বগুড়া: বগুড়ায় সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে অতিপ্রয়োজনীয় দ্রব্য ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে জেলা কমিটির এক সভা শেষে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এ বিজ্ঞপ্তি জারি করেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় লকডাউনের পরিপ্রেক্ষিতে বগুড়ায় করোনাভাইরাস মোকাবিলায় ও জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে গণবিজ্ঞপ্তিতে ১১টি নির্দেশনা দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তি যেসব বিধি-নিষেধের নির্দেশনা দেওয়া হয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টার পর অতি জরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) বাড়ির বাইরে বের হওয়া যাবে না।
প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টার পর খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ, দোকানপাট, শপিংমল, কাঁচাবাজার, খুচরা ও পাইকারি বাজারসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এবং যেখানে লোক সমাগম হয় তা বন্ধ রাখতে হবে।
সামাজিক অনুষ্ঠানসহ সব ধরনের গণজমায়েত বন্ধ থাকবে। সব কমিউনিটি সেন্টার বন্ধ থাকবে। বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। পাড়া–মহল্লার চায়ের দোকান ও ছোট পরিসরের দোকানগুলোও সন্ধ্যা সাড়ে ৭টার পর বন্ধ রাখতে হবে।
সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর ও সংস্থা জরুরি পরিষেবার আওতাভুক্ত হবে। সব ধরনের সরবরাহ ব্যবস্থাপনা সচল থাকবে। তবে কৃষিপণ্য ও খাদ্যসামগ্রী পরিবহন এ আদেশের আওতা বহির্ভূত থাকবে।
এসব বিধি-নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
বগুড়া: বগুড়ায় সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে অতিপ্রয়োজনীয় দ্রব্য ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে জেলা কমিটির এক সভা শেষে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এ বিজ্ঞপ্তি জারি করেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় লকডাউনের পরিপ্রেক্ষিতে বগুড়ায় করোনাভাইরাস মোকাবিলায় ও জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে গণবিজ্ঞপ্তিতে ১১টি নির্দেশনা দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তি যেসব বিধি-নিষেধের নির্দেশনা দেওয়া হয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টার পর অতি জরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) বাড়ির বাইরে বের হওয়া যাবে না।
প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টার পর খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ, দোকানপাট, শপিংমল, কাঁচাবাজার, খুচরা ও পাইকারি বাজারসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এবং যেখানে লোক সমাগম হয় তা বন্ধ রাখতে হবে।
সামাজিক অনুষ্ঠানসহ সব ধরনের গণজমায়েত বন্ধ থাকবে। সব কমিউনিটি সেন্টার বন্ধ থাকবে। বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। পাড়া–মহল্লার চায়ের দোকান ও ছোট পরিসরের দোকানগুলোও সন্ধ্যা সাড়ে ৭টার পর বন্ধ রাখতে হবে।
সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর ও সংস্থা জরুরি পরিষেবার আওতাভুক্ত হবে। সব ধরনের সরবরাহ ব্যবস্থাপনা সচল থাকবে। তবে কৃষিপণ্য ও খাদ্যসামগ্রী পরিবহন এ আদেশের আওতা বহির্ভূত থাকবে।
এসব বিধি-নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫